উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tarunno (আলোচনা | অবদান)
Tarunno (আলোচনা | অবদান)
৬৩৮ নং লাইন:
:এর কয়েকদিন পরেই দুটি বৈঠকের একটি প্রতিবেদন আমার নজরে আসে যেখানে প্রতিবেদনকারীর নাম হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের নাম লেখা। অথচ উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য হিসেবে আমি দৃঢ়ভাবেই জানি এটি কোন প্রকারেই উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিবেদন নয়। সম্ভবত একটি বৈঠকে অংকন ঘোষ দস্তিদার এবং অন্য বৈঠকে আমি উপস্থিত থাকায় এটিকে উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিবেদন হিসেবে চালিয়ে দেবার প্রয়াস চালানো হয়েছে। আমরা সাথে সাথেই এর প্রতিবাদ করলে তড়িঘড়ি করে এর প্রতিবেদনকারীর নাম দুই দফা পরিবর্তন করা হয়েছে।
 
:এরপর সাম্প্রতিক সময়ে একটি অর্থসাহায্যের আবেদন আমার নজরে আসে এবং আমি আশ্চর্যভাবে খেয়াল করি অনলাইন কর্মশালা - বৈঠক ইত্যাদির জন্য অস্বাভাবিক ব্যয় ধরা হয়েছে। এই আলোচনাসমূহর প্রাক-আলোচনা এবং পরবর্তী আলোচনার জন্য সম্বন্বয়কারীদের খরচ ধরা হয়েছে ৪০০ মার্কিন ডলার (প্রায় ৩৪ হাজার বাংলাদেশরবাংলাদেশী টাকা বা ৩০ হাজার ভারতীয় রুপি)। নথিকরণের জন্য ধরা হয়েছে ৪০০ মার্কিন ডলার এবং অনুবাদের জন্যও ধরা হয়েছে আরো ৪০০ মার্কিন ডলার। এক দশকেরও বেশি সময় উইকি আন্দোলনের সাথে সক্রিয় থেকে আমার অভিজ্ঞতায় দেখেছি বরাবর নথিকরণ এবং অনুবাদের কাজগুলো আমরা উইকিমিডিয়ানগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করে এসেছি। এই সকল কাজের চার ভাগের একভাগও যদি শুধুমাত্র বাংলা উইপিডিয়া সম্প্রদায়ের জন্য বরাদ্দ হয় তাহলেও এটি অত্যধিক বেশি।
 
:এই পর্যায়ে পশ্চিমবঙ্গ উইকিমডিয়া ব্যবহারকারী দলের বন্ধুরাও দেখছি সমপরিমাণ হতবাক। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের আন্দোলন কৌশল নির্ধারণী বিষয়ে বাংলা উইকিমিডিয়ানদের ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃত দুটি প্রতিনিধি সংগঠন; বাংলাদেশে উইকিমডিয়া বাংলাদেশ এবং ভারতে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল যুক্ত নয়। অথচ এই দুটিই এই অঞ্চলের দীর্ঘদিনের উইকি আন্দোলনের অগ্রপথিক।