উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/ZI Jony: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
১৯ নং লাইন:
 
:'''২.''' বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
::'''উ:''' নির্দিষ্ট করে সর্বশ্রেষ্ঠ অবদান বলাটা কঠিন এবং নিজেকে নির্দিষ্ট কোন বিষয়ে সীমাবদ্ধ রাখিনি। আমি মনেকরিমনে করি মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, তবে আমার প্রতিটি সঠিক সম্পাদনাই আমার জন্য উইকিপিডিয়াতে সর্বশ্রেষ্ঠ অবদান।
 
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:NahidSultan|NahidSultan]]-এর প্রশ্ন ====
প্রশাসকত্বের আবেদন করায় আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি আমার কিছু প্রশ্ন।
* '''১.''' ধরুন, আপনি একটি নিবন্ধ অপসারণ করলেন অথবা কোন ব্যবহারকারীর প্রতি কোন অ্যাকশন নিলেন। এবার উক্ত নিবন্ধ প্রণেতা বা ব্যবহারকারী আপনাকে নিবন্ধটি পুনরায় পুনরুদ্ধার বা বাধা তুলে নেওয়ার জন্য অফলাইনে হুমকি-ধামকি দেওয়া শুরু করলেন যার কোন প্রমাণ আপনার কাছে নেই। এরকম ঘটনা প্রায় প্রতিদিনই প্রশাসকদের সাথে ঘটে থাকে। আমার প্রশ্ন হলো, শুধুমাত্র নিবন্ধ পুনরুদ্ধারের বিষয়ে নয় কিন্তু আপনি সামগ্রিক বিষয়টি কিভাবে মোকাবেলা করবেন?
*: '''উ:''' অফলাইনে হুমকি-ধামকি দেওয়া হয় এবং কোনো প্রমাণ থাকেনা, এমনকি আমি নিজেও এর সমুক্ষিনমুখোমুখি হয়েছি। তবে আমি মনেকরিমনে করি সব মানুষকেই বোঝানো সম্ভব, আমাদের হয়তো বেশ কয়েক বার একই বিষয়ের জন্য হুমকি আসতে পারে। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে, মানবিক হতে হবে, ধৈর্য এবং ভদ্রতা বজায় রেখে পেশাগত মনোভাবের পরিচয় দিতে হবে। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
* '''২.''' প্রশাসকগণকে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবক হিসেবে মনে করা হয়। কমপক্ষে, তারা যে অনেক অভিজ্ঞ ব্যবহারকারী সে হিসেবে কোন সন্দেহ নেই। সুতরাং সে জন্য একজন প্রশাসকের প্রতি সম্প্রদায়ের চাওয়া যেমন বেশি থাকে তেমনি তাকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়। ভুলত্রুটি কিছুটা হয়ই কিন্তু মাঝে মাঝে নিয়ম জেনেও একই নিয়ম বারবার ভঙ্গ করার প্রবণতা, গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ব্যাপারটি অধিক গুরুত্বসহকারে না নেওয়ার মত অহরহ উদাহরণ বিভিন্ন উইকিপ্রকল্পে ঘটে থাকে। কিন্তু প্রশাসকদেরকেই নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবক হিসেবে অন্য ব্যবহারকারীদের সুরক্ষায় এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখার কথা। যখন অভিজ্ঞদের থেকে কেউ কেউ এসব বিষয় হালকাভাবে দেখেন তখন অনেক নতুন ব্যবহারকারী সেগুলো দেখে ব্যাপারটির গুরুত্ব না দিয়ে পরে হয়রানির শিকার হন। কিন্তু এই ব্যপারগুলো সামগ্রিকভাবে সম্প্রদায়ের ব্যর্থতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সুতরাং ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য অথবা হয়রানি ইত্যাদি বিষয়ে আপনার মনোভাবটি বুঝতে চাচ্ছি।
*: '''উ:''' উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বিষয়টি অত্যন্ত গুরুত্তপূর্ণগুরুত্বপূর্ণ এবং যা লঙ্ঘন একটি অত্যাধিকঅত্যধিক গুরুত্বরগুরুতর লঙ্ঘন। বাংলা উইকিতে এইরকম ঘটনা ইতিপূর্বেএর আগেও ঘটেছে। সংঘাত এড়াতে আমার ব্যাখ্যাই একমাত্র ব্যাখ্যা নয় সেটা বুঝতে হবে, উভয় পক্ষের ব্যাখ্যা শুনে তারপর যে প্রকৃত পক্ষে এর জন্য দোষী তাকে [[:m:Privacy policy/bn|ব্যক্তিগত গোপনীয়তা]] সম্পর্কে বোঝানো হবে এবং একইসাথে [[:m:Privacy policy/bn|ব্যক্তিগত গোপনীয়তা]] এবং [[:m:WMF Global Ban Policy|উইকিমিডিয়া ফাউন্ডেশন বৈশ্বিক নিষেধাজ্ঞা]] অনুসারে প্রয়োজনীয় ব্যবস্তাব্যবস্থা নিতে হবে। এছাড়া যদি বিষয়টি আরো গুরুতর হয় তবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেইফটি টিমকে জানাতে হবে। যদি বিষয়টি আইনী দিকে চলে যায় তবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইন বিভাগে অবহিত করতে হবে। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
* '''৩.''' একটি আদর্শ নিবন্ধ অপসারণ প্রস্তাবনার যুক্তি কেমন হওয়া উচিত?
*: '''উ:''' একটি আদর্শ নিবন্ধ অপসারণ প্রস্তাবনার আলোচনায় উল্লেখযোগ্যতা, যাচাইযোগ্যতা, নির্ভরযোগ্য উৎস এবং উইকিপিডিয়া কী নয় বিবেচনা করে বিস্তারিত তথ্য সুন্দর এবং সাবলীল ভাবে প্রতিটি বিষয় আলাদা আলাদা উপস্থাপন করা উচিত। একইসাথে এটাও নিশ্চিত হতে হবে যে নিবন্ধটি দ্রুত অপসারণের মানদণ্ড পূরণ করে না। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
* '''৪.''' [[বিশেষ:diff/3926175|এখানে আপনার সমর্থন]] ধর্মীয় অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক আবেগ/দৃষ্টিকোণ থেকে ভাবাই যেতে পারে। কিন্তু নিবন্ধের শিরোনাম এবং প্রস্তাবিত শিরোনামের মধ্যে যোজন যোজন দূরত্ব। প্রস্তাবিত শিরোনামটি নিবন্ধের বিষয়টিকে নেতিবাচক অর্থ হিসেবে উপস্থাপণ করবে অথচ এখানে আবেগবিহীনভাবে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করার কথা। আমার প্রশ্ন হলো, আপনি যদি প্রশাসকত্ব লাভ করেন সেক্ষেত্রে ধর্মীয় অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক আবেগ/দৃষ্টিকোণের উপরে থেকে দায়িত্ব পালন করতে পারবেন কি? ঠিক কোন পর্যায়ে আপনি নিজেকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার জন্য অযোগ্য মনে করবেন বা স্বেচ্ছায় পদত্যাগ করবেন?
*: '''উ:''' প্রথম, আমি অবশ্যই ধর্মীয় অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক আবেগ/দৃষ্টিকোণের উপরে থেকে দায়িত্ব পালন করতে পারবো। দ্বিতীয়, বিশেষ কোনো ক্ষেত্রে যদি আমার প্রশাসনিক ক্ষমতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং সম্প্রদায় আমার উপর আস্থা রাখতে না পারে। অথবা আমি প্রশাসনিক কাজের জন্য পর্যাপ্ত সময় দিতে না পারি। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
[[ব্যবহারকারী:NahidSultan|নাহিদ]] ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর আমি উপরে দিয়েছি। যদি আপনার বুঝতে কষ্ট হয় অথবা আপনি আরো কিছু জানতে চান তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
 
