আলাপ:জিয়াউদ্দিন আহমেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
 
৯ নং লাইন:
আমি এবিষয়ে জ্ঞান কম রাখি, আর ঘাঁটাঘাটির উপকরণও হাতের নাগালে নেই এই মুহূর্তে। তবে কিছুদূর ঘাঁটাঘাটির পরে বুঝতে পেরেছি, হিমুদা সম্ভবত ভুল বলছেন না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মুক্তিযুদ্ধকালীন মেজর জিয়াউদ্দিন আহমেদ কিন্তু লে. কর্নেলই ছিলেন। পরে তিনি মেজর হয়েছেন। কিন্তু [https://www.youtube.com/watch?v=QEylVxkNGCo চ্যানেল আই-এর তৃতীয় মাত্রা (৪০৮৪) অনুষ্ঠানের এই পর্বে (13:59)] তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯ নম্বর সেক্টর থেকে কেউ বোধহয় গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাননি? তখন তিনি নিজের কথা বলেননি, বরং শাহজাহান ওমরের (বীর উত্তম) আর কথা বলেছেন।
 
মূল পয়েন্টটা হচ্ছে, আমরা বোধহয় সত্যিই লে. কর্নেল জিয়াউদ্দিন আহমেদ (বীর বিক্রমউত্তম) আর মেজর জিয়াউদ্দিন আহমেদ (৯ নম্বরের সাব-সেক্টর কমান্ডার)-এর মধ্যে একটা তালগোল পাকিয়ে রেখেছি। —[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] • [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ০৮:৩৯, ১৫ আগস্ট ২০২০ (ইউটিসি)
"জিয়াউদ্দিন আহমেদ" পাতায় ফেরত যান।