শিবাজী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সর্বশেষ সম্পাদিত পরিবর্তন প্রত্যাখ্যান (103.120.44.18 কর্তৃক) ও NahidSultanBot-এর করা 3734050 নং সংশোধন পুনরুদ্ধার
পরিষ্কারকরণ
৩৬ নং লাইন:
== শিবাজীর রাজ্যজয় ==
 
বাল্যকালেই মহারাষ্ট্র দেশ সম্পর্কে এবং স্থানীয় পার্বত্য মাওয়ালি জনগোষ্ঠীরর সাথে শিবাজীর ঘনিষ্ঠ পরিচয় হয়। এই মাওয়ালিদের নিয়েই তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন। ১৬৪৭ খ্রিষ্টাব্দে কোণ্ডদেবের মৃত্যুর পর, শিবাজী রাজ্যজয়ে মনোনিবেশ করেন। ''রোলিনসন (Rawlinson)'' মনে করেন যে, বিদেশী শাসন থেকে স্বদেশকে মুক্ত করাই শিবাজীর রাজ্যজয়ের প্রধান উদ্দেশ্য ছিল। সম্পদের লোভে লুঠতরাজ করা তার অভিপ্রেত ছিল না। সরদেশাই বলেন, সারা ভারতে [[হিন্দু]] সাম্রাজ্য স্থাপন করাই শিবাজীর লক্ষ্য ছিল।<ref name=":0" />
 
=== আফজল খাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ===
৪৩ নং লাইন:
 
==শিবাজীর চরিত্র==
শিবাজী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সামান্য এক জায়গিরদারের অবহেলিত পুত্র শিবাজী নিজের প্রতিভাবলে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শতধা বিভক্ত ও পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্ব-এ লিপ্ত মারাঠাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে এক শক্তিশালী ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। তার শাসননীতির লক্ষ্য ছিল ন্যায়পরায়ণতা ও উদারতা। বিখ্যাত ইতিহাসবিদ [[যদুনাথ সরকার|যদুনাথ সরকারের]] মতে-<ref name=":0" />
{{cquote|শিবাজী যে শুধুই মারাঠা জাতির স্রষ্টা ছিলেন এমন নয়, তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান জাতীয় স্রষ্টা}}
 
৪৯ নং লাইন:
[[রবীন্দ্রনাথ ঠাকুর]] তার [[শিবাজী উৎসব]] কবিতায় বলেছিলেন:
 
{{cquote|মারাঠির সাথে আজি, হে বাঙালি, এক কন্ঠে বলো<br />
'জয়তু শিবাজি'।<br />
মারাঠির সাথে আজি, হে বাঙালি, এক সঙ্গে চলো<br />
মহোৎসবে সাজি।<br />
আজি এক সভাতলে ভারতের পশ্চিম-পুরব<br />
দক্ষিণে ও বামে<br />
একত্রে করুক ভোগ একসাথে একটি গৌরব<br />
এক পুণ্য নামে।।নামে॥}}<ref>সঞ্চয়িতা, পৃ:৩১২</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
<references/>
{{অসম্পূর্ণ}}