মহাকাশযান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen নভোযান পাতাটিকে মহাকাশযান শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে স্থানান্তর করেছেন: উইকিপিডিয়াব্যাপী space = মহাকাশ - এই পারিভাষিক সমতা বজায় রাখার স্বার্থে স্থানান্তর
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
[[চিত্র:Discovery open.jpg|thumb|আইএসএসআন্তর্জাতিক মহাকাশ বিরতিকেন্দ্র বা স্টেশন থেকে দৃশ্যমান ''ডিসকভারি'' নামক নভোখেয়াযানমহাকাশযান]]
'''নভোযান''' বা '''মহাকাশযান''' এক ধরনের যান বা যন্ত্র যা [[মহাশূন্য উড্ডয়ন|মহাশূন্য উড্ডয়নের]] জন্য বিশেষ নকশায় তৈরি করা হয়। কখনোএগুলিকে কখনোবাংলায় '''মহাশূন্যযান''', '''নভোযান''', '''নভোখেয়াযান''', '''অন্তরীক্ষযান''', ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হতে পারে। কখনও কখনও মহাকাশযান [[পৃথিবী]] থেকে উৎক্ষিপ্ত হয়ে বহিঃস্থ মহাশূন্যে প্রবেশ করে এবং পরে আবার পৃথিবীতে তথা ভূপৃষ্ঠে ফিরে আসে।আসে; উৎক্ষেপিতএক্ষেত্রে নভোযানউৎক্ষিপ্ত মহাকাশযান [[মহাকাশ]] সফরকালে একটি পূর্ণ [[কক্ষপথ]] তৈরি করতে পারেনা বিধায় একেএর অর্ধ-কক্ষীয়গতিপথকে উপকক্ষীয় মহাশূন্য উড্ডয়ন বলা হয়ে থাকে। কক্ষীয় মহাশূন্য উড্ডয়নের ক্ষেত্রে নভোযানমহাকাশযানটি গ্রহের চারদিকে একটি বদ্ধ কক্ষপথে প্রবেশ করে এবং একে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। আবার [[রোবট]] নিয়ন্ত্রিত মহাশূন্য অভিযানের জন্য ব্যবহৃত নভোযানগুলোমহাকাশযানগুলি স্বতঃস্ফূর্তভাবেস্বয়ংক্রিয়ভাবে বা রোবটের মাধ্যমে দূর -নিয়ন্ত্রিত হয়ে চলে। রোবট নিয়ন্ত্রিত নভোযানেরমহাকাশযানের মধ্যে যেগুলো গ্রহের কক্ষপথ ছাড়িয়ে অসীম মহাশূন্যের দিকে যাত্রা করে তাদেরকে [[মহাশূন্যমহাকাশ সন্ধানী যান]] বলা হয়। এরকম একটির নাম ''[[নিউ হরাইজনস্‌]] ''। আর যেগুলো কোন গ্রহের কক্ষপথে আবর্তনরত থাকে তাদের বলা হয় [[কৃত্রিম উপগ্রহ]]।
 
== নভোযানেরমহাকাশযানের গতি ==
বর্তমানে নভোযানেরমহাকাশযানের যে গতি তা দিয়ে মহাবিশ্বের বিরাট ব্যাপ্তিতে ভ্রমণ অসম্ভব। এজন্য মানুষকে তাদের সৃষ্ট নভোযানেরমহাকাশযানের গতি বাড়াতে হবে। [[দ্য হিস্টরি চ্যানেল|হিস্টরি চ্যানেলের]] ''[[দ্য ইউনিভার্স]]'' নামক ধারাবাহিক প্রামাণ্য চিত্রে নভোযানের গতি বৃদ্ধির কয়েকটি উপায়ের উল্লেখ করা হয়েছে। এগুলো হল:
* সূর্যের [[বিকিরণ চাপ]]কে কাজে লাগিয়ে [[সৌর পাল]]
* [[র‌্যামজেট]] ইঞ্জিনের মাধ্যমে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটানো।
১১ নং লাইন:
 
== আরও দেখুন ==
* [[নভোখেয়াযান]]
* [[মহাশূন্য সন্ধানী যান]]
* [[রকেট]]