বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উত্তর
৯৫ নং লাইন:
প্রসঙ্গত উল্লেখ্য, এই নিবন্ধের প্রণেতা অন্যান্য ভারতীয় অভিনেত্রীদের নামের বানান সম্বন্ধে একই রকম যত্নশীল । 'মৃণাল ঠাকুর'-কে তিনি 'ম্রুণাল ঠাকুর' লিখেছেন অথবা 'নন্দিতা শ্বেতা' কে 'নন্দিতা সোয়েথা'। সঠিক আলোচনা কাম্য। ধন্যবাদ।
[[ব্যবহারকারী:Asmita comp|Asmita comp]] ([[ব্যবহারকারী আলাপ:Asmita comp|আলাপ]]) ১১:০৭, ৩১ মে ২০২০ (ইউটিসি)
:আপনি কষ্ট পাবেন না। সম্পাদনা করতে গিয়ে ব্যবহারকারীদের অনেক সময় অনেক কিছু জানা নাও থাকতে পারে। অনেকেই শিরোনামের নামকরণের নিময়টি জানেন না। তবে, যে কোন নিবন্ধের প্রণেতাই যে কোন নিবন্ধতে অনেকটা এখানে আবেক নিয়ে কাজ করেন। তাই তার সাথে আলোচনা না করে শিরোনাম স্থানান্তরেও হয়ত অনেকে কষ্ট পেতে পারেন। শিরোনাম বিষয়ক যে কোন আলোচনা সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় করতে হয় যেমনটি আপনি উপরের নিবন্দের ক্ষেত্রে করেছেন পরে। আমি ওখানেই মন্তব্য করেছি এবং আপনার সাথে এ বিষয়ে একমত। পরবর্তীতে যে কোন নিবন্দের ক্ষেত্রে উক্ত নিবন্ধের আলাপ পাতাতে প্রথমে আলাপ শুরু করবেন এবং অন্যদের মতামত নিবেন। তাহলে এরকম পরিস্থিতির সৃষ্টি হবে না। সুস্থ থাকুন, আপনার সম্পাদনা শুভ হোক। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৫:২৫, ৩১ মে ২০২০ (ইউটিসি)