বেলজিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৫ নং লাইন:
sovereignty_note = [[নেদারল্যান্ড্‌স]] হতে|
established_event1 = ঘোষিত |
established_date1 = [[৪ অক্টোবর]] [[১৮৩০]] |
established_event2 = স্বীকৃতি |
established_date2 = [[১৯ এপ্রিল]] [[১৮৩৯]] |
accessionEUdate = [[২৫ মার্চ]] [[১৯৫৭]] (প্রতিষ্ঠাকালীন সদস্য)|
currency = [[ইউরো]] (€) |
currency_code = EUR |
৬৩ নং লাইন:
 
'''বেলজিয়াম''' ({{lang-nl|België বেল্‌য়া, [[ফরাসি ভাষা|ফরাসি ভাষায়]]: Belgique ব্যল্‌ঝ়িক্‌, [[জার্মান ভাষা|জার্মান ভাষায়]]: Belgien বেল্‌গিয়েন্‌}}) উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির একটি। বেলজিয়াম [[ইউরোপীয় ইউনিয়ন|ইউরোপীয় ইউনিয়নের]] প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোপের সর্বাধিক নগরায়িত দেশ; এখানকার ৯৭% লোক শহরে বাস করে। [[নেদারল্যান্ডস]] ও [[লুক্সেমবুর্গ|লুক্সেমবুর্গের]] সাথে মিলে বেলজিয়াম নিচু দেশগুলি গঠন করেছে। দেশটির নাম বেল্গায়ে নামের এক কেল্টীয় জাতির নাম থেকে এসেছে। এই জাতিটি এখানকার আদি অধিবাসী ছিল; খ্রিস্টপূর্ব ৫৭ অব্দে [[জুলিয়াস সিজার]] এলাকাটি দখল করে নেন। [[ব্রাসেলস|ব্রুসেল]] শহরটি বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর। [[ইউরোপীয় কমিশন]], [[ন্যাটো]] এবং [[বিশ্ব শুল্ক সংস্থা|বিশ্ব শুল্ক সংস্থার]] সদর দপ্তর [[ব্রাসেল্‌স]]-এ অবস্থিত। এছাড়া ইউরোপীয় পার্লমেন্টের নতুন ভবন এখানে অবস্থিত। ইউরোপীয় পার্লমেন্টের আদি ভবন ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত। বেলজিয়াম ইউরো জোন-এ অবস্থিত এবং এর মুদ্রা [[ইউরো]]। ইউরো প্রবর্তনের পূর্বে বেলজিয়ামের মূদ্রার নাম ছিল বেলজিয়াম ফ্রাঁ ।
<br />[[ফ্রান্স]] এবং উত্তর ইউরোপের সমভূমির মধ্যস্থলে অবস্থিত। এর উত্তরে [[উত্তর সাগর]]। ইউরোপের একটি ভৌগোলিক সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় দেশটি মধ্যযুগ থেকেই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। উত্তর সাগরের মাধ্যমে দেশটি বাকী বিশ্বের সাথে বাণিজ্য চালায়। বেলজিয়ামের অবস্থান সামরিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে বহু যুদ্ধ হয়েছে। [[১৮৩০]] সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
 
বেলজিয়াম তিনটি অঞ্চলে বিভক্ত- [[ফ্ল্যান্ডার্স]], [[ওয়ালোনিয়া]] এবং [[ব্রাসেলস ক্যাপিটাল সিটি]]। ফ্ল্যান্ডার্স অঞ্চলটি ব্রাসেলসের উত্তর ও পশ্চিমে অবস্থিত; এখানে বেশির ভাগ লোক [[ওলন্দাজ ভাষা|ওলন্দাজ (ফ্লেমিশ) ভাষায়]] কথা বলেন এবং এরা ফ্লেমিং নামে পরিচিত। ওয়ালোনিয়া ব্রাসেলসের পূর্বে ও দক্ষিণে অবস্থিত এবং এখানকার বেশির ভাগ লোক [[ফরাসি ভাষা|ফরাসি ভাষায়]] কথা বলেন; এরা ওয়ালোন নামে পরিচিত। ব্রাসেলস অঞ্চলের উভয় জাতের লোকের বাস। প্রতিটি অঞ্চলই প্রায় স্বায়ত্তশাসিত; কিন্তু ফ্লেমিং ও ওয়ালোনদের মধ্যে এখনও তীব্র দ্বনদ্ব বিদ্যমান। ফ্ল্যান্ডার্স এলাকা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে আগ্রহী।