সৈয়দ নজরুল ইসলাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৮ নং লাইন:
| successor = [[শেখ মুজিবুর রহমান]]
| party = [[বাংলাদেশ আওয়ামী লীগ]]
| birth_date = [[ফেব্রুয়ারি ১৮]], [[১৯২৫]]<ref name="গুণীজন ডট ওআরজি ডট বিডি">[http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=198 গুণীজন ডট ওআরজি ডট বিডি]</ref>
| birth_place = [[কিশোরগঞ্জ জেলা]]
| death_date = [[নভেম্বর ৩|৩ নভেন্বর]], [[১৯৭৫]]
| death_place = {{পতাকা আইকন|Bangladesh}}[[ঢাকা]], [[বাংলাদেশ]]
| religion = [[ইসলাম]]
|citizenship={{পতাকা|ব্রিটিশ ভারত}} <sup>(১৯৪৭ সাল পর্যন্ত)</sup><br />{{পতাকা|পাকিস্তান}} <sup>(১৯৭১ সালের পূর্বে)</sup><br/>{{পতাকা|বাংলাদেশ}}}}
'''সৈয়দ নজরুল ইসলাম''' (১৮ ফেব্রুয়ারি [[১৯২৫]]<ref name="গুণীজন ডট ওআরজি ডট বিডি">[http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=198 গুণীজন ডট ওআরজি ডট বিডি]</ref>- [[৩ নভেম্বর]] [[১৯৭৫]]) একজন [[বাংলাদেশ|বাংলাদেশী]] রাজনীতিবিদ। তিনি ছিলেন [[বাংলাদেশ|বাংলাদেশের]] প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ১৭ এপ্রিল থেকে ১০ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
 
== পরিচয় ==
২০ নং লাইন:
 
== জন্ম ও পারিবারিক জীবন==
শহীদ সৈয়দ নজরুল ইসলাম [[১৯২৫]] সালের ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার (বর্তমান [[কিশোরগঞ্জ জেলা]])সদর উপজেলার যশোদল ইউনিয়নে বীরদামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে সৈয়দা নাফিসা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ৪ ছেলে ও ২ মেয়ে। ৪ ছেলে হচ্ছেন [[সৈয়দ আশরাফুল ইসলাম]],সৈয়দ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সৈয়দ শরিফুল ইসলাম ও সৈয়দ সাফায়েতুল ইসলাম এবং ২ মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপি,সৈয়দা রাফিয়া নূর।
 
== শিক্ষাজীবন ==
তার লেখাপড়ার শুরু যশোদল মিডল ইংলিশ স্কুলে৷ এরপর [[কিশোরগঞ্জ জেলা|কিশোরগঞ্জ]] আজিমুদ্দিন হাই স্কুল আর [[ময়মনসিংহ জেলা|ময়মনসিংহ]] জিলা স্কুলে অতিবাহিত করেন তার স্কুল জীবন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে [[১৯৪১]] সালে দুই বিষয়ে লেটার মার্কসসহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন৷ [[১৯৪৩]] সালে [[আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ|আনন্দমোহন কলেজ]] থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন৷ তারপর ভর্তি হন [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] ইতিহাস বিভাগে। <ref name= gunijan198>http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=198</ref>
সৈয়দ নজরুল ইসলাম [[১৯৪৬]] সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে বি.এ. (অনার্স), [[১৯৪৭]] সালে এম.এ এবং [[১৯৫৩]] সালে এল.এল.বি পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ সৈয়দ নজরুল ইসলাম ১৯৪৬-৪৭ সালে সলিমুলাহ মুসলিম হল ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হন ৷ তিনি [[ডাকসু]]র ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ৷[[১৯৪৭]]৷১৯৪৭ সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন ৷ তিনি মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ৷ ঐতিহাসিক [[ভাষা আন্দোলন|ভাষা আন্দোলনের]] সময় তিনি সর্বদলীয় একশন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।<ref name=cabinet86>http://www.cabinet.gov.bd/view_award.php?lang=en&award_person_id=86{{অকার্যকর সংযোগ|তারিখ=এপ্রিল ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref>
 
== কর্মজীবন ==
[[চিত্র:ZAMuseaum-foundation.jpg|thumb|220px|ময়মনসিংহে স্থাপিত জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্বোধন করেন বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, ১৩৮২ সনের ১লা বৈশাখ তারিখে।]]
 
সৈয়দ নজরুল ইসলাম সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হবার পরও সরকারি চাকুরী প্রত্যাখ্যান করেন৷ তিনি [[১৯৪৯]] সালে ইতিহাসের প্রভাষক হিসেবে [[আনন্দমোহন কলেজ|আনন্দমোহন কলেজে]] যোগদান করেন৷ পরে [[১৯৫৫]] সালে ময়মনসিংহে আইনজীবী হিসেবে যোগদান করেন৷
 
== রাজনৈতিক জীবন ==
তিনি [[১৯৫৭]] সালে খ্যাতিমান রাজনীতিক, সু-সাহিত্যিক ও পাকিস্তানের সাবেক বাণিজ্যমন্ত্রী [[আবুল মনসুর আহমেদ]]কে কাউন্সিলের মাধ্যমে হারিয়ে বৃহত্তর [[ময়মনসিংহ]] জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং এ পদে ১৯৭২ সাল পর্যন্ত ছিলেন ৷<ref name= gunijan198/> ১৯৬৪ থেকে ১৯৭২ তিনি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন ৷ [[১৯৬৬]] সালে ঐতিহাসিক ৬ দফা দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হলে আইয়ুব সরকার আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার পর সৈয়দ নজরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ৷ তিনি ছিলেন ডেমোক্রেটিক এ্যাকশন কমিটির (DAC) অন্যতম কর্ণধার।<ref name=cabinet86/> রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য রাওয়ালপিন্ডিতে প্রথমে [[১৯৬৯]] সালের [[২৬ ফেব্রুয়ারি]] এবং পরে ১০-১৩ মার্চ দু'দফা এ বৈঠক হয়৷ তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্যতম নেতা হিসেবে এ সময় বৈঠকে যোগদান করেন<ref name= gunijan198/> ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে ময়মনসিংহ-১৭ আসন থেকে সৈয়দ নজরুল ইসলাম [[জাতীয় সংসদ|জাতীয় সংসদে]] বিপুল ভোটে জয়লাভ করেন ৷
 
=== মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ===