উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
UOzurumba (WMF) (আলোচনা | অবদান)
Tarunno (আলোচনা | অবদান)
৯৪১ নং লাইন:
 
ধন্যবাদান্তে --[[ব্যবহারকারী:Atudu|Atudu]] ([[ব্যবহারকারী আলাপ:Atudu|আলাপ]]) ০৬:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== বেনামী আইপি থেকে সম্পাদনা অনুরোধ বনাম নিরাপত্তা ==
 
সুধী,
 
বেনামী আইপি থেকে নিবন্ধের আলাপ পাতায় সক্রিয় উইকিপিডিয়ানদের Ping করে নিবন্ধের কিছু অংশ সংযোজন করে দেয়ার অনুরোধের একটি প্রবণতা দেখা যায়। কিছু ক্ষেত্রে বেনামী আইপি থেকে কোন কোন পরিচ্ছেদের লেখাটুকু রীতিমত উইকি মার্কআপে আলাপ পাতায় লিখে দিয়ে তারপর নিবন্ধে যোগ করার অনুরোধ করেন। প্রায় সময়ই সক্রিয় সম্পাদক সেই অনুরোধে সাড়া দিয়ে সেই অংশটুকু কপি করে মূল নিবন্ধে যোগ করেন। এইরূপ ঘটনাগুলোতে নিরাপত্তাজনিত কিছু ঝুঁকি থেকে যায়। সেই বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই।
 
আপনারা ইতিমধ্যেই জানেন উইকিপিডিয়ার দাবিত্যগের নীতি হচ্ছে, কোন সম্পাদনার দায় সম্পাদকের। সম্পাদকের সম্পাদনার দায় উইকিপিডিয়া নেয় না। অপরদিকে বেনামী আইপি নিয়ে যোগ না করে অন্য কাউকে দিয়ে যখন বিষয়টি যোগ করাচ্ছেন তখন এখানে দায় স্থানান্তরিত হয়ে যে সম্পাদক নিজের অ্যাকাউন্ট থেকে করছেন তার উপর গিয়ে বর্তাচ্ছে। অতএব এখানে সচেতনভাবে সর্তক হবার প্রয়োজন আছে বলে আমি মনে করি।
 
দ্বিতীয়ত, কোন কোন সম্পাদনা অনুরোধের ঘটনায় দেখায় যায় বেনামী আইপিধারী যেভাবে উইকি মার্কআপে লেখা লিখে দিয়ে অনুরোধ করেন তাতে দৃঢ়ভাবে ধারণা হয় তিনি উইকি সম্পাদনায় অনভিজ্ঞ নন, বরং বেশ পটু। এরপরও যখন তার নিজের অ্যাকাউন্ট থেকে সম্পাদনা না করে বেনামী আইপি থেকে অনুরোধ করে থাকেন তখন দুটি সন্দেহের অবতারণা হয়।
 
# তিনি লিখিত বিষয়বস্তুর দায় কোন কারণবশতঃ নিজে না নিয়ে অন্যের উপর দিয়ে দিতে চাইছেন।
# অতীতে তিনি উইকিপিডিয়ান ছিলেন এবং কোন কারণে তার অধিকার খর্ব করা হয়েছে (বাধা প্রদান করা হয়েছে), তাই তিনি নিজে থেকে সম্পাদনা করতে না পারায় অন্যকে দিয়ে সম্পাদনা করাচ্ছেন।
 
দুটি বিষয়ই ভাববার মত। বিশেষ করে দ্বিতীয়ক্ষেত্রে সম্প্রদায় যদি একবার বাধা দেয়, আবার অন্যদিকে তার প্রক্সিও দেয় তাহলে বিষয়টা খুবই খারাপ দেখায়। এটি আদর্শিকভাবেও নীতি বিরুদ্ধ।
 
তাই এই বিষয়গুলোতে দৃষ্টি আকর্ষণ পূর্বক সর্তক থাকার অনুরোধ জানাই, বিশেষ করে ধর্ম, রাজনীতি এবং চিকিৎসারমত স্পর্শকাতর বিষয়ের নিবন্ধগুলোর ব্যাপারে। কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা এবং পরবর্তীতে হয়রানি বেশি হয়ে থাকে। অপরপক্ষ অতি উত্তেজিত হয়ে পড়েন এবং যুক্তি জানা/ বোঝার ধার ধারেন না। আক্রোশ নিবৃত্তের জন্য যার নাম সামনে দেখেন তাকেই হয়রানি করেন। তাই সকলের সর্তক থাকা আবশ্যক।
 
ধন্যবাদ। – [[User:Tarunno|<span style="display:inline-block;color:#008329;font-weight:bold; transform: scale(-1,1);text-shadow:0 1px 2px #ddd">তারুণ্য</span>]]<span style="font-size:10px;vertical-align:text-top;"> [[ব্যবহারকারী আলাপ:Tarunno|আলাপ]]</span> • ১৬:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)