ভ্লাদিমির মায়াকোভস্কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:২০শ শতাব্দীর কবি যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
| পুরস্কার =
}}
'''ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মায়াকোভস্কি''' ({{lang-ru|Влади́мир Влади́мирович Маяко́вский}}) ([[জুলাই ১৯|১৯ জুলাই]], [[১৮৯৩]] - [[এপ্রিল ১৪|১৪ এপ্রিল]], [[১৯৩০]]) ছিলেন রুশ এবং [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত]] কবি, নাট্যকার, শিল্পী এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।<ref>[http://www.sensitiveskinmagazine.com/mayakovsky/ ''Sensitive Skin'', ''Mayakovsky - New Translations'']</ref> তিনি ছিলেন বিশ শতকের প্রথম দিকের রুশ ফিউচারিজমের প্রতিনিধিদের একজন।
 
==শৈশব==
মায়াকোভস্কি [[১৮৯৩]] সালে দক্ষিণ [[জর্জিয়া|জর্জিয়ার]] বাগদাদিতে ভ্লাদিমির মায়াকোভস্কি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সরকারি বনরক্ষকের সন্তান। [[১৯০২]] সালে তিনি কুতাইস-এ স্কুলে ভর্তি হন। [[১৯০৫]] সালে তিনি ছাত্রবিক্ষোভে অংশ নেন। ১৯০৬ সালে পিতার আকস্মিক মৃত্যু হলে তিনি সেই বছর মস্কোতে আগমন করেন। [[১৯১০]] সালে তিনি চারুশিল্প মহাবিদ্যালয়ে প্রযুক্তিশিল্প শিক্ষার জন্যে মায়াকোভস্কি স্কুল ত্যাগ করেন। এই বছরই তার বুরলিউক-এর সাথে সাক্ষাত ঘটে।<ref name="এলসা">এলসা ত্রিয়োলে, [[অরুণ মিত্র]] অনূদিত, ''মায়াকোভস্কি'', প্রমা প্রকাশনী, জানুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা ৯-১০</ref>
 
==ফিউচারিস্ট আন্দোলন==
[[১৯১২]] সালে মায়াকোভস্কি, বুরলিউক, খলেভনিকভ এবং কামেনস্কির সাথে ফিউচারিস্ট আন্দোলনের সূত্রপাত করেন। প্রধানত ফর্মের নতুনত্ব এবং নাগরিক আর্টের প্রয়োজনের উপর জোর দিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।<ref name="এলসা" />
 
==সাহিত্যিক জীবন==
[[১৯১৫]] সালে ''পাতলুন পরা মেঘ'' এবং ''মেরুদণ্ডের বাঁশরী'' কবিতার জন্য তিনি প্রথম খ্যাতিলাভ করেন। [[১৯১৬]] সালে মায়াকোভস্কিকে সৈন্যবাহিনীতে তলব করা হয়। [[মাক্সিম গোর্কি|গোর্কির]] শান্তিবাদী পত্রিকায় লেখক হিসেবে সহযোগিতা করেন। [[১৯১৭]] সালে বিপ্লবী শক্তির সেবায় তিনি এবং আরও কয়েকজন লেখক ও শিল্পী আত্মনিয়োগ করেন। ১৯১৮-১৯২০ সাল এই তিন বছর তিনি সাংবাদিক অঙ্কনশিল্পী, কবি, নাট্যকার, সিনেমাকর্মী এবং অভিনেতা হিসেবে বিপুল কর্মতৎপরতা চালান। ১৯২১ সালে প্রকাশিত হয় কবিতা ''১৫ কোটি'' এবং ''আমি ভালোবাসি''। ১৯২৩ সালে প্রকাশিত হয় কবিতার বই ''এই বিষয়ে'' এবং পত্রিকা ''লেফ''। রাষ্ট্রীয় বিপণির জন্য প্রচারকার্য চালান। ১৯২৪ সালে প্রকাশিত হয় [[ভ্লাদিমির লেনিন|ভ্লাদিমির লেনিনকে]] নিয়ে কবিতা ''ভ্লাদিমির ইলিচ লেনিন''। ১৯২৫ সালে [[মার্কিন যুক্তরাষ্ট্র]] এবং [[প্যারিস]] সফর করেন। ''ইজভেস্তিয়া''র প্রতিনিধি হিসেবে একই বছর যোগ দেন। ১৯২৬ সালে সমগ্র [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] বিভিন্ন কারখানায় বক্তৃতা ও সফর করেন, চালান কবিতাপাঠ ও আলোচনা। আমলাদের সংগে বিরোধ দেখা দেয়। ১৯২৭ সালে [[অক্টোবর বিপ্লব|অক্টোবর বিপ্লবের]] দশম বার্ষিকীতে প্রকাশিত হয় কবিতা ''ঠিক আছে''। সেই বছর তিনি আবার [[প্যারিস]], [[প্রাগ]] ও [[বার্লিন]] সফর করেন। ১৯২৮ সালে আরাগঁর সাথে সাক্ষাত ঘটে। ১৯২৯ সালে মেয়ারহোল্ডের নির্দেশনায় পাতিবুর্জোয়া ও আমলাতান্ত্রিক মনোবৃত্তির বিরুদ্ধে লেখা নাটক ''ছারপোকা''র মঞ্চায়ন হয়। [[১৯৩০]] সালে একই নির্দেশকের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ''স্নানাগার''। একই বছর ১৪ এপ্রিল মায়াকোভস্কি আত্মহত্যা করেন।<ref name="এলসা" />
 
==তথ্যসূত্র==