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|Al Riaz Uddin Ripon]] - এর প্রশ্ন ====
প্রশাসক অধিকারের জন্য আবেদন করায় আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনার প্রতি আমার কিছু প্রশ্ন।
{{প্রশ্ন}} '''১''': আপনার বৈশ্বিক অবদান দেখে বুঝতে পারলাম বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার চেয়ে কমন্স ও উইকিউপাত্তে আপনার সম্পাদনা সংখ্যা বেশি, অর্থাৎ আপনি সেখানে তুলনামূলক বেশি সময় দিয়েছেন। বাংলা উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা সংখ্যা কম হলেও সম্পাদনা সংখ্যা দ্বারা আপনার অভিজ্ঞতার তুলনা করা উচিত হবে না। আমার '''মূল প্রশ্ন হচ্ছে''' প্রশাসকের অধিকার পেলে অন্যান্য উইকির চেয়ে বাংলা উইকিপিডিয়ায় কতটুকু সময় দেওয়ার চেষ্টা করবেন ?
৩৯ নং লাইন:
{{প্রশ্ন}} '''২''': প্রশাসকের অধিকার পেলে বাংলা উইকিপিডিয়ায় কোন বিশেষ ক্ষেত্রে বেশি কাজ করতে ইচ্ছুক এবং কেন?
:: '''উ:''' যেমনটা আবেদনে বলেছি আমি নির্দিষ্ট কোন ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। প্রয়োজন অনুসারে সকল জায়গায় কাজ করব। বিশেষ করে মিডিয়াউইকি নামস্থান সম্পাদনা/তৈরি, অপব্যবহার ছাঁকনি তৈরি/রক্ষণাবেক্ষণ। এই দুই ক্ষেত্রে সাধারণত বাংলা উইকিতে কাজ কম হয়। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:৩৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
{{প্রশ্ন}} '''৩''': উইকি জীবনে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা যার কারণে মনে হয়েছে উইকিপিডিয়ায় আর অবদান রাখবো না বা উইকি থেকে বিদায় নিয়ে নিবো? এবং কেন?
:: '''উ:''' এখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। আমি আশাকরিআশা করি এমন পরিস্থিতি কখনোই আসবেনা, আমি মনেকরিমনে করি যাদি কেউ শান্ত থাকতে পারে, মানবিক হতে পারে, ধৈর্য এবং ভদ্রতা বজায় রেখে পেশাগত মনোভাবের পরিচয় দিতে পারে তাহলে এমন পরিস্থিতি কখনোই আসবেনা। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:৩৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
{{প্রশ্ন}} '''৪''': উইকি জীবনে আপনার সবচেয়ে শক্তিশালী ও দূর্বল দিক কোনটিকে মনে করেন এবং কেন?
:: '''উ:''' আমার কাছে এমনটা মনে হয় না। তবে আমি বেশি সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত/সম্পাদনা/পদক্ষেপ নেই, এখানে আপনি সঠিক সিদ্ধান্ত/সম্পাদনা/পদক্ষেপ নেয়া শক্তিশালী এবং বেশি সময় নেয়া দূর্বল দিক মনে করতে পারেন। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:৩৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
[[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|Al Riaz Uddin Ripon]] ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর আমি উপরে দিয়েছি। যদি আপনার বুঝতে কষ্ট হয় অথবা আপনি আরো কিছু জানতে চান তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:৩৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
 
:উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি প্রশাসকের অধিকার পেলে এটির সঠিক প্রয়োগের মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আরও বেশি ভূমিকা রাখবেন, আপনার প্রতি আমার সমর্থন রইলো। &mdash; [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ১৮:১৪, ২৩ মে ২০২০ (ইউটিসি)
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:Wiki Ruhan|Wiki Ruhan]] এর প্রশ্ন ====
{{প্রশ্ন}} '''১''': শুভেচ্ছা নেবেন। আপনার অবদান সত্যিই প্রশংসার দাবিদার। তবে আপনার পূর্ব এবং বর্তমান লেখার অনেক অংশে বানান ভুলের উপস্থিতি আমাকে পীড়া দেয়। অন্য সম্পাদনার কথা না তুলে এই পাতার কথা বললেই ''সমুক্ষিন, গুরুত্তপূর্ণ, গুরুত্বর, ইতিপূর্বে, ব্যবস্তা'' সহ আরো কিছু বানানে ভুল লক্ষ্যণীয়। আবার রচনাশৈলীর বিবেচনায় ''মনেকরি, আশাকরি'' এমন ক্ষেত্রে আপনি স্পেস ব্যবহার করছেন না। এক্ষেত্রে আপনি কি মনে করেন ভবিষ্যতে প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করতে বা বার্তা দিতে কোন সমস্যা হবে?
:: '''উ:''' আমি মোবাইল থেকে অভ্র ব্যবহার করে লেখার কাজ করি, অনেক ক্ষেত্রে সাধারণ বানান ভুল হতে পারে এবং আমি এটি স্বীকার করি। যদি আপনার দৃষ্টিতে এমন কিছু আসে তাহলে সংশোধন করেনকরে দেবেন এবং ভুলক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেনদেখবেন, কেননা এগুলো ইচ্ছাকৃত নয়। আমি পর্যালোচনার সময় বানান দেখি এবং সংশোধন করে থাকি। ভবিষ্যতে প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করতে বা বার্তা দিতে কোন সমস্যা হবে না। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:১৪, ২৪ মে ২০২০ (ইউটিসি)
{{প্রশ্ন}} '''২''': প্রমিত বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটিকে মনে করেন?
:: '''উ:''' প্রমিত বাংলা ভাষার কোনও অংশই আমার কাছে কম গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:১৪, ২৪ মে ২০২০ (ইউটিসি)
৭০ নং লাইন:
:[[ব্যবহারকারী:Wiki Ruhan|রুহান]] ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, এবং ঈদের শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর আমি উপরে দিয়েছি। যদি আপনার বুঝতে কষ্ট হয় অথবা আপনি আরো কিছু জানতে চান তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:১৪, ২৪ মে ২০২০ (ইউটিসি)
 
