বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৯৩ নং লাইন:
 
{{ping|NahidSultan}}, @[[ব্যবহারকারী:NahidSultan|নাহিদ ভাই]], আমি দুঃখিত, আপনার ব্যক্তিগত আলাপ পাতায় এ আলোচনা নিয়ে আসার জন্যে। আসলে আমি সঠিকবাহবে জানি না এটি সম্বন্ধে আমার কোথায় আলোচনা করা উচিত ছিল। সম্প্রতি 'সায়েশা সায়গল' সম্বন্ধে খুজতে গিয়ে দেখলাম যে বাংলা উইকিপিডিয়াতে একটি পাতা রয়েছে 'সায়্যাশায়া' শিরোনামে। যেহেতু ইংরেজি বানান 'Sayyeshaa' - তার সঠিক প্রতিবর্ণীকরণ অনুযায়ী 'সায়্যেশা' অথবা ওনার মাতৃভাষায় নিজের লেখা নাম অনুযায়ী এটি 'সায়েশা' হওয়া উচিত, তাই আমি কারণ সহযোগে পাতাটি স্থানান্তর করেছিলাম। কিন্তু মূল নিবন্ধকার কোন কারণ না দেখিয়েই আবার পূর্বাবস্থায় নিয়েছেন পাতাটি। আমরা কি বাংলা উইকিপিদিয়াতে মাতৃভাষায় লেখা নামের প্রতিবর্ণীকরণ রীতি মেনে চলছি না? নাকি নিবন্ধ প্রণেতার ইচ্ছামতই চলার নিয়ম? যদি দ্বিতীয়টি হয়, তাহলে আমার কিছু বলার নেই। নিঃশব্দে এখান থেকে চলে যাব। তা যদি না হয়, তাহলে বিষয়টি নিয়ে আলোচনার আশা রাখি।
প্রশঙ্গতপ্রসঙ্গত উল্লেখ্য, এই নিবন্ধের প্রণেতা অন্যান্য ভারতীয় অভিনেত্রীদের নামের বানান সম্বন্ধে একই রকম যত্নশীল । 'মৃণাল ঠাকুর'-কে তিনি 'ম্রুণাল ঠাকুর' লিখেছেন অথবা 'নন্দিতা শ্বেতা' কে 'নন্দিতা সোয়েথা'। সঠিক আলোচনা কাম্য। ধন্যআব্দ।ধন্যবাদ।
[[ব্যবহারকারী:Asmita comp|Asmita comp]] ([[ব্যবহারকারী আলাপ:Asmita comp|আলাপ]]) ১১:০৭, ৩১ মে ২০২০ (ইউটিসি)