হেন্ড্রিক আন্টোন লোরেন্‌ৎস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪ নং লাইন:
| image_width = 150px
| caption = হেন্ড্রিক আন্টোন লোরেন্‌ৎস
| birth_date = [[জুলাই ১৮]], [[১৮৫৩]]
| birth_place = [[আর্নহেম]], [[নেদারল্যান্ড]]
| death_date = [[ফেব্রুয়ারি ৪]], [[১৯২৮]]
| death_place = [[হারলেম]], [[নেদারল্যান্ড]]
| residence = [[চিত্র:Flag of the Netherlands.svg|20px]] [[নেদারল্যান্ড]]
২৮ নং লাইন:
== জীবনী ==
=== প্রাথমিক জীবন ===
লোরেন্‌ৎস নেদারল্যান্ডের [[গেল্ডারল্যান্ড|গেল্ডারল্যান্ডের]] [[আর্নহেম|আর্নহেমে]] [[১৮৬৩]] সালের ১৮ই জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ''গেরিট ফ্রেডেরিক লোরেন্‌ৎস'' (১৮২২ - ১৮৯৩) (Gerrit Frederik Lorentz) যিনি একজন দোকানদার ছিলেন। মা'র নাম ''গিরটুইডা ভ্যান গিনকেল'' (Geertruida van Ginkel)। [[১৮৬২]] সালে মা মারা যাওয়ার পর তার বাবা ''লুবারটা হাপকিসকে'' বিয়ে করেন। ১৮৬৬ - ১৮৬৯ সাল পর্যন্ত তিনি আর্নহেমের নব্য প্রতিষ্ঠিত একটপ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। [[১৮৭০]] সালে তিনি [[চিরায়ত ভাষা]] বিষয়ের পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হন। সে সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই পরীক্ষায় পাশ করতে হতো। লোরেন্‌ৎস [[লিডেন বিশ্ববিদ্যালয়|লিডেন বিশ্ববিদ্যালয়ে]] [[পদার্থবিজ্ঞান]] এবং [[গণিত]] বিষয়ে পড়াশোনা করেন। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক [[ফ্রেডেরিক কাইসার]] কর্তৃক ব্যাপক প্রভাবিত হন। তার উৎসাহেই তিনি একজন পদার্থবিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। [[স্নাতক ডিগ্রী]] অর্জনের পর [[১৮৭২]] সালে আর্নহামে ফিরে গিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গণিত পড়ানো শুরু করেন। এর পাশাপাশি তিনি লিডেনে তার পড়াশোনাও চালিয়ে যেতে থাকেন। [[১৮৭৫]] সালে লোরেন্‌ৎস অধ্যাপক [[পিটার রাইক|পিটার রাইকের]] অধীনে [[পিএইচডি]] ডিগ্রী লাভ করেন। তার পিএইচডি থিসিসের বিষয় ছিলো ''"Over de theorie der terugkaatsing en breking van het licht"'' (আলোর প্রতিফলন এবং প্রতিসরণের উপর গবেষণা)। এই গবেষণাপত্রেই তিনি [[জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল|জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের]] [[তড়িৎ-চৌম্বক তত্ত্ব]] সংশোধন করে তাকে নতুন রূপ দান করেন।
 
[[১৮৮১]] সালে ''আলেটা ক্যাথারিনা কাইসারকে'' বিয়ে করার মাধ্যমে তার পারিবারিক জীবনের সূচনা হয়। ক্যাথারিনা ফ্রেডেরিক কাইসারের ভাতিজি ছিলো। তার বাবার নাম [[ইয়োহান ভিলহেল্‌ম কাইসার]] যিনি [[আমস্টারডাম|আমস্টারডামের]] এনগ্রেভিং স্কুলের পরিচালক, [[চারু কলা|চারু কলার]] অধ্যাপক এবং [[১৮৫২]] সালে নেদারল্যান্ডে প্রচলিত ডাচ [[ডাক স্ট্যাম্প|ডাক স্ট্যাম্পের]] নকশাকার। এরপর কাইসার আমস্টারডামের ''ন্যাশনাল গ্যালারি'' হিসেবে পরিচিত [[রাইক্‌স জাদুঘর|রাইক্‌স জাদুঘরের]] পরিচালকও ছিলেন। হেনড্রিক এবং আলেটার বড় মেয়েও একজন পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলো। তার নাম [[গিরট্রুইডা দ্য হ্যাস-লরেঞ্জ]] (Geertruida de Haas-Lorentz)।
 
=== লিডেনের অধ্যাপক ===
[[১৮৭৮]] সালে লোরেন্‌ৎস লিডেন বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত নতুন পদে একজন অধ্যাপক হিসেবে নিয়োগ পান। [[১৮৭৮]] সালের [[জানুয়ারি ২৫|২৫ জানুয়ারিতে]] লোরেন্‌ৎস বিশ্ববিদ্যালয়ে তার প্রথম লেকচার দেন যার বিষয় ছিলো ''"De moleculaire theoriën in de natuurkunde"'' (পদার্থবিজ্ঞানের আণবিক তত্ত্বসমূহ)।
 
লিডেনে অধ্যাপনার প্রথম বিশ বছর লোরেন্‌ৎস তাড়িতচৌম্বক তত্ত্ব এবং তড়িৎ, চুম্বক ও আলোর সম্পর্ক নিয়ে গবেষণায় উৎসাহী ছিলেন। এরপর তার কর্মক্ষেত্র আরও অনেক প্রসারিত করেন যদিও সেসব ক্ষেত্রও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সাথেই সম্পর্কিত ছিল। তার প্রকাশিত নিবন্ধ ও অন্যান্য রচনা থেকে জানা যায় যে তিনি [[বলবিজ্ঞান]], [[তাপগতিবিজ্ঞান]], [[গতিবিজ্ঞান]], কঠিন অবস্থা তত্ত্ব, আলো এবং প্রোপাগেশন বিষয়ে অবদান রেখেছেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিলো তড়িৎচুম্বকত্ব, ইলেক্ট্রন তত্ত্ব এবং আপেক্ষিকতা বিষয়ে।