ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anupamdutta73 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬১ নং লাইন:
|upper_house = [[রাজ্যসভা]]
|lower_house = [[লোকসভা]]
|area_km2 area_sq_km = ৩২৮৭২৬৩ <!-- = 3287263<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://india.gov.in/india-glance/profile|শিরোনাম=Profile|কর্ম=india.gov.in|সংগ্রহের-তারিখ=২৫ জানুয়ারি ২০১৬|আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20140209020314/http://india.gov.in/india-glance/profile|আর্কাইভের-তারিখ=৯ ফেব্রুয়ারি ২০১৪|অকার্যকর-ইউআরএল=না}}</ref -->
| area_sq_mi = 1269219 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
|area_rank = ৭ম
|percent_water = ৯.৬
১০৬ নং লাইন:
|cctld = [[.in]]
|calling_code = +৯১
||languages_type=|languages2_type=|leader_name6=|leader_name7=|leader_name8=|leader_name9=|FR_total_population_estimate_year=|FR_foot=|FR_total_population_estimate=|FR_total_population_estimate_rank=|FR_metropole_population_estimate_rank=}}
|
}}
 
'''ভারত''' ({{অডিও|Bn-ভারত.ogg|<small>শুনুন</small>}}) [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ এশিয়ার]] একটি [[রাষ্ট্র]]। দেশটির [[বিভিন্ন রাষ্ট্রভাষায় ভারতের সরকারি নামসমূহের তালিকা|সরকারি নাম]] '''ভারতীয় প্রজাতন্ত্র'''। ভৌগোলিক আয়তনের বিচারে এটি [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ এশিয়ার]] বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে [[পাকিস্তান]]<ref name="Afghanistan">টীকা: [[ভারত সরকার]] [[আফগানিস্তান]]কেও ভারতের সীমান্তবর্তী রাষ্ট্র মনে করে। এর কারণ আফগানিস্তান-সীমান্তবর্তী অঞ্চলটি সহ সমগ্র [[জম্মু ও কাশ্মীর]] রাজ্যটিকে ভারত সরকার ভারতের অংশ মনে করে। ১৯৪৮ সালে [[রাষ্ট্রসংঘ|রাষ্ট্রসংঘের]] মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি উক্ত রাজ্যটির ভারতীয় ও [[পাকিস্তান|পাকিস্তানি]] অংশের সীমানা নির্ধারণ করে দিয়েছিল। এরপর থেকেই আফগানিস্তান-সীমান্তবর্তী অঞ্চলটি [[পাকিস্তান-অধিকৃত কাশ্মীর|পাক-অধিকৃত কাশ্মীরের]] অন্তর্গত।</ref> উত্তর-পূর্বে [[চীন]], [[নেপাল]], ও [[ভূটান]] এবং পূর্বে [[বাংলাদেশ]] ও [[মায়ানমার]] অবস্থিত। এছাড়া [[ভারত মহাসাগর|ভারত মহাসাগরে]] অবস্থিত [[শ্রীলঙ্কা]], [[মালদ্বীপ]] ও [[ইন্দোনেশিয়া]] ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে [[ভারত মহাসাগর]], পশ্চিমে [[আরব সাগর]] ও পূর্বে [[বঙ্গোপসাগর]] দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।<ref name=sanilkumar>{{Harvnb|Kumar|Pathak|Pednekar|Raju|2006|p=531}}</ref>
১১৩ ⟶ ১১২ নং লাইন:
সুপ্রাচীন কাল থেকেই [[ভারতীয় উপমহাদেশ]] [[ভারতের অর্থনীতি|অর্থনৈতিক]] সমৃদ্ধি ও [[ভারতের সংস্কৃতি|সাংস্কৃতিক]] ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক [[সিন্ধু সভ্যতা]] এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস-প্রসিদ্ধ বাণিজ্যপথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। [[হিন্দুধর্ম|হিন্দু]], [[বৌদ্ধধর্ম|বৌদ্ধ]], [[জৈনধর্ম|জৈন]] ও [[শিখধর্ম|শিখ]]—বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে [[জরথুস্ত্র|জরথুষ্ট্রীয় ধর্ম]] (পারসি ধর্ম), [[ইহুদি ধর্ম]], [[খ্রিষ্টধর্ম]] ও [[ইসলাম]] এদেশে প্রবেশ করে, ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি [[যুক্তরাজ্য|ব্রিটিশ]] উপনিবেশে পরিণত হয়। অতঃপর এক সুদীর্ঘ [[ভারতের স্বাধীনতা আন্দোলন|স্বাধীনতা সংগ্রামের]] মাধ্যমে ১৯৪৭ সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালে [[ভারতীয় সংবিধান|সংবিধান]] প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
 
