পেনসিলভেনিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২ নং লাইন:
'''পেনসিলভেনিয়া''', সরকারি ভাবে '''কমনওয়েলথ অব পেনসিলভেনিয়া''', [[উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র|উত্তর-পূর্ব]] [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[মধ্য-আটলান্টিক রাজ্য|মধ্য-আটলান্টিক]], [[অ্যাপালাচিয়ান]] ও [[গ্রেট লেক অঞ্চল|গ্রেট লেক]] অঞ্চলগুলির একটি রাজ্য। [[কমনওয়েলথ (মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য)|কমনওয়েলথ]] দক্ষিণ-পূর্বে [[ডেলাওয়্যার]], দক্ষিণে [[মেরিল্যান্ড]], দক্ষিণ-পশ্চিমে [[ভার্জিনিয়া]], পশ্চিমে [[ওহিও]], উত্তর-পশ্চিমে কানাডিয় [[অন্টারিও]], উত্তরে [[নিউ ইয়র্ক (অঙ্গরাজ্য)|নিউ ইয়র্ক]] ও [[নিউ জার্সি|নিউ জার্সির]] সীমানা দ্বারা আবদ্ধ রয়েছে এবং যখন [[অ্যাপালাচিয়ান পর্বতমালা]] রাজ্যটির মধ্য ভাগে অবস্থিত।
 
পেনসিলভেনিয়া আয়তন অনুসারে [[মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও অঞ্চলের আয়তন অনুযায়ী তালিকা|৩৩তম বৃহৎ রাজ্য]] এবং [[২০১০ মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি|মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১০ সালের আদমশুমারির]] হিসাব অনুসারে [[জনসংখ্যা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও অঞ্চলসমূহের তালিকা|৫ম বৃহৎ জনবহুল রাজ্য]]। এটি ৫০ টি রাজ্যের মধ্যে [[জনঘনত্ব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও অঞ্চলসমূহের তালিকা|৯ম সর্বাধিক ঘনবসতিপূর্ণ]] রাজ্য। পেনসিলভেনিয়ার দুটি সর্বাধিক জনবহুল শহর হল [[ফিলাডেলফিয়া]] (১৫,৮০,৮৬৩) ও [[পিটসবার্গ]] (৩,০২,৪০৭)। হ্যারিসবুর্গ হল রাজ্যের রাজধানী ও [[জনসংখ্যার ভিত্তিতে পেনসিলভেনিয়ার শহর ও বরো তালিকা|১৩তম বৃহৎ শহর]]। পেনসিলভেনিয়া [[ইরি হ্রদ]] ও [[ডেলাওয়্যার নদী|ডেলাওয়্যার নদীর]] বরাবর ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বা উপকূলরেখা বা নদী তীর রয়েছে।<ref []]name="Coastalmanagement.noaa.gov">{{cite web |url=https://coast.noaa.gov/data/docs/states/shorelines.pdf |title=General Coastline and Shoreline Mileage of the United States |publisher=NOAA Office of Coastal Management |access-date=December 31, 2016 |archive-url=https://web.archive.org/web/20161225011959/https://coast.noaa.gov/data/docs/states/shorelines.pdf |archive-date=December 25, 2016 |url-status=live }}</ref>
 
রাজ্যটি [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[তেরো উপনিবেশ|১৩ টি মূল প্রতিষ্ঠাতা রাজ্যের]] মধ্যে একটি; এটি রাজ্যের নামসত্তার পুত্র [[উইলিয়াম পেন|উইলিয়াম পেনকে]] একটি রাজকীয় [[জমি অনুদান|জমি অনুদানের]] ফলে ১৬৮১ সালে প্রতিষ্ঠিত হয়। পেনসিলভেনিয়ার কিছু অংশ (ডেলাওয়্যার নদীর তীরে) বর্তমান ডেলাওয়্যার রাজ্যের সাথে একত্রে [[নিউ সুইডেন|নিউ সুইডেনের]] কলোনি হিসাবে সংগঠিত হয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুমোদনকারী দ্বিতীয় রাষ্ট্র, অনুমোদনটি ১৭৮৭ সালের ১২ ডিসেম্বর প্রদান করা হয়। রাজ্যের [[পেনসিলভেনিয়া শহরসমূহের তালিকা|বৃহত্তম শহর]] ফিলাডেলফিয়ায় অবস্থিত [[ইন্ডিপেন্ডেন্স হল|ইন্ডিপেন্ডেন্স হলে]] [[মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র|মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা]] ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের খসড়া তৈরি করা হয়। [[আমেরিকান গৃহযুদ্ধ|আমেরিকান গৃহযুদ্ধের]] সময়, [[গেটিসবার্গে‌র যুদ্ধ]] রাজ্যের [[দক্ষিণ মধ্য অঞ্চল|দক্ষিণ-মধ্য অঞ্চলে]] লড়াই হয়েছিল। ১৭৭৭–৭৮ সালের তীব্র শীতের সময় ফিলাডেলফিয়ার নিকটবর্তী [[ভ্যালি ফোর্জ জাতীয় ঐতিহাসিক উদ্যান|ভ্যালি ফোর্জ]] ছিল [[জর্জ ওয়াশিংটন|জেনারেল ওয়াশিংটনের]] সদর দফতর।