জিরাট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2409:4061:499:288:0:0:204F:F0A4 (আলাপ)-এর সম্পাদিত 4340855 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
Anupamdutta73 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬১ নং লাইন:
}}
 
জিরাট ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর। এটি হুগলি নদীর পশ্চিমে অবস্থিত। জিরাট থেকে কলকাতার দূরত্ব থেকে ৭১ কিলোমিটার (৪৪.১ মাইল)। এখান থেকে কলকাতায় যাওয়ার জন্য ১ ঘণ্টা, ২৫ মিনিট সময় লাগে। জিরাট এবং কলকাতার ড্রাইভিং দূরত্ব প্রায় ২৭ কিমি বা ৪৪.১ মাইল অথবা ৩৮.৩ নটিক্যাল মাইল। জিরাট বলাগড় ব্লকের সদর দপ্তর, বলাগড়বলাগড়ে বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, বলাগড় বিডিও অফিস,বলাগড় লায়ন্স ক্লাব এবং আহম্মদপুর(জিরাট)গ্রামীন হাসপাতাল জিরাটে অবস্থিত।
 
স্যার আশুতোষ মুখার্জীর পৈতৃক বাড়ি জিরাট।জিরাটে। পঞ্চানন কর্মকার (মারা যান ১৮০৪ খ্রিষ্টাব্দ) একজন ভারতীয় বাঙালি শিল্পী। তিনি বাংলা অক্ষরের আবির্ভাবটাইপফেস আবিস্কার করেন। ১৭৮০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি সরলীকৃত সংস্করণ চালু করার সময় তার কাঠের বাংলা বর্ণমালা ও টাইপফেস ব্যবহার করা হতো। বাংলা ছাড়াও কর্মকার ১৪ টি ভাষায় আরবি, ফার্সি, মারাঠি, তেলেগু, বার্মিজ এবং চীনা সহ ১৪টি ভাষার প্রকারের টাইপ করেছে। তার পূর্বসূরিরা প্রথমে জিরাটে বসবাস করতেন, তারপর ১৭৭৮ সালে তারা ত্রিবেণীতে গিয়ে বসবাস শুরু করেন। এছাড়া সনেট লেখক দেবেন্দ্রনাথ সেন,কবি ও সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অনিল চট্টোপাধ্যায় জিরাটে জন্মগ্রহণ করেন। গত কয়েক বছরে জিরাট দুর্গা পূজার জন্য বিখ্যাত হয়েছে। এখানে দুর্গাপূজা ছাড়াও,কালী পূজা,জগদ্ধাত্রী পূজা,সরস্বতী পূজা, পঞ্চমদোল, রথযাত্রা অনুষ্ঠিত হয়।
 
== ভৌগোলিক দিক ==
জিরাট বলাগড় ব্লকের প্রধান প্রসাশনিক কেন্দ্র।পূর্ব রেলের হাওড়া ডিভিশনে হাওড়া-কাটোয়া মেন লাইনে জিরাট স্টেশন অবস্থিত। জিরাটের পূর্বে রয়েছে হুগলী নদী। উত্তরে বলাগড়-শ্রীপুর গ্রাম। দক্ষিণে রুকেশপুর,বানেশ্বরপুর, সিজা,কামালপুর গ্রাম। পশ্চিমে একতারপুর গ্রাম পঞ্চায়েত।
 
== জনসংখ্যা ==
== জনমিতি ==
ভারতের ২০১১[[ভারতের জনগণনা ২০১১| সালের আদমশুমারি]] অনুুযায়ী জিরাটের মোট জনসংখ্যার ছিল ৭,৪৩০। এরমধ্যে ৩,৮২৪ (৫১%) ছিল পুরুষ এবং ৩,৬০৬ (49৪৯%) ছিল নারী। <ref name="census2011">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://censusindia.gov.in/pca/cdb_pca_census/Houselisting-housing-WB.html|শিরোনাম=C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)|কর্ম=2011 census: West Bengal – District-wise CD Blocks|প্রকাশক=Registrar General and Census Commissioner, India|সংগ্রহের-তারিখ=10 June 2016}}</ref>
 
== পরিবহন ==
জিরাট রেলওয়ে স্টেশন ব্যান্ডেল-কাটোয়া শাখার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। হাইওয়ে ৬ (পশ্চিমবঙ্গ) জিরটের সাথে সংযুক্ত। জিরাটে কোনো বিমানবন্দর নেই, নিকটস্থ বিমানবন্দর হল নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর যা ৫৮ কিলোমিটার দূরে জিরট থেকে। কলকাতা থেকে জিরটে আসতে সড়কপথে এটি ১ ঘণ্টা, ২৫ মিনিট সময় লাগে। কলকাতা এবং জিরটের মধ্যে আনুমানিক ড্রাইভিং দূরত্ব হল ৭১ কিমি বা ৪৪.১ মাইল অথবা ৩৮.৩ নটিক্যাল মাইল।  জিরাট চুচুড়া থেকে বাস-এ (বাস রুট ৮) এর মাধ্যমেও সংযুক্ত।
 
== উল্লেখযোগ্য ব্যক্তি ==
৮৫ নং লাইন:
* শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায় (ভারতীয় রাজনীতিবিদ)
 
* দেবেন্দ্রনাথ সেন (সনেট লেখকরচিয়তা)
 
== মন্দির ==
১০৯ নং লাইন:
 
== স্বাস্থ্য ==
জিরাট গ্রামীন হাসপাতাল, আহম্মদপুর/জিরাট সাব-হেল্থ কেয়ার সেন্টার জিরাটে অবস্থিত রয়েছে। এছাড়া লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতাল, আস্থা নার্সিং হোম,পাঁচপাড়া সাব-হেল্থ সেন্টার, এনভিশন আই ফাউন্ডেশন নামে একটি বেসরকারী চক্ষু হাসপাতাল জিরাটে অবস্থিত।
 
== শিক্ষা ==
১২২ নং লাইন:
• কবুড়া পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)
 
লিটল্এঞ্জেলেস্লিটল্ এঞ্জেলেস্ একাডেমী (বেসরকারী ইংরেজি মাধ্যম নার্সারি স্কুল)
 
• আশুতোষ স্মৃতিমন্দির বালিকা উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)