ককেশাস পর্বতমালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
Galib Tufan (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
১১ নং লাইন:
'''ককেশাস পর্বতমালা''' হল ইউরোপ ও এশিয়ার অন্তর্চ্ছেদে অবস্থিত একটি পর্বত ব্যবস্থা। [[কৃষ্ণ সাগর]] এবং [[কাস্পিয়ান সাগর|ক্যাস্পিয়ান সাগরের]] মাঝখানে প্রসারিত, এটি [[ককেসাস]] নামক অঞ্চলটি ঘিরে রয়েছে এবং ইউরোপের সর্বোচ্চ শিখর [[এলব্রুস পর্বত|এলব্রুস পাহাড়]] এই পর্বতমালাতেই অবস্থিত।
 
ককেসাস পর্বতমালার উত্তরে [[বৃহত্তর ককেসাস]] এবং দক্ষিণে [[ক্ষুদ্র ককেসাস]] অবস্থিত। বৃহত্তর ককেসাস পশ্চিম-উত্তরপশ্চিম থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে প্রসারিত। পর্বতমালাটি [[কৃষ্ণ সাগর|কৃষ্ণ সাগরের]] উত্তর-পূর্ব উপকূলের [[সোচি|সোচির]] কাছাকাছি ককেশিয়ান প্রাকৃতিক রিজার্ভ থেকে [[ক্যাস্পিয়ান সাগর|ক্যাস্পিয়ান সাগরের]] কাছে [[বাকু]] পর্যন্ত অগ্রসর হয়েছে। বৃহত্তর কাকেসাসের {{রূপান্তর|100|km|abbr=on}} দক্ষিণ [[ক্ষুদ্র ককেসাস সমান্তরাল]] ভাবে অবস্থিত।<ref name="Encyc-Snow-Ice-CaucusMtn">{{cite book|url=https://books.google.com/books?id=mKKtQR4T-1MC&pg=PA127|title=Encyclopedia of Snow, Ice and Glaciers|last1=Stokes|first1=Chris R.|date=2011|publisher=Spring Science & Business Media|year=|isbn=978-90-481-2641-5|editor1-last=Singh|editor1-first=Vijay P.|location=|page=127|pages=|editor2-last=Haritashya|editor2-first=Umesh K.}}</ref> বৃহত্তর এবং ক্ষুদ্র ককেসাসের রেঞ্জগুলি লিকি রেঞ্জ দ্বারা সংযুক্ত, এবং লিকি রেঞ্জের পশ্চিম ও পূর্ব দিকে কলচিস সমভূমি এবং কুড়-আরাজ নিম্নভুমি অবস্থিত। মেসেখি রেঞ্জ ক্ষুদ্র ককেসাস ব্যবস্থার একটি অংশ। দক্ষিণ-পূর্ব দিকে [[আরাস (নদী)|আরাস নদী]] ক্ষুদ্র ককেসাকে [[তুলেশ পর্বতমালা]] থেকে আলাদা করে, যা দক্ষিণ-পূর্ব আজারবাইজান এবং [[ইরান|ইরানের]] সীমান্তকে অতিক্রম করে। ক্ষুদ্র ককেশাসিয়া এবং আর্মেনিয়ান পার্বত্য অঞ্চল ট্রান্সককেসিয়ান উচ্চভূমি গঠন করে, যা তাদের পশ্চিমাংশে [[তুরস্ক|তুরস্কের]] উত্তর-পূর্ব দিকের পূর্ব এনাটোলিয়ার উচ্চভূমির সাথে মিশে যায়। ককেসাসের পরিসরের সর্বোচ্চ শিখর হল বৃহত্তর ককেসাসের [[এলব্রুস পর্বত|মাউন্ট এলব্রাস]], যা সমুদ্রতল থেকে {{রূপান্তর|5642|m}} উচু। [[২০১৪ শীতকালীন অলিম্পিক|২০১৪ সালের শীতকালীন অলিম্পিক]] পর্বতমালার কাছে [[সোচি]]তে আয়োজন করা হয়।
 
== ভূতত্ত্ব ==