মরিচঝাঁপি হত্যাকাণ্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু বাঙালি শরণার্থী হিন্দু তদানীন্তন পূর্ব-পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ছেড়ে [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গে]] চলে আসে। প্রথম সারির উচ্চ ও মধ্যবিত্ত শ্রেনীর বাঙালী হিন্দু শরণার্থীরা সহজে কলকাতায় ও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও পরবর্তী সারির বিশাল জনসংখ্যার নিম্নবিত্ত শ্রেণীর নমঃশূদ্র হিন্দুদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয় নি।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ১=Asim Pramanik|শিরোনাম=1979 Marichjhapi killings revisited|ইউআরএল=http://www.thestatesman.net/news/45845-1979-marichjhapi-killings-revisited.html?page=1|সংগ্রহের-তারিখ=4 October 2014|এজেন্সি=thestatesman.net|তারিখ=23 Mar 2014|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20141006163744/http://www.thestatesman.net/news/45845-1979-marichjhapi-killings-revisited.html?page=1|আর্কাইভের-তারিখ=৬ অক্টোবর ২০১৪|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> বলপূর্বক তাদের পশ্চিমবঙ্গের বাইরে [[দণ্ডকারণ্য|দণ্ডকারণ্যের]] (বেশিরভাগই উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ রাজ্যভুক্ত) শিলাময় এবং আতিথেয়তাশূন্য অঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়।<ref name=mi1>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ১=Debdatta Chowdhury|শিরোনাম=Space, identity, territory: Marichjhapi Massacre, 1979|সাময়িকী=The International Journal of Human Rights|তারিখ=2011|খণ্ড=15|সংখ্যা নং=5|পাতাসমূহ=664-682|ডিওআই=10.1080/13642987.2011.569333}}</ref><ref name=mi2>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Ross Mallick|শিরোনাম=Development Policy of a Communist Government: West Bengal Since 1977|তারিখ=2007|প্রকাশক=Cambridge University Press|আইএসবিএন=9780521047852|পাতা=99|ইউআরএল=https://books.google.com/books?id=r7ar3x8KAOsC&pg=PA100&lpg=PA100&dq=marichjhapi+massacre&source=bl&ots=16hb_n3XeE&sig=QMjEn1oxV_RV5SqQRcc7nqEIiGw&hl=en&sa=X&ei=ITIdVKthipe4BJ_IgMAD&ved=0CFEQ6AEwCDgK#v=onepage&q=marichjhapi%20massacre&f=false}}</ref> যখন ১৯৭৭ সালে বাম-ফ্রন্ট ক্ষমতায় আসে, তখন তদানীন্তন রাজ্য মন্ত্রী (মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লকের) রাম চ্যাটার্জী দণ্ডকারণ্যের শরণার্থী ক্যাম্পে পরিদর্শনে গিয়েছিলেন এবং তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যে আশ্বাস দিয়েছিলেন।
 
ভিন রাজ্য হওয়ায় ভাষার বৈচিত্রতা এবং দণ্ডকারণ্যের ঘন জঙ্গল, খাবার পানিরজলের অপ্রতুলতা ও ম্যালেরিয়া ডায়রিয়াসহ অন্যান্য প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খেতে না পেরে ১৯৭৮ সালে বিপুলসংখ্যক শরণার্থী বাংলায় ফিরতে শুরু করে। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার তাদের রাজ্য-শাসনপ্রণালীতে পরিবর্তন আনে এবং শরণার্থীদের রাজ্যের নাগরিকত্ব প্রদানে অস্বীকৃতি প্রকাশ করে।<ref name="mi1"/> প্রায় ১,৫০,০০০ মতো শরণার্থী দন্ডকারণ্য ছেড়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসলে উদ্বাস্তুদের কয়েকজনকে আটক ও বিতাড়িত করা হয়।<ref name="mi2"/> কিন্তু অনেকেই পুলিশি বেষ্টনী উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ঢুকতে পেরেছিলো। আর যারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারে নি, সেই ফেরত আসা শরণার্থীরাই মরিচঝাঁপিতে আশ্রয় নেয় এবং নিজ উদ্যোগে সেখানকার জঙ্গল পরিষ্কার করে বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ নির্মাণ, মৎস্য চাষ ও চাষাবাদের ব্যবস্থা করে উক্ত দ্বীপে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে। কিন্তু তদানীন্তন দ্বীপে শরণার্থীদের স্বীয় উদ্যোগে এই পূনর্বাসন মেনে নেয় নি এবং উক্ত এলাকাকে [[সুন্দরবন|সুন্দরবনের]] সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে তাদের এই বসবাসকে আইনের লংঘন হিসেবে বিবৃতি দিয়েছিলেন।
 
' জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার মরিচঝাঁপি দ্বীপের বাঙালি হিন্দু উদ্বাস্তুদের উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে। কোরানখালি নদীতে পুলিশি অবরোধ বসানো হয় যাতে করে মরিচঝাঁপি দ্বীপের শরণার্থীরা যেন নদী পার হয়ে পাশের কুমিরখালি গ্রামে ঔষধ,খাদ্যশস্য ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য কিনতে যেতে না পারে<ref name=mi3>{{সাময়িকী উদ্ধৃতি |শেষাংশপ্রথমাংশ১=Ross |তারিখ=February 1999 |শিরোনাম=Refugee Resettlement in Forest Reserves: West Bengal Policy Reversal and the Marichjhapi Massacre |সাময়িকী=The Journal of Asian Studies |খণ্ড=58 |সংখ্যা নং=1 |পাতাসমূহ=108 |প্রকাশক=The Association for Asian Studies |ডিওআই= 10.2307/2658391|ইউআরএল=https://www.jstor.org/pss/2658391 |সংগ্রহের-তারিখ=April 3, 2009}}</ref> সেদিনগুলোর ঘটনা স্মৃতিচারণ করে পুলিশ ও কমিউনিস্ট হায়েনাদের হাত থেকে বেঁচে ফিরে আসাদের একজন নারায়ণ মন্ডল উল্লেখ করেন -