উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tarunno (আলোচনা | অবদান)
Tarunno (আলোচনা | অবদান)
৬২৬ নং লাইন:
 
:'''তথ্যগত অনুস্মারক:''' প্রথমেই কয়েকটি তথ্য সংযোজন করে দিই যাতে পরবর্তী আলোচনা বুঝতে গিয়ে বিভ্রান্তি তৈরি না হয়।
# ‍এটি কোন বহুবহুজাতিক সাম্প্রদায়েরসম্প্রদায়ের আলোচনা পাতা নয়। এটি বাংলা উইকিপিডিয়ার আলোচনা সভা। এখানে বাংলাতে আলোচনা করাই সবচেয়ে যুক্তিযুক্ত।
# সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেউই সম্প্রদায়ের কাছে জবাবদিহিতার উর্ধ্বে নয়। এমনকি খোদ ফাউন্ডেশন বা এর কোন বিশেষায়িত দলও নয়।
# স্বচ্ছতার জন্য সম্প্রদায় সংশ্লিষ্ট কোন বিষয়ে সম্প্রদায় সংঘবদ্ধ আলোচনা করে থাকে। জবাবদিহিতার জন্য ব্যক্তি থেকে ব্যক্তি আলোচনার চাইতে আমরা খোলামেলা আলোচনা করে থাকি।
৬৩২ নং লাইন:
 
 
:'''অভিজ্ঞতা:''' ২০১৯ সালেরসালে বার্লিনে উইকিমিডিয়া সামিট অংশগ্রহণকালে<ref>[[:meta:Wikimedia_Summit_2019/Participants'_List]]</ref> ফাউন্ডেশনের মূল আন্দোলন কৌশল নির্ধারণী দলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে উইকি আন্দোলন কৌশলের লিয়াজোঁ হিসেবে যোগদানের জন্য অনুরোধ করা হয় এবং আমি তাতে সায় দিলে আমি লিয়াজোঁ হিসেবে নথিভুক্ত হই।<ref>[[:meta:Strategy/Wikimedia_movement/2018-20/People/Organizational_Strategy_Liaisons]]</ref> পরবর্তীতে ফাউন্ডেশনের পরিকল্পনা মোতাবেক বাংলাদেশের কৌশল নির্ধারণী অফলাইন আলোচনাগুলোতে আমি সম্বন্বয়কের দায়িত্ব পালন করি এবং এর প্রতিবেদন জমা দিই।<ref>[[:meta:Strategy/Wikimedia_movement/2018-20/2019_Community_Conversations/Strategy_Salons/Reports/Wikimedia_Bangladesh]]</ref>
 
:পরবর্তীতে দক্ষিণ এশিয়ার উইকি আন্দোলনের কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে উইকি আন্দোলনের কৌশল নির্ধারণী একটি আলোচনা আহবান আমার নজরে আসে এবং আমার কৌতুহলের উদ্রেক হয়। কারণ এটি মূল দলের লিয়াজোঁ হিসেবে আমার কাছে আসে নি, এসেছে তৃতীয় পক্ষের কাছ থেকে। কৌতুহলের কারণ আমি ব্যক্তি হিসেবে এর একটি অনলাইন বৈঠকে যোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। বৈঠকের অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র খাঁ শুভেন্দু ছাড়া আমি অভিজ্ঞ আর কাউকে পাই নি এবং খাঁ শুভেন্দুও এর পুরো সময় থাকেন নি। তার কথা বলার ভঙ্গিতে আমার কাছে তাকে বিরক্ত বলে মনে হয়েছে। বৈঠকের আলোচনাকারীদের মধ্যে [[ব্যবহারকারী:ZI Jony]] এবং [[ব্যবহারকারী:Marajozkee]] (রাজীব দত্ত) -ই অধিক কথা বলেন এবং কথা প্রসঙ্গে বাংলা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু ভুল তথ্য পরিবেশন করেন। এমন কিছু পয়েন্টও উল্লেখ করেন যা বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের মূল আদর্শনীতির সাথে সাযুজ্যপূর্ণ নয়। আমি ওই বৈঠকে তাদের বিষয়গুলো শুধরে দিই এবং আমাদের কাজের অতীত অভিজ্ঞতার কিছু কথাও বলি। এই বৈঠকে যোগদান করে আমার ধারণা হয় যে বাংলাদেশের উইকি আন্দোলন যে সাংগঠনিক কাঠামোতে প্রায় এক দশক পার করেছে এর প্রায় কিছুই এনাদের জানা নেই।