ড্রিউ ব্যারিমোর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Galib Tufan (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১২ নং লাইন:
}}
 
'''ড্রিউ ব্লিথ ব্যারিমোর''' ({{lang-en|Drew Barrymore — উচ্চারণ: ''ড্রূ ব্যারিমোর্‌''}}) (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৫)<ref name="filmref">{{citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://www.filmreference.com/film/99/Drew-Barrymore.html|titleশিরোনাম=Drew Barrymore Biography (1975–)|publisherপ্রকাশক=FilmReference.com|accessdateসংগ্রহের-তারিখ=22 April 2014}}</ref> একজন [[যুক্তরাষ্ট্র|মার্কিন]] [[অভিনেতা|অভিনেত্রী]] এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি [[ব্যারিমোর পরিবার|ব্যারিমোর পরিবারের]] সর্বকনিষ্ঠ আমেরিকান অভিনেত্রী। তার অভিনয় জীবন শুরু হয় যখন তার বয়স মাত্র এগারো মাস। ব্যারিমোরের পর্দায় অভিষেক ঘটে ১৯৮০ সালে, ''[[অলটার্ড স্টেটস]]''-এর মাধ্যমে। ১৯৮০ সালে ''অলর্টাড স্টেটস''-এ অভিষেকের পথ ধরে তিনি আবির্ভূত হন তার সাড়াজাগানো চরিত্র ''[[ই.টি. দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল]]''-তে। এর মাধ্যমে অল্প সময়েই তিনি [[হলিউড|হলিউডে]] সবচেয়ে পরিচিত শিশু অভিনেত্রী রুপে আবির্ভূত হন, এবং নিজেকে প্রধানত বিভিন্ন কমিক চরিত্রে রূপদানকারী অভিনেত্রী রুপে প্রতিষ্ঠিত করতে থাকেন।
 
ব্যারিমোর ১৯৯০ সালে নিজের আত্মজীবনী লেখেন, যার নাম ছিলো ''লিটল গার্ল লস্ট''। ব্যবসায়িকভাবে অসফল কিছু চলচ্চিত্র, যেমন: ''[[পয়জন আইভি (১৯৯২-এর চলচ্চিত্র)|পয়জন আইভি]]'', ''[[ব্যাড গার্লস (চলচ্চিত্র)|ব্যাড গার্লস]]'', ''[[বয়েজ অন দ্য সাইড (চলচ্চিত্র)|বয়েজ অন দ্য সাইড]]'', এবং ''[[এভরিওয়ান সেজ আই লাভ ইউ (চলচ্চিত্র)|এভরিওয়ান সেজ আই লাভ ইউ]]''-এ অভিনয়ের মাধ্যমে ব্যারিমোর সফলভাবে তার শিশু তারকা ইমেজ থেকে বেরিয়ে প্রাপ্তবয়ষ্ক তারকার ইমেজ প্রাপ্ত হন। সেই সাথে তিনি [[দ্য ওয়েডিং সিঙ্গার]] এবং [[এরিক বানা|এরিক বানার]] বিপরীতে নাট্য চলচ্চিত্র ''[[লাকি ইউ (চলচ্চিত্র)|লাকি ইউ]]''-এর মতো রোমান্টিক কমেডিধর্মী চলচ্চিত্রেও অভিনয়শৈলী দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।