১ মে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tauhidurrahmantito (আলোচনা | অবদান)
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন:
* [[১৩২৮]] – [[স্কটল্যান্ডীয় স্বাধীনতা যুদ্ধ]] শেষ হয়: [[এডিনব্র-নর্দাম্পটন চুক্তি]] স্বাক্ষরিত হয়, এবং [[কিংডম অফ ইংল্যান্ড]], [[কিংডম অফ স্কটল্যান্ড|কিংডম অফ স্কটল্যান্ডকে]] তার একটি স্বাধীন প্রদেশ হিসেবে ঘোষণা করে।
* [[১৫৭৬]] – [[প্রিন্স অফ ট্রান্সিলভানিয়া]] পদে অধিষ্ঠিত [[স্টেফান ব্যাট্রয়]], [[অ্যানা জ্যাগিয়েলন|অ্যানা জ্যাগিয়েলনকে]] বিয়ে করেন, এবং তারা দুজন একই সাথে [[পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথ|পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথের]] শাসক হিসেবে অধিষ্ঠিত হন।
*১৫৭৮ - সালের এই দিনে ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনু আবিষ্কার করেন।
* [[১৭০৭]] – [[অ্যাক্ট অফ ইউনিয়ন ১৭০৭|অ্যাক্ট অফ ইউনিয়ন]] স্বাক্ষরিত হয়; এর ফলে [[কিংডম অফ ইংল্যান্ড]] ও [[কিংডম অফ স্কটল্যান্ড]] একত্রিত হয়ে [[কিংডম অফ গ্রেট ব্রিটেন]] গঠিত হয়।
*১৭৪৮ - সালের এই দিনে পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।
* [[১৭৫১]] – [[উত্তর আমেরিকা|আমেরিকায়]] প্রথম ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়।
* [[১৭৫৩]] – [[কার্ল লিনিয়াস]] রচিত ''স্পেসিস প্লান্টারাম'' প্রকাশিত হয়, এবং [[ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার|আইসিবিএন]] কর্তৃক আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়।
১৬ ⟶ ১৮ নং লাইন:
* [[১৭৮৫]] – [[হাওয়াই|হাওয়াইয়ের]] রাজা [[প্রথম কামেহামেহা]], [[কালানিকুপুলে|কালানিকুপুলেকে]] পরাজিত করেন ও কিংডম অফ হাওয়াই প্রতিষ্ঠিত করেন।
* [[১৭৮৬]] – [[অস্ট্রিয়া|অস্ট্রিয়ার]] [[ভিয়েনা|ভিয়েনাতে]], [[ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্ট|মোৎসার্ট]] তার ''লে নজে দি ফিগারো'' [[অপেরা|অপেরার]] প্রথম পরিবেশনাটি পরিবেশন করেন।
*১৮০১ - সালের এই দিনে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।
* ১৮৩৪ – [[যুক্তরাজ্য]] তার উপনিবেশগুলোতে [[দাসত্ব|দাসপ্রথা]] বাতিল করে।
* ১৮৪০ – যুক্তরাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পেছনে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম [[পেনি ব্ল্যাক]]।
*১৮৪১ - সালের এই দিনে লন্ডন লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
* ১৮৪৬ – [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[ইলিনয়|ইলিনয়ের]] নভুতে বসবাসরত সামান্য কিছু [[মর্মোন]] সে স্থান ত্যাগ করে চলে যায়। আগে তারা নভুকে মন্দির হিসেবে উৎসর্গ করেছিলো।
* ১৮৫১ – [[যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া|রানী ভিক্টোরিয়া]] [[লন্ডন|লন্ডনে]] [[গ্রেট এক্সিবিশন|গ্রেট এক্সিবিশনের]] উদ্বোধন করেন।
২৩ ⟶ ২৭ নং লাইন:
* ১৮৬৩ – [[মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ]]: [[চ্যান্সেলরসভিলের যুদ্ধ]] শুরু হয়।
* ১৮৬৫ – [[ব্রাজিল সাম্রাজ্য]], [[আর্জেন্টিনা]], এবং [[উরুগুয়ে]] [[ট্রিপল অ্যালায়েন্স চুক্তি]] স্বাক্ষর করে।
*১৮৬৮ - সালের এই দিনে হ্যাম্পটন ইনস্টিটিউট খুলে দেওয়া হয়।
* ১৮৬৯ – [[প্যারিস|প্যারিসে]] মিউজিক হল [[ফলিয়েস বার্গে]] চালু হয়।
* ১৮৭৫ – ১৮৭৩ সালে আগুনে পুড়ে যাবার পর পুনরায় [[আলেক্সান্দ্রা প্যালেস]] খুলে দেওয়া হয়।
*১৮৭৫ - সালের এই দিনে কলকাতার আলীপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
* ১৮৮৫ – ব্যবসার জন্য মূল [[শিকাগো বোর্ড অফ ট্রেড বিল্ডিং]] খুলে দেওয়া হয়।
* ১৮৮৪ – [[আট ঘণ্টার দিন|আট ঘণ্টা কর্মদিবস]] আদায়ের লক্ষ্যে [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রে]] প্রচারণা শুরু হয়।
