সোভিয়েত ইউনিয়ন ফুটবল ফেডারেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
৯ নং লাইন:
| region_affiliation = ১৯৫৪–১৯৯১
}}
'''সোভিয়েত ইউনিয়ন ফুটবল ফেডারেশন''' ({{lang-ru|Федерация футбола СССР}}, {{lang-en|Football Federation of the Soviet Union}}; এছাড়াও সংক্ষেপে '''এফএফএসইউ''' নামে পরিচিত) [[রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র|রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের]] [[ফুটবল|ফুটবলের]] সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://fanat.ua/legend/vehi.html |শিরোনাম=Основные вехи российского (советского) футбола |ওয়েবসাইট=fanat.ua |সংগ্রহের-তারিখ=৩০ ডিসেম্বর ২০২০}}</ref> এই সংস্থাটি ১৯৩৪ সালের ২৭শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা [[ফিফা]]র সদস্যপদ লাভ করেছিল, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২০ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা [[উয়েফা|উয়েফার]] সদস্যপদ লাভ করেছিল; এটি ১৯৯১ সালে বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত উভয় সংস্থার সদস্য ছিল। এই সংস্থার সদর দপ্তর রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী [[মস্কো|মস্কোতে]] ছিল।
 
এই সংস্থাটি সোভিয়েত ইউনিয়নের [[সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল|পুরুষ]], [[সোভিয়েত ইউনিয়ন জাতীয় নারী ফুটবল দল|নারী]] এবং [[সোভিয়েত ইউনিয়ন জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল|অনূর্ধ্ব-২৩ দলের]] পাশাপাশি ঘরোয়া ফুটবলে [[সোভিয়েত শীর্ষ লীগ]], [[সোভিয়েত প্রথম লীগ]] এবং [[সোভিয়েত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ|সোভিয়েত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের]] মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো। ১৯৯১ সালে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে।