আলাপ:প্রিয়ঙ্কা গান্ধী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
Pravata (আলোচনা | অবদান)
→‎Bangladeshi Vs Indian: নতুন অনুচ্ছেদ
৪৪ নং লাইন:
::::প্রভাত, আপনার সম্বন্ধে আমি সঠিকভাবে অবগত নই। কিন্তু একজন উইকিপিডিয়ান হিসেবে অনুরোধ করব অনুগ্রহপূর্বক আঞ্চলিক উপভাষাকে লিখিত ভাষা হিসেবে ব্যবহার করবেন না। এরকম হলে অচিরেই আমরা আমাদের বাঙালি জাতিসত্ত্বা হারাব। পরস্পর বিচ্ছিন্ন হয়ে আমরা কেউ বরিশালি, কেউ ঢাকাই, কেউ কলকাতাই, কেউ মেদিনীপুরি, ইত্যাদি অঞ্চলবাসী হিসেবে পরিচিত হতে থাকব। আমিও বরিশালি বংশোদ্ভূত কিন্তু ভাগীরথীর পূর্ব তীরবর্তী অঞ্চলে যে মান্য চলিত ভাষা তিল তিল করে গড়ে উঠেছে তাকেই লিখিত ভাষা হিসেবে ব্যবহার করব। আপনার যদি মনে হয় যে এই ভাষাটি একান্তভাবেই [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] ভাষা (যদিও সেরকম ভাবা অর্থহীন কারণ এই ভাষাটি গড়ে ওঠার পিছনে পূর্ববঙ্গীয়দের সমান অবদান আছে) তাহলে আপনি সাধুভাষা প্রয়োগ করতে পারেন। আর পরিশেষে বলি দেশভেদে বাঙালির জাতিসত্ত্বা পরিবর্তিত হয় না। আপনি [[বাংলাদেশ|বাংলাদেশে]] জন্মগ্রহণ করে যতটা বাঙালি আমরা অর্থাৎ ভারতীয় উইকিপিডিয়ানরাও ততটাই বাঙালি। [[বাংলা ভাষা|বাংলা]] আমাদের রাষ্ট্রভাষা না হলেও এটি সংবিধানস্বীকৃত ও প্রশাসনিক স্তরে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা। আশা করব ভবিষ্যতে এই ধরনের অযৌক্তিক মন্তব্য করে বিভেদ সৃষ্টির অপপ্রয়াস করবেন না।--[[ব্যবহারকারী:Sumangal|ভার্গব চৌধুরী]] ০৮:৪৪, ২৪ এপ্রিল ২০০৯ (UTC)
:::উইকিপিডিয়া শুধু ভাষার প্রতিনিধিত্ব করে কোন ভৌগলিক স্থানের প্রতিনিধিত্ব করে না। দয়াকরে উইকিপিডিয়াকে জড়িয়ে ভৌগলিক কোন ব্যাপারে সংঘাতের সূচনা করবেন না। এ ধরণের কোন কিছুতে উস্কানীমূলক বার্তা রেখে উইকিপিডিয়ার ভাবমূর্তি এবং এখানে কাজ করার পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৫:২৪, ২৪ এপ্রিল ২০০৯ (UTC)
 
== Bangladeshi Vs Indian ==
 
মাতৃভাষার প্রতী শ্রদ্ধা যদি হগলের থাহে হ্যালে আমরা তো ভাষা আন্দলোন করছি, পাকীস্তান ছাইড়া আলাদা হইছি, অরা (ভারতীয়রা ) হয় না ক্যান? অরা ক্যান ভাষা আন্দলোন করে নাই, অরা ক্যান ভারত ছাইড়া আলাদা হয় নাই? এই প্রশ্নের উত্তর দেলে পরে আমি আমার বক্তব্য দিয়া সইরা আমু।--[[ব্যবহারকারী:Pravata|Pravata]] ০৫:০৮, ২৬ এপ্রিল ২০০৯ (UTC)
"প্রিয়ঙ্কা গান্ধী" পাতায় ফেরত যান।