স্যামুয়েল বেকিট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রারম্ভিক জীবন
৩৬ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন ও শিক্ষাজীবন==
স্যামুয়েল বেকিট ১৯০৬ সালের ১৩ই এপ্রিল [[ডাবলিন]] শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম ফ্রাঙ্ক বেকিট (১৮৭১-১৯৩৩) সার্ভেয়র এবং মাতা মারিয়া জোন্স রো সেবিকা ছিলেন। তার জন্মের সময় তার পিতামাতা দুজনের বয়স ছিল ৩৫।<ref>{{cite web|url=http://www.imagi-nation.com/moonstruck/clsc7.htm |title=Samuel beckett −1906-1989 |publisher=Imagi-nation.com |accessdate=২২ অক্টোবর ২০২০}}</ref> তারা ১৯০১ সালে বিয়ে করেন। বেকিটের ফ্রাঙ্ক এডওয়ার্ড বেকিট (১৯০২-১৯৫৪) নামে এক বড় ভাই ছিল। পাঁচ বছর বয়সে বেকিট ডাবলিনের স্থানীয় প্লেস্কুলে ভর্তি হন। সেখানে তিনি গানের তালিম নেওয়া শুরু করেন। এরপর তিনি ডাবলিন সিটি সেন্টারের নিকটবর্তী হারকোর্ট স্ট্রিটে আর্লসফোর্ট হাউজ স্কুলে চলে যান। বেকিট পরিবার আয়ারল্যান্ডের অ্যাংলিক্যান গির্জার সদস্য ছিলেন। তাদের পারিবারিক বাড়ি ডাবলিনের উপশহর ফক্সরকে। তার পিতা উইলিয়াম ১৯০৩ সালে বিরাট বাড়ি ও টেনিস কোর্টসহ বাগান তৈরি করেছিলেন। তিনি তার পিতার সাথে গ্রামে হাঁটতে যেতেন।
 
১৯১৯/১৯২০ সালে বেকিট ফের্নানাফ কাউন্টির এনিস্কিলেনের পোর্টোরা রয়্যাল স্কুলে ভর্তি হন ([[অস্কার ওয়াইল্ড]]ও এখানে পড়াশোনা করেছিলেন)। তিন বছর পর ১৯২৩ সালে তিনি এই প্রতিষ্ঠান ত্যাগ করেন। সহজাত ক্রীড়াবিদ বেকিট বাহাতি ব্যাটসম্যান ও বাহাতি মিডিয়াম পেস বোলার হিসেবে ক্রিকেট খেলায় দক্ষতা অর্জন করেন। পরবর্তীকালে তিনি [[ডাবলিন বিশ্ববিদ্যালয়]]ের হয়ে খেলেছেন এবং নর্দাম্পটনশায়ারের বিপক্ষে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।<ref name="wisden">{{cite web|url=http://www.espncricinfo.com/ireland/content/player/24553.html|title=Samuel Beckett|website=Wisden Cricketers' Almanack|publisher=[[ইএসপিএন ক্রিকইনফো]]|accessdate=২২ অক্টোবর ২০২০}}</ref> ফলে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা একমাত্র নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/154150.html|title=Never a famous cricketer|last=Rice|first=জোনাথন |year=২০০১ |website=উইজডেন |publisher=[[ইএসপিএন ক্রিকইনফো]] |accessdate=২২ অক্টোবর ২০২০}}</ref>
 
==টীকা==