ব্যবহারকারী:নকীব বট/ত্রুটি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১৩০ নং লাইন:
{{ping|Nokib Sarkar}} মুক্ত নয় চিত্রের হ্রাস করণের ট্যাগ লাগানোর সাথে সাথে আপলোডকারীর পাতায় বার্তা দেওয়া হোক। বট [[:চিত্র:কপার-প্লেটস অব সিলেট গ্রন্থের প্রচ্ছদ.jpg|এই]] এবং [[:চিত্র:কপার-প্লেটস অব সিলেট গ্রন্থের প্রচ্ছদ.jpg|এই]] চিত্রের হ্রাসকরণ করেছে। অথচ আমি জানিই না, যদিও আমি বর্ণনা পাতায় বলেছি, উচ্চ রেজুলিউশন গুরুত্বপূর্ণ হতে পারে। আর যার কাছ থেকে আমি ছবিগুলো পেয়েছি, তিনিও চান না, এগুলো হ্রাসকৃত করা হোক। আমি ছবিগুলো পূর্বাবস্থায় ফেরত আনছি। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
:প্রিয় [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]], প্রথমেই শুভেচ্ছা নেবেন। আসলে প্রথমদিকে আমি তা-ই করেছিলাম। পরে লক্ষ্য করে দেখলাম, বাংলা উইকিপিডিয়ায় এ ধরণের চিত্র গুটিকয়েক ব্যক্তিই আপলোড করে থাকেন। ফলে যদি প্রত্যেক অ-মুক্ত চিত্রের জন্য বার্তা দিতে থাকি তবে দেখা যাবে সে মুষ্টিকয়েক ব্যবহারকারীর আলাপ পাতায় দিনে কয়েকবারও বার্তা দিতে হবে (যাকে টেকনিক্যালি <code>spamming</code> বলে)। তাছাড়া কিছু ব্যবহারকারী ইচ্ছা করেই উচ্চ রেজ্যুলেশনের অ-মুক্ত চিত্রের মূল ফাইলটি আপলোড করেন - উদ্দেশ্য বট তো হ্রাস করবেই ([[ব্যবহারকারী আলাপ:Hirok Raja|এখানে দেখুন]])। ফলে বার্তা দেয়াটা তাদের জন্য বিব্রতকর। এরকম উদ্ভূত পরিস্থিতিতে করণীয় হল চিত্রটি নজরতালিকায় রাখা এবং নজরতালিকায় বটকেও অন্তর্ভুক্ত করা। আর কোনো চিত্রকে আপনি যদি {{tl|মুক্ত নয় হ্রাস করবেন না}} ট্যাগ করেন তবে বটটি আর তাকে হ্রাস করার জন্য ট্যাগ করবে না। <font style="color:SeaGreen">&dash;[[ব্যবহারকারী:Nokib Sarkar|নকীব সরকার]]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar|বলুন...]]</sup> ০৪:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
::{{ping|Nokib Sarkar}} বুঝতে পেরেছি। ট্যাগটা সম্পর্কে জানান দেওয়ার জন্য ধন্যবাদ। :D — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৪:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)