ব্রহ্মা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪৮ নং লাইন:
সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা [[প্রজাপতি (দেবতা)|প্রজাপতিদের]] সৃষ্টি করেন। এই প্রজাপতিরাই মানবজাতির আদিপিতা। ''মনুস্মৃতি'' গ্রন্থে এই প্রজাপতিদের নাম পাওয়া যায়। এঁরা হলেন মারীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, ক্রতুজ, বশিষ্ঠ, প্রচেতস বা দক্ষ, ভৃগু ও নারদ। ''সপ্তর্ষি'' নামে পরিচিত সাত মহান ঋষির স্রষ্টা ব্রহ্মা। এঁরা তাকে বিশ্বসৃষ্টির কাজে সহায়তা করেন। তার এই পুত্রগণ তার শরীর থেকে জাত হননি, হয়েছেন তার মন থেকে। এই কারণে তাদের ''মানসপুত্র'' বলা হয়।
 
বেদ ও পুরাণ শাস্ত্র অনুসারে, ব্রহ্মা দেবতাদের বিষয়ে হস্তক্ষেপ বেশি করেন। নশ্বরদের ক্ষেত্রে তার হস্তক্ষেপের ঘটনা অপেক্ষাকৃত কম। তিনি [[সোম|সোমের]] উপর চাপ সৃষ্টি করে [[তারকা]]কে তার স্বামী [[বৃহস্পতি (দেবতা)|বৃহস্পতির]] নিকট ফিরিয়ে দিতে বাধ্য করেন। তাকে [[ধর্ম (দেবতা)|ধর্ম]] ও [[অত্রি]]র পিতারূপেও কল্পনা করা হয়।হয়।পুরান মতে বলা হয় একবার ব্রহ্ম দেব সৃষ্টির কল্যাণে পুষ্কর নামক স্থানে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন তখন তার স্ত্রী সরস্বতী ( দেবী সরস্বতী সত্ব রূপা ও রজ গুন ময়ি তাই তার নাম সাবিত্রী) আসতে দেরী করলে ব্রহ্ম দেব অস্থির হয়ে এক মায়াবী গাভী কন্যা গায়াত্রি কে বিবাহ করেন ও যজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞান্তে দেবী সরস্বতী এসে উপস্থিত হলে তিনি দেখেন ব্রহ্ম দেব দ্বিতীয় বিবাহ করেছেন। ক্রদ্ধানিতা দেবী বীণাপাণি ব্রহ্ম দেব কে অভিশাপ দেন পুষ্কর ছাড়া মর্তের অন্যত্র তার পুজো হবে না এবং গায়াত্রী কে তিনি চিরকাল এক অংশ গাভী ও অপর অংশে নদী হওয়ার অভিশাপ দেন ব্রহ্মা পরে দেবী গায়ত্রী কে সান্ত্বনা দিয়ে বলেন যে কাউকে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হলে গায়াত্রী কে সর্বদা স্মরণ করতে হবে এই বলে ব্রহ্মা দেবী সরস্বতী এর সঙ্গে অন্তর্নিহিত হন।
 
==ব্রহ্মার মন্দির==