* ১৮৮৪ – [[মোসেস ফ্লিটউড ওয়াকার]] প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের পেশাদার বেসবল খেলায় অংশগ্রহণ করেন।
* ১৮৮৫ – ব্যবসার জন্য মূল [[শিকাগো বোর্ড অফ ট্রেড বিল্ডিং]] খুলে দেওয়া হয়।
* ১৮৮৬ – যুক্তরাষ্ট্রের [[শিকাগো]] শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানী হয়।
*১৮৯০ - খ্রিস্টাব্দের এই দিন থেকে আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।
*১৮৯১ - সালের এই দিনে লন্ডন-প্যারিস টেলিফোন যোগাযোগ শুরু হয়।
* ১৮৯৩ – [[শিকাগো|শিকাগোতে]] [[ওয়ার্ল্ড’স কলাম্বিয়ান এক্সপোজিশন]] শুরু হয়।
* ১৮৯৪ – [[কক্সে’স আর্মি]], যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের প্রতিবাদ মিছিল [[ওয়াশিংটন ডি.সি.]]-তে পদার্পণ করে।
৩৫ ⟶ ৪৩ নং লাইন:
* ১৯০০ – [[ইউটা]]’র স্কোফিল্ডে [[স্কোফিল্ড খনি দুর্ঘটনা]] সংঘটিত হয়, এবং ২০০-এর বেশি মানুষ মারা যায়। এটি [[মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস|যুক্তরাষ্ট্রের ইতিহাসে]] পঞ্চম বৃহত্তম খনি দুর্ঘটনা।
* ১৯০১ – [[নিউ ইয়র্ক|নিউ ইয়র্কের]] বাফেলোতে [[প্যান-আমেরিকান এক্সপোজিশন]] শুরু হয়।
*১৯১৩ - সালের এই দিনে বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়।
* ১৯১৫ – [[আরএমএস লুসিটানিয়া|আরএমএস ''লুসিটানিয়া'']] [[নিউ ইয়র্ক সিটি]] থেকে তার ২০২তম ও সর্বশেষ যাত্রা শুরু করে। ছয় দিন পর [[উত্তর আটলান্টিক]] পাড়ি দেবার সময় [[আয়ারল্যান্ড|আয়ারল্যান্ডের]] উপকূলে টর্পেডোর আঘাতে জাহাজটি নিমজ্জিত হয়ে ১,১৯৮ জন মানুষ মারা যায়, যার মধ্যে ১২৮ ছিলো মার্কিন। এর ফলে [[জার্মানি|জার্মানির]] বিরুদ্ধে আমেরিকার ক্ষোভ বাড়তে শুরু করে।
* ১৯২৫ – চীনে [[অল-চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন]] প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন, যার সদস্য সংখ্যা ১৩ কোটি ৪০ লক্ষ।
৬১ ⟶ ৭০ নং লাইন:
* ১৯৭৭ – শ্রমিক দিবস উদযাপনের সময় [[ইস্তানবুল|ইস্তানবুলের]] টাকসিম স্কয়ারে এক হামলায় ৩৬ জন মানুষ নিহত হন।
* ১৯৭৮ – জাপানের [[নাওমি উয়েমুরা]] কুকুর চালিত গাড়িতে করে সর্ব প্রথম মানুষ হিসেবে, সম্পূর্ণ এককভাবে [[উত্তর মেরু|উত্তর মেরুতে]] পৌঁছান।
*১৯৭৮ - সালের এই দিনে বাংলাদেশে জাগদল, যাদু মিয়ার ন্যাপ, কাজী জাফরের ইউপিপি, মুসলিম লীগ মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন।
* ১৯৮২ – [[টেনেসি|টেনেসির]] নক্সভিলে [[১৯৮২ ওয়ার্ল্ড’স ফেয়ার]] শুরু হয়।
* ১৯৮২ – [[অপারেশন ব্ল্যাক বাক]]: [[ফকল্যান্ডস যুদ্ধ|ফকল্যান্ডস যুদ্ধের]] সময় [[রয়েল এয়ার ফোর্স]], [[আর্জেন্টিনা এয়ার ফোর্স|আর্জেন্টিনা এয়ার ফোর্সকে]] আক্রমণ করে।
৬৮ ⟶ ৭৮ নং লাইন:
* ১৯৯৪ – তৃতীয় বারের মতো [[ফর্মুলা ওয়ান]] জয়ী [[এয়ারটন সেনা]], [[ইমোলা|ইমোলাতে]] স্যান মারিনো গ্র্যান্ড প্রিক্সে দূর্ঘটনায় নিহত হন।
* ১৯৯৫ – [[ক্রোয়েশিয়া]] সেনাবাহিনী [[ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধ|ক্রোয়শীয় স্বাধীনতা যুদ্ধের]] সময় [[অপারেশন ফ্ল্যাশ]] শুরু করে।
*১৯৯৫ - সালের এই দিনে সার্কভুক্ত দেশগুলো সাপটা গঠনের সিদ্ধান্ত নেয়।
*১৯৯৭ - সালের এই দিনে ব্রিটেনে সাধারণ নির্বাচনে টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয় লাভ করে।
* ২০০১ – ফিলিপাইনের রাষ্ট্রপতি [[গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো]] তাঁর উত্তরসূরী [[জোসেফ এস্ত্রাদা|জোসেফ এস্ত্রাদার]] শত শত সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদ করেন।
* ২০০৩ – [[২০০৩ ইরাক আক্রমণ]]: ‘[[মিশন অ্যাকমপ্লিশড]]’ বা ‘অভিযান সম্পন্ন’ নামক বক্তৃতা নামে পরিচিত, মার্কিন রাষ্ট্রপতি [[জর্জ ডব্লিউ. বুশ]] ইরাকে মার্কিন বাহিনীর মূল যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করেন।
'https://bn.wikipedia.org/wiki/১_মে' থেকে আনীত