বর্তমানে ভারত [[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|২৯টি২৮টি রাজ্য ও সাতটিআটটি কেন্দ্রশাসিত অঞ্চল]] বিশিষ্ট একটি [[ভারতের সংসদ|সংসদীয়]] [[গণতন্ত্র|সাধারণতন্ত্র]]। ভারতীয় অর্থব্যবস্থা বাজারি বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ও [[ক্রয়ক্ষমতা সমতা|ক্রয়ক্ষমতা সমতার]] বিচারে বিশ্বে চতুর্থ বৃহত্তম। ১৯৯১ সালে [[ভারত সরকার]] গৃহীত [[ভারতে অর্থনৈতিক উদারীকরণ|আর্থিক সংস্কার নীতির]] ফলশ্রুতিতে আজ আর্থিক বৃদ্ধিহারের বিচারে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয়।<ref name="ERS"/> তবে অতিমাত্রায় দারিদ্র্য<ref name = "gov.in-prmar07PDF">[http://www.planningcommission.gov.in/news/prmar07.pdf Poverty estimates for 2004-05] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20080914014726/http://www.planningcommission.gov.in/news/prmar07.pdf |তারিখ=১৪ সেপ্টেম্বর ২০০৮ }}, Planning commission, [[Government of India]], March 2007. Accessed: August 25, 2007</ref>, নিরক্ষরতা ও অপুষ্টি এখনও ভারতের অন্যতম প্রধান সমস্যা। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক [[রাষ্ট্র]]। আবার [[ভারতের প্রাণী|বন্যপ্রাণী]] ও [[উদ্ভিদ]] জগতের নানা বৈচিত্র্যও এদেশে পরিলক্ষিত হয়।
 
== উৎপত্তি ==
১৪৯ ⟶ ১৪৮ নং লাইন:
[[চিত্র:Nehru Gandhi 1937 touchup.jpg|thumb|left| [[মহাত্মা গান্ধী|মহাত্মা গান্ধীর]] (ডানদিকে) সঙ্গে [[জওহরলাল নেহেরু]], ১৯৩৭। ১৯৪৭ সালে নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন।]]
 
বিংশ শতকে [[ভারতীয় জাতীয় কংগ্রেস]] ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি দেশজুড়ে [[ভারতের স্বাধীনতা আন্দোলন|স্বাধীনতা আন্দোলনের]] সূত্রপাত ঘটায়। ভারতীয় নেতা [[মহাত্মা গান্ধী]] লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে অহিংস গণ-আইন অমান্য জাতীয় আন্দোলন শুরু করেন।<ref name="CONCISE ENCYCLOPEDIA 3">{{বই উদ্ধৃতি |শিরোনাম = Concise Encyclopedia|প্রকাশক = Dorling Kindersley Limited |বছর = 1997 |পাতাসমূহ = 455 |আইএসবিএন = 0-7513-5911-4}}</ref> স্বাধীনতা আন্দোলনের শেষলগ্নে [[সুভাষচন্দ্র বসু|নেতাজি সুভাষচন্দ্র বসু]] ও তার [[আজাদ হিন্দ ফৌজ|আজাদ হিন্দ ফৌজের]] সংগ্রাম ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৪৭ খ্রিষ্টাব্দের [[আগস্ট ১৫|১৫ আগস্ট]] ভারত ব্রিটিশ শাসনজাল থেকে মুক্তিলাভ করে। একই সঙ্গে দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মুসলমান-অধ্যুষিত অঞ্চলগুলি [[ভারত বিভাগ|বিভক্ত]] হয়ে গঠন করে [[পাকিস্তান]] রাষ্ট্র।<ref name="CONCISE ENCYCLOPEDIA..">{{বই উদ্ধৃতি |শিরোনাম = Concise Encyclopedia |প্রকাশক = Dorling Kindersley Limited |বছর = 1997 |পাতাসমূহ = 322 |আইএসবিএন = 0-7513-5911-4}}</ref> ১৯৫০ সালের ২৬ জানুয়ারি নতুন সংবিধান প্রবর্তনের মধ্য দিয়ে ভারতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়।<ref name="CIA">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=CIA Factbook: India|কর্ম=CIA Factbook|ইউআরএল=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|সংগ্রহের-তারিখ=2007-03-10|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20080611033144/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|আর্কাইভের-তারিখ=২০০৮-০৬-১১|অকার্যকর-ইউআরএল=না}}</ref>
স্বাধীনতার পরে [[ভারতের ধর্মীয় হিংসা|ধর্মীয় অসহিষ্ণুতা]], [[ভারতের জাতপাতের হিংসা|জাতপাত]], [[নকশালবাদ]], [[ভারতে সন্ত্রাসবাদ|সন্ত্রাসবাদ]] এবং [[জম্মু ও কাশ্মীর]], [[পাঞ্জাব]] ও [[উত্তর-পূর্ব ভারত|উত্তর-পূর্বাঞ্চলের]] আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের অভুত্থান দেশে মাথা চাড়া দিয়ে ওঠে। ১৯৯০-এর দশক থেকে ভারতের শহরাঞ্চলগুলি এই হানাহানির শিকার হতে থাকে। [[১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ|১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের]] ফলে [[চীন|চীনের]] সঙ্গে এবং [[১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ|১৯৪৭]], [[১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ|১৯৬৫]], [[১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ|১৯৭১]] ও [[কার্গিল যুদ্ধ|১৯৯৯]] সালে পাক-ভারত যুদ্ধের ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে বিরোধ তীব্র হয়। ভারত [[রাষ্ট্রসংঘ]] ([[ব্রিটিশ ভারত]] হিসাবে) ও [[জোট-নিরপেক্ষ আন্দোলন|জোট নিরপেক্ষ আন্দোলনের]] অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৭৪ সালে একটি ভূগর্ভস্থ [[স্মাইলিং বুদ্ধ|পারমাণবিক পরীক্ষণ]]<ref name="India is a Nuclear State">
'https://bn.wikipedia.org/wiki/ভারত' থেকে আনীত