মকর (তারামণ্ডল): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
103.116.116.230-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
৪৭ নং লাইন:
 
==সচিত্র বর্ণনা==
Caprico মকর
[ ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি ]
শাসক গ্রহ :শনি
শুভ সংখ্যা :৮
বৈশিষ্ট্য :মৃত্তিকা
রং :নীল, চকোলেট, ক্রিম, সবুজ
রত্ন :ইন্দ্রনীলা, এমিথিস্ট, রক্ত প্রবাল, গোমেদ
ধাতু :লোহা, সীসা
শুভ দিন :শনিবার
সঙ্গী/সঙ্গিনী :বৃষ,
কন্যা, মীন ও বৃশ্চিক
বিখ্যাত ব্যক্তি
আইজ্যাক নিউটন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, এডগার এলান পো, মোহাম্মদ আলী, জোয়ান অব আর্ক, শওকত ওসমান, স্টিফেন হকিং, আবদুল্লাহ আল মুতী, শিল্পাচার্য জয়নুল আবেদীন, জিয়াউর রহমান, মির্জা গালিব, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
 
মকর শনির প্রথম ক্ষেত্র। অত্যন্ত আদরের ক্ষেত্র এই রাশি শনির। এতই আদরের যে মনে হয় দুনিয়ার সকল দুঃখ কষ্ট এই রাশির উপরেই ঢেলে দিয়েছেন তিনি। মকর রাশির মানুষেরা বাস্তববাদী হয় খুব। আকাশ কুসুম স্বপ্ন এই রাশির মানুষ দেখে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুক অনুযায়ীই এরা স্বপ্ন দেখে। জীবনে ঘাত প্রতিঘাত, সংগ্রামের মধ্য দিয়ে এদের জীবন চলে। জীবনে কোন কিছুই সহজে এরা পায় না। অনেক কষ্ট করে সেটা লাভ করতে হয়। বাচাল স্বভাবের হয় এরা। কথা একটু বেশি বলে। আত্মবিশ্বাস থাকে নিজের প্রতি খুব। এদের একটি বড় গুন হচ্ছে যতই বাধা বিপত্তি, ঝুট, ঝামেলা আসুক না কেন এদের আত্মবিশ্বাস কমে না সহজে। জেদ এই রাশির মানুষের বেশি। সেটা অবশ্য কোন খারাপ জেদ না। নিজের ক্যারিয়ারে, নিজের জীবনের উন্নতি নিয়ে এদের জেদ থাকে। এটা অবশ্যই ভাল জেদ। বেরসিক স্বভাবের হয় এরা। ঠাট্টা, মজা, তামাসা কম বোঝে। সবক্ষেত্রেই সিরিয়াস হয়ে যায় সহজে। যেখানে প্রতিযোগিতা বেশি সেখানে এদের আকর্ষন বেশি থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা প্রতিযোগিতা করে, লড়াই করে কোন কিছু লাভ করতে এরা বেশি ভালবাসে। এরা কিছুটা আবেগীও বটে। শনির স্ব ক্ষেত্র হওয়ায় এদের জীবনে ভাগ্য নির্ধারিত হয় বয়স বৃদ্ধির সাথে নিজের পরিশ্রমের উপরে। এটিই একমাত্র রাশি যে রাশি পরিশ্রম ছাড়া কোন কিছুই জুটাতে পারে না। অন্যান্য রাশির মানুষ তাও সুযোগ পায় কিছুটা কিন্তু এই মকর এমনই এক কপাল পোড়া রাশি এদের জীবনে সুযোগ আসেই না বরং সুযোগ এদের বানিয়ে নিতে হয়। এই রাশির মানুষের না পাওয়ার জ্বালা বেশি। জন্মানোর পর থেকে শুধু কষ্ট আর বাধার মধ্য দিয়ে এদের জীবন চলে। বিরহে কাটে এদের জীবন। এরা খুব স্বাধীনচেতা মনের মানুষ। নিজের একটা যে আলাদা জগত আছে সেটাকে তারা খুব সম্মান করে থাকে। পারিবারিক জীবন এদের সুখের হয় না। প্রায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের উপরেই পরিবারের দায়িত্ব চলে আসে। জীবনকে উপভোগ করার সামান্য সময়টুকুও এদের কপালে থাকে না।
প্রেম, ভালবাসা, দাম্পত্য জীবন ৩টার একটাও এদের সুখের হয় না। প্রেম হলে সেটা কোন না কোন কারনে ভেঙে যাবেই। দাম্পত্য জীবনেও এদের সুখ কম। শনির দৃষ্টি থাকায় এদের বিবাহ দেরিতে হয়। অনেকের আবার হয়ই না বিবাহ।
৩২ বছরের আগে ভাগ্য এদের বিশেষ ভাল হয় না। ৩৮ বছর বয়স থেকে উন্নতি করা শুরু করে এরা। বিদ্যা স্থান মোটামুটি। বন্ধু বান্ধব মোটামুটি।
 
==আরও দেখুন==