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:MS Sakib|MS Sakib]]-এর প্রশ্ন ====
{{প্রশ্ন}} '''১''': আপনার প্রতি শুভকামনা রইল। ধরুন, কোন একজন প্রশাসক উইকিপিডিয়ার নিয়ম-বহির্ভূত কাজ করলেন। বিষয়টা সর্বপ্রথম আপনার দৃষ্টিগোচর হল। এক্ষেত্রে আপনার পদক্ষেপ কী হবে? '''''[[User:MS Sakib|<span style="background:#88b;color:#cff;font-variant:small-caps">♦MS<span style="background:#99c">_Sa<span style="background:#aad">k</span></span>ib♦</span>]] <sup>[[User_talkUser talk:MS Sakib|(কিছু বলবেন?)]]</sup>''''' ২৩:৫৪, ২৩ মে ২০২০ (ইউটিসি)
:: '''উ:''' শুধু প্রশাসক না, যেকোনো ব্যবহারকারীর ক্ষেত্রে প্রথমে বার্তা দিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করাবো। যদি মানতে না চায় তাহলে নীতিমালা অনুসারে ব্যবস্থা নিবো, প্রয়োজন হলে তাঁর প্রশাসকত্ব বাতিল করতে আলোচনা শুরু করাবো। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:১৯, ২৪ মে ২০২০ (ইউটিসি)
 
৮০ নং লাইন:
{{প্রশ্ন}} <s>'''২''':উইকিপিডিয়ায় আপনার সেরা অবদানগুলি কী এবং কেন?</s>
 
{{প্রশ্ন}} '''৩''':এই প্রশ্নটি বিষয়বস্তু সংক্রান্ত বিরোধ এবং বিতর্কগুলি সম্পর্কে যা আংশিক বিষয়বস্তু এবং আংশিক আচরণ। বিষয়বস্তু বিবাদ, বা সম্মিলিত বিবাদের বিষয়বস্তু সমাধান করার অভিজ্ঞতা আছে কি?
:: '''উ:''' আমি বিশ্বাস করি আমার সেই অভিজ্ঞতা আছে এবং এই দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে পারব। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:২২, ২৪ মে ২০২০ (ইউটিসি)
: {{মন্তব্য}} {{Ping|পরস}} আপনার প্রথম দুইটি প্রশ্ন প্রশাসকত্বের আবেদনের শুরুতেই করা হয় ও আবেদনকারী তার উত্তরও প্রদান করেছেন। আপনি সেই জবাবে পুরোপুরি সন্তুষ্ট না হলে আরও সুনির্দিষ্টভাবে কী জানতে সেটা পরিষ্কার করে আবার প্রশ্ন করার অনুরোধ করছি। প্রশ্ন করার মাধ্যমে প্রশাসকত্বের আবেদনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১১:৫১, ২৪ মে ২০২০ (ইউটিসি)
 
==== আবেদনকারীর প্রতি খুবই অনভিজ্ঞ [[ব্যবহারকারী:DelwarHossain|দেলোয়ার]]-এর প্রশ্ন ====
জনি ভাই 'প্রশাসক হওয়ার যোগ্য' বা 'প্রশাসক হবেন'কিছুদিন আগে এমন আলোচনা শুনে কিছুটা ভালো লেগেছে। কারণ আমার আশা ছিলো আমি তাকে হয়তো ব্যক্তি পর্যায়ে চিনি না কিন্তু তিনি প্রশাসক মনোনিত হলে হয়তো আমরা একাধিক নিষ্ক্রিয় প্রশাসকের মাঝে একজন সক্রিয় প্রশাসক পাবো। এবার আসি মূল প্রশ্নে
 
{{প্রশ্ন}} '''১''' : ধরুন টহল দিতে গিয়ে আমি একটি পাতা উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও আমার অপছন্দের বা পক্ষপাত দৃষ্টিভঙ্গি থেকে যুক্তি তুলে ধরে অপসারণ প্রস্তাবনা দিলাম। সাথে আমি আরো কয়েকজন উইকিপিডিয়ানের সমর্থনও যোগাড় করলাম। অথবা বেশ কিছু উইকিপিডিয়ান প্রস্তাবে সমর্থনও করলেন এবং একজন ব্যবহারকারীও প্রস্তাবের বিরোধিতা করেননি। এদিকে এক সপ্তাহও পার হয়ে গেলো। এখন আলোচনাটি বন্ধ করতে আপনার ব্যাখ্যা ও সিদ্ধান্ত কি হবে?
:: '''উ:''' প্রথমে দেখতে হবে এখানে তদবির হয়েছে কিনা, যদি হয় তাহলে আপনাকে সতর্ক করা হবে। উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও আপনার অপছন্দের বা পক্ষপাত দৃষ্টিভঙ্গি থেকে যুক্তি তুলে ধরে অপসারণ প্রস্তাবনা দেন, সেক্ষেত্রে উল্লেখযোগ্যতা, যাচাইযোগ্যতা, নির্ভরযোগ্য উৎসের সকল দিক ব্যাখ্যা করে নিবন্ধটি রেখে দেয়া হবে। কেননা অপসারণ প্রস্তাবনা কোনো ভোট নয়, প্রয়োজনে অন্য প্রশাসকদের ব্যাখ্যাও দেয়া হবে। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:৩৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)
{{প্রশ্ন}} '''২''' : উইকিপিডিয়ানদের নিয়ে একাধিক ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে। সম্প্রতি ওই গ্রুপের আলোচনা উইকিপিডিয়া সম্পাদনায় বেশ প্রভাব রয়েছে। এ বিষয়ে আপনার সুস্পষ্ট মন্তব্য জানতে চাই। [[ব্যবহারকারী:DelwarHossain|<span style="font-weight: bold; background-color: #B30C17; color: #ffffff;">দেলোয়ার</span>]] ([[ব্যবহারকারী আলাপ:DelwarHossain|<span style="color:forestgreen">✉</span>]])
:: '''উ:''' এখানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়। যদি কোনো বিষয়ে সাহায্য চেয়ে থাকে সেখানে সমস্যা নেই। তবে কোনো বিষয়ে তদবির গ্রহণযোগ্য হবে না। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:৩৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)
 
