সূর্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
103.67.159.163 (আলাপ)-এর সম্পাদিত 4282722 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে (পূর্বাবস্থায় ফেরত)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৯ নং লাইন:
== সাধারণ আলোচনা ==
 
সূর্যের ভরের শতকরা ৭৪ ভাগই [[হাইড্রোজেন]], বাকি অংশের মধ্যে ২৫% [[হিলিয়াম]] এবং এছাড়াও রয়েছে উচ্চ ভরসম্পন্ন কিছু বিরল মৌলিক পদার্থ। সূর্যের [[নাক্ষত্রিক শ্রেণীবিন্যাস]] অনুসারে এর শ্রেণী হচ্ছে জি২ভি (G2V)। "জি২" দ্বারা বোঝায় এর পৃষ্ঠতলের তাপমাত্রা ৫,৫০০ ডিগ্রী সেলসিয়াসের চেয়ে বেশি  K দ্বারা বোঝায় এর বর্ণ [[বর্ণভিত্তিক তাপমাত্রা|সাদা]], অবশ্য পৃথিবীর পরিবেশে [[বিচ্ছুরণ|বিচ্ছুরণের]] কারণে এর বর্ণ [[হলুদ]] দেখায়। এর বর্ণালি রেখা বিশ্লেষণ করে দেখা যায় তাতে আয়নিত ও নিষ্ক্রীয় উভয় ধরনের ধাতুর বর্ণালি রয়েছে, এছাড়াও রয়েছে খুব দূর্বল হাইড্রোজেন রেখা। V-বর্ণটি দ্বারা বোঝায়, অন্যান্য অধিকাংশ তারার মতই সূর্য একটি [[মেইন-সিকোয়েন্স|প্রধান ধারার তারা]]। অর্থাৎ সূর্য তার প্রয়োজনীয় শক্তি [[হাইড্রোজেন]] কেন্দ্রীনকে [[কেন্দ্রীন সংযোজন]] প্রক্রিয়ায় [[হিলিয়াম]] কেন্দ্রীনে পরিণত করার মাধ্যমে উৎপাদন করে। এছাড়া প্রধান ধারার তারায় [[hydrostatic balance]] লক্ষ্য করা যায়, তথা এরা সম্প্রসারিত বা সংকুচিত হয়না। আমাদের ছায়াপথে ১০০ মিলিয়নেরও বেশি G2 শ্রেণীর তারা রয়েছে। সূর্যের সমগ্র আকারের লগারিদমভিত্তিক বিন্য্যাসের কারণে এই ছায়াপথের ৮৫% তারার চেয়ে এর উজ্জ্বলতা বেশি। অবশ্য আমাদের [[আকাশগঙ্গা ছায়াপথ|আকাশগঙ্গার]] অনেকগুলো তারাই [[লাল বামন]] পর্যায়ে রয়েছে।
 
সূর্যের অবস্থান আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে "২৫,০০০ - ২৮,০০০ [[আলোক বর্ষ]]", আর এই দূরত্বে থেকেই এটি অবিরত ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। একবার কেন্দ্রের চারদিক দিয়ে সমগ্র পথ ঘুরে আসতে সূর্যের সময় লাগে "২২৫ - ২৫০ মিলিয়ন বছর"। এর কক্ষপথীয় দ্রুতি ২১৭&nbsp;কিমি/সে; এ থেকে দেখা যায় সূর্য ১,৪০০ বছরে এক আলোক বর্ষ দূরত্ব এবং ৮ দিনে এক [[জ্যোতির্বৈজ্ঞানিক একক]] (AU) দূরত্ব অতিক্রম করতে পারে।<ref name="Kerr"/>