বিষয়শ্রেণী আলোচনা:ইসলাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মোবিনুল (আলোচনা | অবদান)
→‎ইসলামে প্রবেশ করা: নতুন অনুচ্ছেদ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
মোবিনুল-এর সম্পাদিত সংস্করণ হতে MD Himel Nokib-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১৫ নং লাইন:
সহিহ মুসলিম- ১১৫৪
হাদিসের মান-সহিহ হাদিস [[ব্যবহারকারী:MD Himel Nokib|MD Himel Nokib]] ([[ব্যবহারকারী আলাপ:MD Himel Nokib|আলাপ]]) ১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
 
== ইসলামে প্রবেশ করা ==
 
ইসলামের দৃষ্টিতে আপনি যদি নিজেকে মুসলিম দাবী করেন তাহলে আপনাকে কালিমার মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে।আর কালিমা বা শাহাদার কিছু শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে হবে।অন্যথায় আপনার কালিমা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না।কেন গ্রহণযোগ্য হবে না তা একটু পর আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ..
.
কোরআন ও সহীহ হাদীসের আলোকে শাহাদার শর্তাবলীঃ
.
🔵১.লা- ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা।
.
"জ্ঞান লাভ কর যে,নিশ্চয় আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই।"
-(সুরা মুহাম্মদঃ১৯)
.
.
🔵২.সন্দেহ ছাড়া নিশ্চিতভাবে বিশ্বাস/ইয়াকীন করা।
.
"তারাই মুমিন, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।"
-(সুরা হুজুরাত ১৫)
.
.
🔵৩.লা-ইলাহা ইল্লাল্লাহ মুখে এবং অন্তরে কবুল করা।
.
"আপনার নিকট যখন মুনাফিকরা আসে তখন তারা বলে যে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা (তাদের সাক্ষীতে) অবশ্যই মিথ্যাবাদী।"
-(সুরা মুনাফিকুন ১)
.
.
🔵৪.আল্লাহর ইচ্ছা এবং আদেশের কাছে আত্মসমার্পন করা।
.
"তোমরা ধাবিত হও তোমাদের প্রতিপালকের দিকে এবং আত্মসমার্পণ কর তার (বিধানের) নিকট আমার শাস্তি আসার পূর্বে। অত:পর (শাস্তি এসে গেলে) তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। "
-(সুরা যুমার ৫৪)
.
.
🔵৫.বিশ্বাস সহকারে শুধু আল্লাহর জন্য মুসলিম হওয়া।
.
"যখন তাদেরকে বলা হতো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই তখন তারা অহংকার বশত তা গ্রহণ করতো না। আর বলত- আমরা কি এক পাগল,কবির কথায় আমাদের উপাস্য গুলিকে ছেড়ে দিব?
-(সুরা ছফফাত ৩৫-৩৬)
.
.
🔵৬.একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদাত করা।
.
"তাদেরকে (ইতিপূর্বে নবীগণকে ও তাদের উম্মতকে) শুধু এই হুকুম দেয়া হয়েছিল তারা যেন আল্লাহর দ্বীনকে খাঁটি করে; একনিষ্ঠভাবে তারই ইবাদাত করে এবং সালাত কায়েম করে ও যাকাত আদায় করে।আর এটাই সুপ্রতিষ্ঠিত সঠিক দ্বীন।"
-(সুরা বায়্যিনাহ ৫)
.
.
🔵৭."লা-ইলাহা ইল্লাল্লাহ" কে মনে প্রাণে ভালোবাসা অর্থ্যাৎ ওয়ালা আল বারা ফিল ইসলাম বা যারা লা-ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে তাদেরকে ভালোবাসা,আর বিধর্মীদের সাথে আল্লাহর জন্য বৈরিতা।
.
" লোকেদের মধ্যে অনেকেই আল্লাহ ব্যতীত শরীক ধারণ করে।তাদেরকে(মুশরেকদের) তারা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবেসে থাকে কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে।"
-(সুরা বাকারাহ ১৬৫)
.
"হে রসূল!বলুন, যদি তোমাদের নিকট তোমাদের পিতা-মাতা,তোমাদের সন্তান-সন্ততি,তোমাদের উপার্জিত সম্পদ,ব্যবসা-বাণিজ্য যার মন্দাভূত হওয়াকে তোমরা ভয় কর,বাড়ি-ঘর যা তোমাদের নিকট সন্তোষজনক, এগুলোই আল্লাহ এবং তদীয় রাসূল ও জিহাদ ফী সাবিল্লিল্লাহর চেয়ে অধিক প্রিয়তর হয় তাহলে অপেক্ষা কর আল্লাহর (আযাব গযবের)নির্দেশের।নিশ্চয় আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। "
-(সূরা আত-তাওবা ২৪)
.
.
🔵৮.অন্য সকল উপাস্যকে অস্বীকার করা।
.
"যে ব্যক্তি ত্বাগুতকে(অর্থ্যাৎ আল্লাহ ব্যতীত যার ইবাদাত করা হয় তাকে) অস্বীকার করতঃ আল্লাহর উপর ঈমান আনল সেই ধারণ করলো(ইসলামের) মজবুত হাতল যা ছিন্ন হবার বা ভাঙ্গার মত নয়।
-(সুরা বাকারাহ ২৫৬)
.
.
🔵৯.মৃত্যু পর্যন্ত শাহাদার উপর অটল থাকা।
.
"আর ইবরাহীম ও ইয়া’কূব তাদের পূত্রদের কে এরই নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘হে পুত্রগণ ! আল্লাহ্‌ই তোমাদের জন্য এ দ্বীন কে মনোনীত করেছেন। কাজেই আত্মসমার্পণকারী (মুসলিম) না হয়ে তোমরা মারা যেও না।"
-(সুরা বাকারাহ ১৩২)
.
.
.
এই ৯টি শর্তের প্রত্যেকটি পূর্ণ করলে আপনার শাহাদাহ অর্থবহ হবে।আপনি সেই মুসলিম হবে যেই মুসলিমের কথা রাসূল (সাঃ) বলেছেন।অন্যথায় লা-ইলাহা ইল্লাল্লাহ বা শাহাদাহ অর্থহীন হবে।একটি শর্তও যদি অপূর্ণ থাকে তবে এই কালিমা দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না.. [[ব্যবহারকারী:মোবিনুল|মোবিনুল]] ([[ব্যবহারকারী আলাপ:মোবিনুল|আলাপ]]) ১৯:১৭, ৪ জুলাই ২০২০ (ইউটিসি)
"ইসলাম" পাতায় ফেরত যান।