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:Foysalur Rahman Shuvo|শুভ]]-এর ক্ষুদ্র একটি প্রয়োজনীয়/অপ্রয়োজনীয় প্রশ্ন ====
<s>উল্লেখ্য আমি জনি ভাইকে পূর্বেই দৃঢ় সমর্থন করেছি, কেননো তিনি এর যোগ্য। নিম্নোক্ত প্রশ্ন কোনোভাবেই তার যোগ্যতার প্রমাণ বলে বিবেচিত হবে বলে আমার মনে হয় না, তবে আপনি উনার উত্তরকে অভিজ্ঞতার ধারক হিসেবে বিবেচনা করতে পারেন। আমার প্রশ্নটি হলো:
{{প্রশ্ন}}: বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের আলোচনাকালে প্রায়শই [[ব্যবহারকারী:Ferdous|ফেরদৌস]] ভাই বলে থাকেন, প্রশাসকদের বিশেষ ক্ষমতার মধ্যে একটি হলো, তিনারা যেকোনো নিবন্ধ বিনা আলোচনায় নিজে বা আবেদনকল্পে দ্রুত অপসারণ করার ক্ষমতা রাখেন। আপনি এর সঠিক ব্যবহার সমন্ধে কিছু বলেন?[[ব্যবহারকারী:Foysalur Rahman Shuvo|<span style="font-family:Segoe print; color:#008000; text-shadow:gray 0.2em 0.2em 0.4em;">এফ আর শুভ</span>]][[ব্যবহারকারী আলাপ:Foysalur Rahman Shuvo|<sup><span style="color:#F7401B;"><i>(বার্তা দিন)</i></span></sup>]] ০৯:৩৩, ২৪ মে ২০২০ (ইউটিসি)</s>
:সুপ্রিয় উইকিপিডিয়ান জানিনা আপনি কোন আলোচনার প্রেক্ষিতে এই কথাটি বলেছেন। আপনি এখানে আবেদনকারীকে প্রশ্ন করলেন নাকি আমাকে অভিযোগের সম্মুখীন করলেন? অভিযোগ করলে এটা অনেক বড় একটা অভিযোগ। আপনাকে এর প্রমাণ দিতে হবে যে কোথায় আমি এমনটা বলেছি? সামাজিক মাধ্যমে নতুনদের সঙ্গে বিবিধ বিষয়ে কথা হয়ে থাকে। তাদের অজস্র প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিদিন। তবে আপনার প্রশ্ন থেকে আমার মনে হচ্ছে আমি বলেছি প্রশাসকেরা যখন ইচ্ছে যে কোন নিবন্ধ মুছে ফেলতে পারে? এরকম কথা কি আমি কোথাও বলেছি? তবে একথা বলে থাকি যে দ্রুত অপসারণযোগ্য নিবন্ধ যে কোন প্রশাসক চাইলে নির্দিষ্ট কারণ দর্শানো সহ অপসারণ করতে পারেন। [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:green">দৌস</span>]] • ০৯:৪০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
::শ্রদ্ধাভাজন [[ব্যবহারকারী:Ferdous|Ferdous]] ভাই আমার প্রশ্নটি উইকিমহলে বিতর্কিত হওয়ায় আমি উক্ত প্রশ্নটি স্বেচ্ছায় প্রত্যাহার করছি।[[ব্যবহারকারী:Foysalur Rahman Shuvo|<span style="font-family:Segoe print; color:#008000; text-shadow:gray 0.2em 0.2em 0.4em;">এফ আর শুভ</span>]][[ব্যবহারকারী আলাপ:Foysalur Rahman Shuvo|<sup><span style="color:#F7401B;"><i>(বার্তা দিন)</i></span></sup>]] ১৬:০০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
 
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:Suvray|Suvray]]-এর প্রশ্ন ====
{{প্রশ্ন}} '''১''': প্রশাসকের অধিকারবিষয়ক আবেদনে একজন ব্যুরোক্র্যাটের সমর্থন কিংবা বিরোধিতাকে কোন দৃষ্টিকোণে দেখবেন? - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১১:৪০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
:: '''উ:''' যেহেতু ব্যুরোক্র্যাট একজন সেচ্ছাসেবী সম্পাদক তাই প্রশাসকত্বের আবেদনে সমর্থন কিংবা বিরোধিতা করতে পারেন। আমার মতে এখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার কারণ নেই। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:৪০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
১১০ নং লাইন:
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
 
{{প্রশ্ন}} '''১''': একজন সাধারণ সম্পাদক এর, প্রশাসক হতে কি কি যোগ্যতা লাগে; আপনার মন্তব্য জানান? ১১ জন সক্রিয় প্রশাসক থাকার পরও, আপনি কেন মনে করেন; বাংলা উইকিপিডিয়া'য় আরও একজন নতুন প্রশাসক দরকার, ব্যক্ষা করুন? কোন কোন বিষয়গুলোতে প্রশাসক tool টি ব্যবহৃত হচ্ছে না বলে আপনার নজরে এসেছে, ব্যক্ষা করুন?
 
{{প্রশ্ন}} '''২''': আপনি [[উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/টিটান চৌধুরী|'টিটান চৌধুরী']] নিবন্ধটি তৈরী করেছিলেন যা সেসময় কোনভাবেই [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|'ব্যক্তি সম্পর্কিত/ সাধারণ উল্লেখযোগ্যতার নীতিমালা (GNG)']] পুরো করে না। এই নিবন্ধ টি কি; 'উল্লেখযোগ্যতা' সম্পর্কিত আপনার সামগ্রিক বিবেচনাবোধ'কে প্রশ্নবিদ্ধ করে তোলে না? আপনি দাবী করেছেন 'সফটওয়্যারজনিত' কারনে আপনার বর্তমান বানানসমূহেও কিছু ভূলভুল পরিলক্ষিত হয়েছে; যা আসলে আমার কাছে অন্য ব্যপার বলে মনে হয়েছে। আপনি কেন মনে করেন; নতুন সম্পাদকগন আপনার ভূলভুল বানান দেখতে পেলেও বাংলা উইকিপিডিয়া'র প্রশাসকদের সমন্ধে কোন বিরূপ ধারনাধারণা পোষণ করবে না; ব্যক্ষা করুন?
 
{{প্রশ্ন}} '''৩''': প্রশাসক [[:en:Wikipedia:Administrators' guide/Tools|toolkit]] টা আসলে 'একবস্তা অনুমতিপত্র'; যা প্রার্থী'র 'বিবেচনাবোধের' উপর ভরসা করে আমাদেরকে দিতে হয়; এটা ধরে নিয়ে যে, তিনি এটা 'সঠিকভাবেই' প্রয়োগ করবেন। এখন, toolkit এ দেয়া 'delete, block এবং protection' ক্ষমতার যে সঠিক ব্যবহার আপনি আসলেই করবেন; সে ব্যপারে আমাদেরকে আত্নবিশ্বাস কিভাবে দেবেন? বাংলা উইকিপিডিয়াতে আপনার দেখা এসম্পর্কিত কোন অভিজ্ঞতা বর্ননা করতে পারবেন? toolkit নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে এর functionality (কোথায়, কিভাবে ক্ষমতা প্রয়োগ) এর সাথে পরিচিত হওয়ার কি পরিকল্পনা করেছেন?
 
{{প্রশ্ন}} '''৪''': আপনি কি কোন প্রশাস'ক কে 'block' করবেন, যদি দরকার পড়ে? এক্ষেত্রে আপনার প্রক্রিয়া'টি কি, অ-প্রশাসক'কে block করার 'মতই' হবে?
 
{{প্রশ্ন}} '''৫''': ধরুন ফুটবল খেলোয়াড় এর stub আকারের একটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনা (AfD) চলছে। প্রস্তাবক বলেছেন যে নিবন্ধটি [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|'উল্লেখযোগ্যতার নীতিমালা (GNG)']] পুরো করেনি। তবে ৪ জন ভোট দিয়েছেন যে; 'উল্লেখযোগ্য খেলোয়াড় (NFOOTY)' পুরো হয়েছে। আপনি দেখলেন, নিবন্ধটির তথ্যসূত্র হিসেবে শুধুমাত্র প্রাথমিক উৎস দেয়া হয়েছে তবে 'উল্লেখযোগ্য খেলোয়াড় (NFOOTY)' পুরো করেছে। এদিকে, আর কেউ কোন অতিরিক্ত তথ্যসূত্র দেয়নি। AfD লগসমূহ পরিদর্শনের সময় প্রশাসক হিসেবে এটি আপনার নজরে এলে আপনি কি কোন পদক্ষেপ নেবেন? নিলে কোনটি, ব্যক্ষা করুন?
 
{{প্রশ্ন}} '''৬''': এই প্রশ্নটি [[উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত|'স্বার্থের সংঘাত' (COI)]] এবং বিশেষ করে 'Paid Editing' সমন্ধে। নির্দিষ্ট বিষয়ে কয়েকটি সম্পাদনার ঘটনার পর একজন সম্পাদক বলছেন যে, বিষয়টি সমন্ধে তার কোন স্বার্থের সংঘাত নেই, কিন্তু তবুও ঐ বিষয়ে তার সম্পাদনাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে কোন প্রশাসকের, কিভাবে তার 'কর্মকান্ড' (সকপাপেটিং, মেটাপাপেটিং সন্দেহ) এবং [[উইকিপিডিয়া:আস্থা রাখুন|'আস্থা রাখা (AGF)']] নীতির মধ্যে ভারসাম্য করা উচিৎ?
 
{{প্রশ্ন}} '''৭''': যদি এমন ঘটনার সম্মুখিন হন যে, নিবন্ধের তথ্যকে 'সম্পূর্ণ সত্য' রাখার জন্য উইকিপিডিয়া'র কোন একটি [[উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী|'নীতিমালা']] ভঙ্গ করতে হবে; আপনি কি তা করবেন? --[[ব্যবহারকারী:Ahm masum|মহামতি মাসুম]] ([[ব্যবহারকারী আলাপ:Ahm masum|আলাপ]]) ২১:৪৮, ২৪ মে ২০২০ (ইউটিসি)
১২৬ নং লাইন:
প্রিয় [[ব্যবহারকারী:ZI Jony|জনি]] ভাই, প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক!!!! আপনার প্রশাসক হওয়ার প্রয়োজনীয় প্রশাসনিক অভিজ্ঞতার ব্যাপারে আমার কোনোরূপ সন্দেহ নেই। কিন্তু আমার খুঁতখুঁতে মন শুধুমাত্র খুঁত খুঁজেই বেড়ায়। আপনি [[ব্যবহারকারী:Wiki Ruhan|রুহানের]] প্রথম প্রশ্নের জবাব মোটামুটি সন্তোষজনক(?) দিয়েছেন। '''কিন্তু আপনার মাঝে বাংলা লেখার ব্যাপারে আমি একটু তাড়াহুড়া লক্ষ্য করছি যা একজন প্রশাসকের নিকট হতে কাম্য নয়।''' আমি তাঁর একটু নমুনা তুলে ধরছিঃ (আপনার সমালোচনা আমার মূল উদ্দেশ্য নয়; বরং আপনার ঘাটতিটুকু আপনাকে দেখিয়ে দেয়াই আমার উদ্দেশ্য)
{{cquote|যদি আপনার দৃষ্টিতে এমন কিছু আসে তাহলে সংশোধন <s>করেন</s><ref group="টীকা">করে দেবেন</ref> এবং <s>ভুল</s><ref group="টীকা">এখানে হবে "ক্ষমা"। এ ব্যাপারে আপনি নিশ্চয়ই টাইপো হিসেবে চালিয়ে দেবেন না।</ref> সুন্দর দৃষ্টিতে <s>দেখেবেন</s><ref group="টীকা">এটি নিশ্চিতভাবে তাড়াহুড়ার ফল; নতুবা এরকম আনুষ্ঠানিক ক্ষেত্রে ভুল হওয়ার কথা নয়</ref>, কেননা এগুলো ইচ্ছাকৃত নয়}}
আশা করছি, উপরোক্তউপরিউক্ত ত্রুটিগুলোর সন্তোষজনক জবাব পাবো। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি মোটেও আপনার বিরোধী নই। আমি শুধুমাত্র উইকিপিডিয়ার যোগ্যস্থানে যোগ্য প্রশাসক হিসেবে আপনাকে দেখতে চাই। ধন্যবাদ। - <span style="text-shadow:1px 1px 1px black ;"><font style="color:#6666ff">[[ব্যবহারকারী:Nokib Sarkar|'''নকীব সরকার''']]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar#top|<font face="Papyrus">বলুন...</font>]]</sup></span> ১৪:৪১, ২৫ মে ২০২০ (ইউটিসি)
 
