মেহেরগড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ishtiak Mortuza (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ishtiak Mortuza (আলোচনা | অবদান)
ইংরেজি নিবন্ধ হতে অনুবাদ, বিষয়বস্তু সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪৮ নং লাইন:
'''মেহেরগড়'''
 
[[মেহরগড় সভ্যতা]] ([[Urdu language|Urdu]] : ''' م‍ﮩ‍رگڑھ ''', [[বেলুচি ভাষা|বেলুচ]] : '''Mehrgaŕh''') একটি নব্যপ্রস্তরযুগীয় প্রত্নতাত্ত্বিক স্থান, যার সময়কাল ৭,০০০ - ২৫০০/২০০০ খ্রিস্টপূর্বাব্দ। এটি পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত, [http://news.bbc.co.uk/2/hi/science/nature/4882968.stm] যা সিন্ধু উপত্যকার পশ্চিমে এবং বর্তমান পাকিস্তানের [[কোয়েটা]], [[কালাত জেলা (বেলুচিস্তান)|কালাত]] ও [[সিবি]] শহরের মধ্যে এবং [[বোলান]] গিরিখাতের নিকটে। ফরাসী প্রত্নতাত্ত্বিক [[জাঁ ফ্রাঁসোয়া জারিজ]] ও [[ক্যাথরিন জারিজ]] পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক দল ১৯৭৪ সালে এই স্থানটি আবিষ্কার করেন এবং ১৯৭৪ থেকে ১৯৮৬ ও ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এর খননকাজ চালিয়ে যান।
[[মেহরগড় সভ্যতা]] ([[Urdu language|Urdu]] : ''' م‍ﮩ‍رگڑھ ''', [[বেলুচি ভাষা|বেলুচ]] : '''Mehrgaŕh''') য়ে ৭০০০খ্রীষ্টপূর্ব থেকে ৩২০০ খ্রীষ্টপূর্ব আবিস্কৃত হয়েছে। মেহেরগড় সভ্যতা ১৯২৯ খ্রিষ্টাব্দে জাঁ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডৌ আবিস্কার করেন। এখন এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতা হিসাবে পরিচিত। এই সভ্যতা আবিষ্কৃত হওয়ায় ভারতের ইতিহাসের প্রাচীনত্ব ৭০০০ খ্রিস্টপূর্ব বা তারও আগে নির্দিষ্ট হয়েছে। সুতরাং, বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল বলা যায়, মিশরে বা সুমেরে নয়। টানা ৪০০০ বছর ধরে মেহেরগড় সভ্যতা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। হরপ্পা সভ্যতার প্রায় ৪ হাজার বছর আগে এর আর্বিভাব। আজ থেকে প্রায় নয় হাজার বছর আগে এটি সৃষ্টি হয়। এই সভ্যতার আবিষ্কার করে যে, হরপ্পা সভ্যতা হঠাৎ করে আর্বিভূত হয় নি। দীর্ঘকালব্যাপী বিবর্তনের ফলে তার উদ্ভব।
 
এখন পর্যন্ত মোট ছয়টি টিলা থেকে প্রায় ৩২,০০০ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা হয়েছে। মেহেরগড়ের মোট ক্ষেত্রফল ৪৯৫ একর (২ বর্গকিলোমিটার), এখানকার প্রথম বসতি ছিল এর উত্তর-পূর্ব কোণের একটি ছোট্ট কৃষিনির্ভর গ্রাম, যার সময়কাল ৭,০০০ থেকে ৫,৫০০ খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি।
 
== প্রথম পর্যায় ==