ওয়ালি হ্যামন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Preetidipto.21 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫৮ নং লাইন:
'''ওয়াল্টার রেগিনাল্ড "ওয়ালি" হ্যামন্ড''' ({{lang-en|Wally Hammond}}; ১৯ জুন ১৯০৩ – ১ জুলাই ১৯৬৫) ছিলেন ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক। তাকে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন বলে মনে করা হয়।
 
৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে হ্যামন্ড ৭,২৪৯ রান করার পাশাপাশি ৮৩টি উইকেট লাভ করেছেন। তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ২০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪টিতে জয়ী হওয়ার সাথে সাথে ৩টিতে পরাজয় এবং অবশিস্টঅবশিষ্ট ১৩টি ড্র করতে সামর্থসামর্থ্য হন। ১৯৭০ সালে [[কলিন কাউড্রে]] তার এ রেকর্ড ভেঙে ফেলার পূর্বে তিনি টেস্টে সর্বোচ্চ মোট ব্যক্তিগত রানের অধিকারী ছিলেন; এবং তার করা ২২টি [[সেঞ্চুরি (ক্রিকেট)|টেস্ট সেঞ্চুরি]] যা ইংল্যান্ডের পক্ষে সর্বাধিকসংখ্যক সেঞ্চুরির রেকর্ড ২০১২ সালে [[অ্যালাস্টেয়ার কুক]] ভেঙেছেন।{{refn|পরবর্তীকালে [[কলিন কাউড্রে]], [[জিওফ্রে বয়কট]] ও [[কেভিন পিটারসন]] যৌথভাবে এ রেকর্ডের সাথে যুক্ত হয়েছেন।<ref name="England centuries"/>|group=ও|name=centuries}}<ref name="England centuries">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Records: Test matches: Batting records: Most hundreds in a career |ইউআরএল=http://stats.espncricinfo.com/ci/content/records/227046.html|প্রকাশক=ESPNCricinfo| সংগ্রহের-তারিখ=6 December 2012}}</ref>
 
১৯৩৩ সালে হ্যামন্ড টেস্টে এক ইনিংসে ব্যক্তিগত সর্ব্বোচ্চ রানের রেকর্ড করেন [[টেস্ট ক্রিকেটে ত্রি-শতকের তালিকা|৩৩৬*]] রান করে, যা ১৯৩৮ সালে [[লেন হাটন]] ভেঙে দেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে হ্যামন্ড ৫০,৫৫১ রান এবং ১৬৭টি সেঞ্চুরি করেছেন, যা ২০১৩ সাল পর্যন্ত যথাক্রমে সপ্তম এবং তৃতীয় সর্ব্বোচ্চ। এতে তিনি ৭৩২টি উইকেটও লাভ করেছেন।