পুনশ্চ ১: আপনি বলেছেন, আপনার '''পর্যালোচনা করার সময়ে চোখে পড়লে''' আপনি আপনার বানান সংশোধন করে নেন। কিন্তু আপনার করা [[বিশেষ:পার্থক্য/4259503|এই]] (আলোচন'''া'''), [[বিশেষ:পার্থক্য/4257426|এই]] (প্রথম'''ে''') ও [[বিশেষ:পার্থক্য/4248875|এই]] (সম্প'''া'''দনা; &times;২×২) সম্পাদনাগুলোতে আমি তাঁর প্রতিফলন দেখতে ব্যর্থ হয়েছি। এসব সম্পাদনার বানান ভুলগুলো আদৌ আপনার চোখে পড়েছে কিনা - অনুগ্রহপূর্বক আপনি বলবেন কি?
উল্লেখ্যঃ এরূপ আপনার অনেক সম্পাদনা রয়েছে। আপনি চাইলে আমি দেখাতে পারি।- <span style="text-shadow:1px 1px 1px black ;"><font style="color:#6666ff">[[ব্যবহারকারী:Nokib Sarkar|'''নকীব সরকার''']]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar#top|<font face="Papyrus">বলুন...</font>]]</sup></span> ১৬:৪১, ২৫ মে ২০২০ (ইউটিসি)
 
১৩৫ নং লাইন:
 
==== আবেদনকারীর প্রতি [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]]-এর প্রশ্ন ====
১. উপরে সুব্রতদার ২য় নং প্রশ্নই আমার মূল প্রশ্ন। উক্ত প্রশ্নের সাথে আমি যোগ করতে চাই, আপনি কি আশ্বাস দিতে পারবেন যে প্রশাসক হবার পর বাংলা উইকিতে আপনি আরও বেশীবেশি সময় দিবেন? (আমি আপনাকে সময় বাড়াতে বলছি না, বরং উদাহরণস্বরূপ উইকিতে সর্বমোট ৩০ মিনিট সময় দিলে তার ২৫ মিনিটই বাংলা উইকিতে অবদানে ব্যয় করবেন, এটা বুঝাচ্ছি)
 
 
২. আপনার অবদান পর্যালোচনা করে নিবন্ধ রক্ষণাবেক্ষণে সম্পাদনা কম দেখতে পেলাম (নিবন্ধ রক্ষণাবেক্ষণ বলতে আমি বুঝাচ্ছি নিবন্ধের বাক্যগঠন ত্রুটি ঠিক করে দেয়া, তথ্যছক যোগ-বাংলা করে দেয়া, বিষয়শ্রেণী যোগ করে দেয়া ইত্যাদি)। এই রক্ষণাবেক্ষণ সম্পাদনা কি আরও বাড়াবেন বলে আশা করতে পারি?
১৫২ ⟶ ১৫১ নং লাইন:
 
