ববি চার্লটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২২ নং লাইন:
}}
 
স্যার '''রবার্ট "ববি" চার্লটন''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|সিবিই]] (জন্ম [[১১ অক্টোবর]] [[১৯৩৭]] [[অ্যাশিংটন]], [[নর্দাম্বারল্যান্ড]]) একজন সাবেক [[ইংল্যান্ড|ইংরেজ]] [[ফুটবল (সকার)|ফুটবল]] খেলোয়াড় ১৯৬৬ সালে [[ফিফা বিশ্বকাপ|বিশ্বকাপ]] জিতেছিলেন এবং [[ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার]] নির্বাচিত হয়েছিলেন। তিনি তার পেশাদারী ফুটবল জীবনের প্রায় সবটুকুই কাটিয়েছেন [[ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব|ম্যানচেস্টার ইউনাইটেড]] ক্লাবে এবং এখানেই তিনি আক্রমণাত্নক স্বভাবের [[মিডফিল্ডার]] হিসেবে ও দূর-পাল্লার শটের জন্য পরিচিতি পান।
 
১৯৫৬ সালে ইউনাইটেডের প্রথম একাদশে তিনি খেলতে শুরু করেন এবং পরবর্তী দুইবছরে দলে পাকাপোক্ত আসন তৈরি করেন। এর মধ্যে তিনি ১৯৫৮ সালের [[মিউনিখ বিমান দুর্ঘটনা]] থেকে ভাগ্যক্রমে বেঁচে যান। ১৯৬৫ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে [[দ্য ফুটবল লীগ]] জিততে সাহায্য করেন। পরের বছর ১৯৬৬ সালে তিনি [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|ইংল্যান্ড]] দলের হয়ে [[ফিফা বিশ্বকাপ|বিশ্বকাপ]] জেতেন। পরের বছর ইউনাইটেড ক্লাবের পক্ষে তিনি আরেকটি লীগ জেতেন। ১৯৬৮ সালে তিনি [[ইউরোপীয়ান কাপ]] জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড দলের অধিনায়কত্ব করেন এবং ফাইনালে দুই গোল দিয়ে প্রথম ইংরেজ দল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপীয়ান কাপ শিরোপা উপহার দেন। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষে তিনি আজও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের অধিকারী। সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় তাকে রাখা হয়।