পাভেল আলেক্সেইয়েভিচ চেরেংকভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৭ নং লাইন:
|prizes = [[চিত্র:Nobel Prize.png|20px]] [[পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার]] (১৯৫৮)
}}
'''পাভেল আলেক্সেইয়েভিচ চেরেংকভ''' ([[রুশ ভাষা]]: Павел Алексеевич Черенков) ([[১৯০৪]] - [[জানুয়ারি ৬]], [[১৯৯০]]) ছিলেন [[রুশ]] পদার্থবিজ্ঞানী। তিনি [[১৯৫৮]] সালে অন্য দুজন রুশ পদার্থবিজ্ঞানী [[ইলিয়া মিখাইলোভিচ ফ্রাংক]] এবং [[ইগর ইয়েভ্‌গেনিয়েভিচ তাম|ইগর ইয়েভ্‌গেনিয়েভিচ তামের]] সাথে যৌথভাবে [[পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার]] লাভ করেন। চেরেংকভ-ভাভিলভ ক্রিয়া আবিষ্কার এবং এর বিভিন্ন রুপ নির্ণয়ের জন্য তারা এই পুরস্কার পেয়েছিলেন।
 
== জীবনী ==
চেরেংকভ [[১৯০৪]] সালে [[রাশিয়া|রাশিয়ার]] ভরনেজ ওবলাস্ট অঞ্চলের নিঝনিয়াইয়া টিগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আলেক্সেই চেরেংকভ এবং মা মারিয়া চেরেংকভ। তিনি [[১৯২৮]] সালে [[ভরনেজ স্টেট বিশ্ববিদ্যালয়]] থেকে [[পদার্থবিজ্ঞান]] এবং [[গণিত]] বিষয়ে স্নাতক শিক্ষা সম্পন্ন করেন। [[১৯৩০]] সালে [[লেবেদফ ইনস্টিটিউট অফ ফিজিক্স]]-এ একটি গবেষণা পদে কাজ শুরু করেন। একই বছর তিনি রুশ সাহিত্যের অধ্যাপক এ এম পুতিনসেভের মেয়ে মারিয়া পুতিনসেভকে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়; ছেলে আলেক্সেই এবং মেয়ে এলেনা।
 
[[১৯৪০]] সালে চেরেংকভকে উক্ত ইনস্টিটিউটে সেকশন লিডার পদে পদোন্নতি পান এবং একই সময় তাকে পদার্থ-গাণিতিক বিজ্ঞানের ডক্টর ডিগ্রিতে ভূষিত করা হয়। [[১৯৫৩]] সালে তিনি পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আত্মপ্রকাশ করেন। [[১৯৫৯]] সালে তিনি লেবেদেফ ইনস্টিটিউটিএর ফটো-মেস প্রক্রিয়া বিষয়ক গবেষণাগার প্রতিষ্ঠা করে তার নেতৃত্ব দিতে থাকেন। ১৪ বছর তিনি অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। ১৯৭০ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞান একাডেমিতে একজন শিক্ষাবিদ হিসেবে নিযুক্ত হন। চেরেংকভ [[১৯৯০]] সালের [[৬ জানুয়ারি]] রাশিয়ার [[মস্কো|মস্কোতে]] মৃত্যুবরণ করেন। তাকে [[নভোদেভিচি সমাধিক্ষেত্র|নভোদেভিচি সমাধিক্ষেত্রে]] সমাধিস্থ করা হয়।
 
== বিশেষ দ্রষ্টব্য ==