==== সমর্থন ====
# {{দৃঢ় সমর্থন}}: [[user:ZI Jony|জনি ভাই]] দীর্ঘদিন ধরেই বাংলা উইকিপিডিয়ার একজন নিরলস অবদানকারী। উইকিপিডিয়াতে আমার 'সল্প অভিজ্ঞতা' অনুসারে বুঝতে পেরেছি, তিনি কারিগরি এবং প্রশাসনিক বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন। আমার মতে তিনি ''<u>একজন প্রশাসক হিসেবে বাংলা উইকিপিডিয়াতে সেবা দানের যোগ্য</u>।'' ~ '''''[[User:MS Sakib|<span style="background:#88b;color:#cff;font-variant:small-caps">♦MS<span style="background:#99c">_Sa<span style="background:#aad">k</span></span>ib♦</span>]] <sup>[[User_talkUser talk:MS Sakib|(কিছু বলবেন?)]]</sup>''''' ১১:১৬, ২২ মে ২০২০ (ইউটিসি)
# {{দৃঢ় সমর্থন}}: [[user:ZI Jony|জনি ভাই]] একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে উইকিমহলে পরিচিত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তাকে যতদূর জানি, উনি সবসময় উইকিকাজে সবাইকে সুপরামর্শ দান করে থাকেন। আমরা যেরকম জানি বাংলা উইকির খুব দ্রুত প্রসার হচ্ছে এবং আমার মনে হয় এই মূহুর্তে আমাদের আরো একজন নিয়মিত প্রশাসক প্রয়োজন, যে জায়গাটি খুব সহজেই জনি ভাই পূরণ করতে পারবে।[[user:Foysalur Rahman Shuvo|<span style="font-family:Segoe print; color:#008000; text-shadow:gray 0.2em 0.2em 0.4em;">এফ আর শুভ</span>]][[User_talkUser talk:Foysalur Rahman Shuvo|<span style="color:#F7401B;">''(বার্তা দিন)''</span>]] ১১:৪২, ২২ মে ২০২০ (ইউটিসি)
# {{দৃঢ় সমর্থন}}: [[user:ZI Jony|জনি ভাই]] আসলেই বাংলা উইকির জন্য অনেক করেছেন নিরলসভাবে নানা কাজে সহায়তা করেছেন, নানা ধরনের টেমপ্লেট ও বানিয়েছেন। উনার অবদান অতুলনীয়! বাংলা উইকিতে উনার মত লোক প্রশাসক হওয়ার যোগ্য! আমি দৃঢ়ভাবে সমর্থন করতেছি। ~ [[User:SHAH ISMAIL TALUKDAR|<span style="color:green">স্বেচ্ছা</span><span style="color:red">সেবী</span>]] <sup> [[user talk:SHAH ISMAIL TALUKDAR|<span style="color:#800000">(বলুন...)</span>]] </sup> ১৪:১৪, ২২ মে ২০২০ (ইউটিসি)
#: <s>{{দৃঢ় সমর্থন}} - আমার ক্ষুদ্র উইকিজীবনে বিভিন্ন ত্রুটি মোকাবেলায় যাঁদেরকে বিরক্ত করার পরেও হাসিমুখে আমাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেছেন, তাঁদের মধ্যে জনি ভাই একজন। তিনি তাঁর প্রাক-প্রশাসনিক উইকিজীবনে এমনভাবে উইকিপিডিয়ার প্রশাসনিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন যে, তিনি যখন প্রশাসকের আবেদন করার কথা বলেন তখন আমার হঠাৎ মনে পড়ে গেল, ''"ও, জনি ভাই তো এখনো প্রশাসক হন নি।"'' তাঁর উইকিপিডিয়ার বিভিন্ন প্রশাসনিক কাজে পারদর্শীতাপারদর্শিতা দেখে অন্তত আমার কাছে তা-ই মনে হয়েছে। যদি সম্পাদনাসংখ্যা বিবেচনা করা হয়, তবে ''বাংলা উইকিপিডিয়ায়'' সম্পাদনাসংখ্যা তাঁর ''প্রকৃত'' অবদানের তুলনায় নিতান্তই একটি ক্ষুদ্র সংখ্যামাত্র। নতুবা ''নকীব বট''ও প্রশাসকত্বের দাবি করতে পারতো। বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি এই বিশ্বায়নের যুগে তিনি অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পেও সব্যসাচী। এর ফলস্বরূপ ''পরীক্ষামূলক উইকিউপাত্তে'' তিনি ''প্রশাসক'' অধিকার লাভ করেছেন। তাঁর বিভিন্ন দিক বিবেচনা করে আমি তাঁকে {{দৃঢ় সমর্থন}} দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, তিনি তাঁর পরবর্তী উইকিজীবনে অঙ্গুলীচারণার মাধ্যমে উইকিপিডিয়ার জন্য সুফল বয়ে আনবেন। ধন্যবাদ। - <span style="text-shadow:1px 1px 1px black ;"><font style="color:#6666ff">[[ব্যবহারকারী:Nokib Sarkar|'''নকীব সরকার''']]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar#top|<font face="Papyrus">বলুন...</font>]]</sup></span> ১৪:৪৭, ২২ মে ২০২০ (ইউটিসি)</s>
# {{সমর্থন}}: জনি ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু সবসময় সাহায্যকারী হিসেবে উনি অধিক পরিচিত। [[User:আমানুল্লাহ|<b style="text-shadow:#8b9dc3 4px 4px 2px; font-family: All Things Pink; color:#f4a460">~আমানুল্লাহ</b>]] <sup>[[User talk:আমানুল্লাহ|<span style="color:#000080">'''(বার্তা)'''</span>]]</sup> ২২:২৫, ২২ মে ২০২০ (ইউটিসি)
# {{সমর্থন}}: জনি ভাইয়ের প্রশাসনিক কাজের পূর্বাভিজ্ঞতা রয়েছে। তিনি উইকি উপাত্ত ও টেস্ট উইকির প্রশাসক। তার বিভিন্ন সময়ে দেয়া মতামতও আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে। আশা করি, প্রশাসক হিসেবে জনি ভাই বাংলা উইকিপিডিয়াকে দারুনদারুণ কিছু উপহার দিবেন। —[[ব্যবহারকারী:YahyA|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew; text-shadow:1px 1px 45px red;">ইয়াহিয়া</span>]]<sup>[[ব্যবহারকারী আলাপ:YahyA|<span style="color:forestgreen">বলুন...</span>]]</sup> ১৬:৫৩, ২৩ মে ২০২০ (ইউটিসি)
# {{দৃঢ় সমর্থন}}, বাংলা উইকিপিডিয়ার একজন গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ একজন সম্পাদক। ওনার উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালা ও কারিগরি দিক সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে। এছাড়াও প্রায়ই মিডিয়াউইকি নামস্থানে বিভিন্ন সম্পাদনা ও সুরক্ষিত পাতায় প্রয়োজন অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট যোগ করতে অনুরোধ ও অপব্যবহার ছাঁকনি তৈরি এবং সম্পাদনা করে থাকেন, যেটি উইকিপিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি দিক বলে আমার মনে হয়। বাংলা উইকিপিডিয়ার বর্তমান প্রশাসকদের অনেকেই ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়ায় কয়েকজন ছাড়া বাকিদের এসব প্রশাসনিক ক্ষেত্রে অবদান রাখতে তেমন বেশি দেখা যায় না। এমতাবস্থায় [[User:ZI Jony|জনি]] ভাইয়ের মতো একজন সম্পাদক প্রশাসকত্ব পেলে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হবে এই আশা রাখি। ধন্যবাদ। [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ১৮:১৫, ২৩ মে ২০২০ (ইউটিসি)
# {{দৃঢ় সমর্থন}}: [[user:ZI Jony|জনি]] ভাই বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হবার জন্য একদম ঠিক আছেন। তিনি ছাড়া আমার মতে আরো কয়েকজন বাংলা উইকিপিডিয়াতে প্রশাসক হবার যোগ্যতা রাখেম সে যাইহোক, আমি বাংলা উইকিপিডিয়াতে বেশিদিন ধরে নেই, তবে যেটুকু বুঝেছি জনি ভাই উইকিপিডিয়ার প্রশাসক হলে বাংলা উইকিপিডিয়া প্রশাসনিক দিক থেকে এগিয়েই থাকবে । আমার মতে তিনি যদি প্রশাসক হন তবে অনেক সুরক্ষিত মডিউল বা এরকম সুরক্ষিত কোন টেমপ্লেট যা প্রশাসকগণ সম্পাদনা করতে পারেন সেগুলো অতি অল্প সময়ে সম্পাদনা করতে সক্ষম হবেন। তাকে নতুন করে অন্যকোন প্রশাসকে আর সেটা সম্পাদনা করার জন্য অনুরোধ করতে হবে না। তিনি বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য তাকে অনেক ধন্যবাদ। [[ব্যবহারকারী:ইফতেখার নাইম|<span style="color:red">'''''নাইম'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ইফতেখার নাইম|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ২২:১১, ২৩ মে ২০২০ (ইউটিসি)
# {{সমর্থন}}: আশা করি আপনি নিয়মিত হবেন এবং প্রশাসকের টুলগুলোর যথাযথ ব্যবহার করবেন। --[[ব্যবহারকারী:DelwarHossain|<span style="font-weight: bold; background-color: #B30C17; color: #ffffff;">দেলোয়ার</span>]] ([[ব্যবহারকারী আলাপ:DelwarHossain|<span style="color:forestgreen">✉</span>]]) • ১৭:৫৬, ২৫ মে ২০২০ (ইউটিসি)
 
