জাতিসংঘ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪১ নং লাইন:
 
[[চিত্র:UN building.jpg|right|thumb|220px|নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদরদপ্তর]]
'''জাতিসংঘ''' (অপর নাম: '''রাষ্ট্রসংঘ''') বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি [[১৯২০]] সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত [[সম্মিলিত জাতিপুঞ্জ|লীগ অব নেশন্সের]] স্থলাভিষিক্ত হয়।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] শেষে বিজয়ী মিত্রশক্তি পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায়— এই উদ্দেশ্যে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। তখনকার বিশ্ব রাজনীতির পরিস্থিতি জাতিসংঘের বা রাষ্ট্রসঙ্ঘের সাংগঠনিক কাঠামোতে এখনও প্রতিফলিত হচ্ছে। জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য (যাদের [[ভেটো]] প্রদানের ক্ষমতা আছে) [[মার্কিন যুক্তরাষ্ট্র]], [[ফ্রান্স]], [[যুক্তরাজ্য]], [[রাশিয়া]] ও [[গণচীন]] হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ।{{citation needed}}
 
অক্টোবর, [[২০১৬]] সালের হিসাব অনুযায়ী জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ সদস্য।<ref>[http://www.un.org/depts/dhl/unms/whatisms.shtml "What are Member States?". United Nations.]</ref> এর [[জাতিসংঘ সদর দপ্তর|সদর দপ্তর]] যুক্তরাষ্ট্রের [[নিউ ইয়র্ক]] শহরে অবস্থিত। সাংগঠনিকভাবে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রধান অঙ্গ সংস্থাগুলো হলো - [[জাতিসংঘ সাধারণ পরিষদ|সাধারণ পরিষদ]], [[জাতিসংঘ নিরাপত্তা পরিষদ|নিরাপত্তা পরিষদ]], [[জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ|অর্থনৈতিক ও সামাজিক পরিষদ]], [[জাতিসংঘ সচিবালয়|সচিবালয়]], ট্রাস্টিশীপ কাউন্সিল এবং [[আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত|আন্তর্জাতিক আদালত]]। এছাড়াও রয়েছে [[বিশ্ব স্বাস্থ্য সংস্থা]], [[ইউনেস্কো]], [[ইউনিসেফ]] ইত্যাদি। জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রধান নির্বাহী হলেন এর মহাসচিব। [[২০১৭]] সালের ১লা [[জানুয়ারি]] তারিখ থেকে মহাসচিব পদে রয়েছেন [[পর্তুগাল |পর্তুগালের ]]<nowiki/>নাগরিক [[অ্যান্টোনিও গুতারেস|রাজনীতিবিদ ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও ম্যানুয়েল দে অলিভেইরা গুতারেস]]।
 
== সদস্যরাষ্ট্র ==
[[চিত্র:United Nations Members.PNG|thumb|center|500px|বিশ্ব মানচিত্রে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদস্য রাষ্ট্রসমূহ (নীল বর্ণে চিহ্নিত)]]
[[২০১৬]] সালের তথ্যানুসারে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদস্য সংখ্যা ১৯৩। বিশ্বের প্রায় সব স্বীকৃত রাষ্ট্রই এর সদস্য। তবে উল্লেখযোগ্য ব্যতিক্রম হলো [[তাইওয়ান]] (প্রজাতন্ত্রী চীন), [[ভ্যাটিকান সিটি]]। এছাড়াও, অন্যান্য কিছু অস্বীকৃত এলাকার মধ্যে রয়েছে ট্রান্সনিস্ট্রিয়া ও উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র।
 
জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো [[দক্ষিণ সুদান]] (২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম) যোগদান করে।
৫৫ নং লাইন:
== সদর দপ্তর ==
[[চিত্র:United Nations HQ - New York City.jpg|right|thumb|নিউইয়র্ক শহরে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর।]]
জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর [[মার্কিন যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] নিউইয়র্ক শহরে অবস্থিত। এটি ১৬ একর জমিতে [[১৯৪৯]]হতে১৯৪৯হতে [[১৯৫০]] সালের মধ্যে নির্মাণ করা হয়। ভবনটি [[ইস্ট নদী|ইস্ট নদীর]] তীরে অবস্থিত। সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য [[জন ডি রকফেলার জুনিয়র]] ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন। তিনি জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘকে এই জমি দান করেন।
 
সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন - [[লে করবুসিয়ে]], [[অস্কার নিয়েমেয়ার]]সহ আরো অনেক খ্যাতনামা স্থপতি। নেলসন রকফেলারের উপদেষ্টা [[ওয়ালেস কে হ্যারিসন]] এই স্থপতি দলের নেতৃত্ব দেন। আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় ১৯৫১ সালের [[জানুয়ারি ৯|৯ই জানুয়ারি]] তারিখে।
৭৫ নং লাইন:
জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের পুরানো ভবনের সংস্কার কার্য উপলক্ষে ম্যানহাটানের ফার্স্ট অ্যাভিনিউতে [[ফুমিহিকো মাকি|ফুমিহিকো মাকি’র]] নকশায় অস্থায়ী দপ্তর নির্মাণ করা হচ্ছে।
 
[[১৯৪৯]]সালের১৯৪৯সালের আগে পর্যন্ত [[লন্ডন]] ও নিউইয়র্কের বিভিন্ন স্থানে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের কার্যালয়ের অবস্থান ছিল।<ref name="UNHeadquarters">[http://www.un.org/geninfo/faq/factsheets/FS23.HTM The Story of United Nations Headquarters]
www.un.org, United Nations, Accessed September 20, 2006</ref>
 
== ভাষা ==
[[চিত্র:Bankimoon.jpg|thumb|150px|রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব [[বান কি মুন]](১লা [[জানুয়ারি]] [[২০০৭]]-৩১শে [[ডিসেম্বর]] ২০১৬)]]
 
জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো [[আরবি ভাষা|আরবি]], [[চীনা ভাষা|চীনা]], [[ইংরেজি ভাষা|ইংরেজি]], [[ফরাসি ভাষা|ফরাসি]], [[রুশ ভাষা|রুশ]], এবং [[স্পেনীয় ভাষা]]। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.un.org/Depts/DGACM/faq_languages.htm|শিরোনাম=What are the official languages of the United Nations?|প্রকাশক=United Nations|ভাষা=English|সংগ্রহের-তারিখ=2006-12-23}}</ref> জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সচিবালয়ে যে দুটি ভাষা ব্যবহৃত হয় তা হলো [[ইংরেজি ভাষা|ইংরেজি]] ও [[ফরাসি ভাষা|ফরাসি]]।