উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SimpleSilly (আলোচনা | অবদান)
Tarunno (আলোচনা | অবদান)
৪৯০ নং লাইন:
:বলতে গেলে অনেক কথাই বলতে হবে কিন্তু কথা শেষ হবেনা, আমি আমার স্বীকারোক্তি হিসেবে এতটুকু বলতে পারি '''একজন স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখি, কোন ধরনের অনুদানের আবেদনের সাথে আমার কোনও সম্পকিতা নেই।''' যদি আমার কাছে আপনাদের কোন প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে করতে পারেন। আমি যেহেতু সবসময় অনলাইনে থাকিনা তাই দেরিতে হলেও আমি আপনাদের উত্তর দিবো। অনুগ্রহ করে অপেক্ষা করবেন। ধন্যবাদ! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৮:৪২, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
::{{ping|ANKAN|ZI Jony}} একটা বিষয় পরিষ্কার বৈপরিত্ত পাচ্ছি। অঙ্কনের কথা অনুসারে '''''কেন সহ আয়োজক @ব্যবহারকারী:ZI Jony ফান্ড সম্পর্কে জানতেন না বলছেন?''''' মানে [[ব্যবহারকারী:Marajozkee]]-এর গ্রান্ট সম্পর্কে @ব্যবহারকারী:ZI Jony,জানতেন না বলেছেন। অঙ্কন কিভাবে তথ্যটি পেয়েছে আমি জানি না।আশা করি আমি অঙ্কনের ওই বাক্যটির সঠিক অর্থ করতে পেরেছি। যদি কিছু ভুল বুঝে থাকি, একটু ধরিয়ে দিও। অথচ @ব্যবহারকারী:ZI Jony শেষ বক্তব্য অনুসারে "'''...তাই আমি নিজেও এই ধরনের অস্বাভাবিক/অপ্রয়োজনীয় অনুদানের আবেদনের বিরোধিতা করি।'''" । কার কাছে? কখন ও কবে করেন? সেটি কি কোথাও অন-উইকি আলোচনায় আছে? নাকি কোনো মেসেঞ্জারে করেছেন? এর মানে কি @ব্যবহারকারী:ZI Jony,আপনি ওনার গ্রান্ট সম্পর্কে আগেই জানতেন? @ব্যবহারকারী:ZI Jony আমি আপনার কাছ থেকে উত্তরটি আশা করছি। --[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ২০:৫৫, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
::{{ping|ZI Jony}} ধরে নিচ্ছি আপনি 'কেরেল' বলতে কৌশল দলের কারেল ভাইদলা-র [[User:KVaidla (WMF)|(Kaarel Vaidla)]] কথা বলছেন। কারেল আপনাকে সঠিক কথাই বলেছেন, চাইলে যে কেউ আলাপ করতে পারে এবং মতামত জমা দিতে পারে। যেমন আপনারা কিছু লোক জড় করে আলোচনা করেছেন, তাতে তো আপনাদের কেউ বাধাও দেয় নি, আপত্তিও করে নি। কিন্তু কারেল কি আপনাকে এটা বলেছে "চাইলে যে কেউ অন্য যে কারো নাম করে জমা দিতে পারে?" আপনি নিজের নামে জমা দিতেই পারতেন। তাতে তো কারো কিছু বলার নেই। তথাপি আপনি একবার সংগঠন, আরেকবার সম্প্রদায়ের নাম ব্যবহার কেন করলেন? শেষ পর্যন্ত সম্প্রদায়ের নাম যে ব্যবহার করেছেন তাতে সম্প্রদায়ের যথাযথ অনুমতি নিয়েছিলেন কি? ধরলাম, আপনি যেমনটা দাবী করছেন, অনুদানের ব্যাপারে আপনি কিছু জানতেন না। কিন্তু বৃহত্তর সম্প্রদায়ের নামে কোন কিছু যে নিজের খেয়াল খুশি মত চালিয়ে দেয়া যায় না, এইটুকু সাধারণ বোধশক্তিও কি আপনার কাজ করে নাই? এই যে একটি বিশ্রী ব্যাপারের সাথে সম্প্রদায়ের নাম জড়িয়ে গেল এখন বিষয়টা কেমন দাঁড়াল? – [[User:Tarunno|<span style="display:inline-block;color:#008329;font-weight:bold; transform: scale(-1,1);text-shadow:0 1px 2px #ddd">তারুণ্য</span>]]<span style="font-size:10px;vertical-align:text-top;"> [[ব্যবহারকারী আলাপ:Tarunno|আলাপ]]</span> • ১০:৪০, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
* হালনাগাদ: আমি [[:meta:Talk:Wikicite/e-scholarship/Marajozkee|হ্যালো সাঁওতালির অনুদানের পাতায়]] এই বিষয়ে জানিয়েছি। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৯:৫৪, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)