==== বিরোধিতা ====
# জনি ভাই এর কাজ প্রশংনীয় কিন্তু উইকিপিডিয়ার প্রশাসকত্বের মত গুরুত্বপূর্ণ অধিকারটি দেওয়ার আগে অভিজ্ঞতা, দক্ষতা এবং তার অবদান আরো বেশীবেশি প্রয়োজন বলে মনে করি। এছাড়া বিভিন্ন উইকিতে তিনি অধিকার পাওয়ার জন্য খুবই আগ্রহী একজন হিসেবে লক্ষ্য করেছি। উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে গণহারের প্রশাসকত্ব কিংবা অন্যান্য অধিকারের জন্য আবেদন করতে দেখেছি। যেমন: [https[://bpy.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95_%E0%A6%B9%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/ZI_JonyZI Jony|বিষ্ণুপ্রিয়া মণিপুরী তে প্রশাসক হিসেবে অধিকারের আবেদনটার কথা মনে আছে]]। যে আবেদনটি ব্যর্থ হয়েছিল তাই প্রশাসকত্বের মত স্পশকাতর জাযগায় আরো বেশীবেশি দক্ষতা অভিজ্ঞতা অর্জনের পর আমার পূর্ণ সমর্থন থাকবে। আপাতত সম্পূর্ণভাবে {{বিরোধিতা}} করছি। ‍‍‍<span style="white-space:nowrap;">&mdash;[[User:Masum Ibn Musa|<span style="background:#0000CD;color:gold;"><b>&nbsp;মাসুম ইবনে মুসা&nbsp;</b></span>]] <sup>[[User talk:Masum Ibn Musa|<span style="color:#006400">'''কথোপকথন'''</span>]]</sup></span> ১০:৪৯, ২৪ মে ২০২০ (ইউটিসি)
#:[[User:Masum Ibn Musa|মাসুম ইবনে মুসা]] ভাই, আমি প্রয়োজন ছাড়া অধিকারের জন্য আবেদন করিনি। আর আপনি যে আবেদন দেখিয়েছেন সেটি প্রত্যাহার করা হয় কেননা যেই জন্য করা হয়েছিলো সেটি একজন বৈশ্বিক প্রশাসক করে দিয়েছিলো। ধন্যবাদ! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:৫০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
# আমার মতে আবেদনকারি, বাংলা উইকিপিডিয়ার মত জায়গায় প্রশাসক হবার জন্য যথেষ্ট অভিজ্ঞ নন। আর তার প্রশাসক হবার আবেদনের কারনগুলিও খুব একটা দরকারিও নয়। তার অবদান থেকে মনে হচ্ছে না, যে তিনি প্রশাসক না হলে , কাজ করতে পারবেন না। বর্তমানের ১১ জন প্রশাসক কাজ করছেন, কোথাও কোন ব্যাকলগ আছে বলে জানা নেই। জাভা স্ক্রিপ্ত, মডিউল সব কাজই করা হচ্ছে। তিন বছরের কথা বললেও মুলত তিনি বছর দুই বাংলা উইকিতে কাজ করছেন।
#:আবেদনে বলেছেন ''প্রশাসকদের সরঞ্জাম ব্যবহার করে কিছু বিশেষ কাজ: মিডিয়াউইকি নামস্থান, অপব্যবহার ছাঁকনি, সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়নের কাজ ও অন্যান্য নিয়মিত কাজ: ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, পাতা সুরক্ষিত বা অরক্ষিত করা, সংরক্ষণ, সংস্কার, ব্যবহারকারীদের অধিকারের আবেদন অনুমোদন ইত্যাদি করতে চাই।''
#:এই কাজগুলি জা করতে চাইছেন, সেইগুলি কথায় করা হচ্ছে না, বা তার জন্য পরে আছে, আমি দেখতে পাচ্ছি না।
#:* '''মিডিয়াউইকি''' '''নামস্থান''' প্রশাসকও সম্পাদনা করতে পারেন না।
#:* '''অপব্যবহার ছাঁকনি''' আজকাল মেটা থেকেই হয়ে থাকে।
#:* '''সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়ন''' - এখানে আর কাজ থাকে না বা যাতে ভুল করেও কেউ কিছু পরিবর্ত্ন না করতে পারেন , সেই জন্য সংরক্ষিত থাকে।
#:* '''ধ্বংসপ্রবণতা রোধ'''- এর জন্য প্রশাসক হতে লাগে না।
#:* '''পাতা অপসারণ, পাতা সুরক্ষিত বা অরক্ষিত করা, সংরক্ষণ, সংস্কার''' - সবই আলোছনা সাপেক্ষে হয় ও ১১ জনের মধ্যে তক্ষুনি করেও দেওয়া হয়।
#: তাই আমি এখন বিরোধিতায় রাখলাম। এনাকে কয়েক বছর পর আবেদন করলে ভাবা যেতে পারে। --[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ০৮:০৬, ২৬ মে ২০২০ (ইউটিসি)
 
==== নিরপেক্ষ ====
১৭৯ ⟶ ১৭৮ নং লাইন:
 
==== মন্তব্য ====
# [[ব্যবহারকারী:ZI_JonyZI Jony|জনি]], বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক অধিকারের বিষয়ে আবেদন করায় ধন্যবাদ। কিন্তু, [https[ব্যবহারকারী://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:ZI_JonyZI Jony|আপনার ব্যবহারকারীর পাতায়]] ইংরেজি ভাষার আধিক্যতা প্রবলভাবে বিরাজমান। অনুগ্রহপূর্বক বাংলাকে প্রাধান্য ও অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতের প্রশাসক হিসেবে নিজেকে আস্থাভাজন করাসহ বিশ্বাসযোগ্যতার পরিবেশ সৃষ্টিকল্পে সপ্রতিভ উপস্থাপনায় সচেষ্ট হ-উ-ন! - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১১:২৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)
#:{{উত্তর|Suvray}} দাদা, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমি সময় করে ব্যবহারকারী পাতা বাংলা করে নেবো। ধন্যবাদ! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৯:৪৩, ২৪ মে ২০২০ (ইউটিসি)