জিন হ্যাকম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৭ নং লাইন:
}}
 
'''ইউজিন অ্যালেন হ্যাকম্যান''' ({{lang-en|Eugene Allen Hackman}}; জন্ম: [[৩০ জানুয়ারি]] [[১৯৩০]])<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Gene Hackman |ইউআরএল=https://www.biography.com/people/gene-hackman-9324559 |ওয়েবসাইট=বায়োগ্রাফি |প্রকাশক=এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস |সংগ্রহের-তারিখ=৩০ জানুয়ারি ২০১৯ |ভাষা=en-us}}</ref> হলেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন অভিনেতা ও ঔপন্যাসিক। প্রায় পাঁচ দশক সময়কালের কর্মজীবনে তিনি পাঁচটি [[একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং ''[[দ্য ফ্রেঞ্চ কানেকশন (চলচ্চিত্র)|দ্য ফ্রেঞ্চ কানেকশন]]'' চলচ্চিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা]] বিভাগে একটি অস্কার ও ''[[আনফরগিভেন]]'' চলচ্চিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা]] বিভাগে একটি অস্কার লাভ করেন। এছাড়া তিনি চারটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]], দুটি [[বাফটা পুরস্কার]] ও একটি [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার]] অর্জন করেছেন।
 
হ্যাকম্যান ১৯৬৭ সালে ''[[বনি অ্যান্ড ক্লাইড (চলচ্চিত্র)|বনি অ্যান্ড ক্লাইড]]'' চলচ্চিত্রে বাক ব্যারো চরিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার পরবর্তী উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ''আই নেভার স্যাং ফর মাই ফাদার'' (১৯৭০), যার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন; জিমি "পপাই" ডয়েল চরিত্রে ''দ্য ফ্রেঞ্চ কানেকশন'' (১৯৭১) ও এর অনুবর্তী পর্ব ''ফ্রেঞ্চ কানেকশন টু'' (১৯৭৫); ''দ্য পসাইডন অ্যাডভেঞ্চার'' (১৯৭২), ''দ্য কনভারসেশন'' (১৯৭৪), ''সুপারম্যান: দ্য মুভি'' (১৯৭৮), ''হুসিয়ার্স'' (১৯৮৬), এবং ''মিসিসিপি বার্নিং'' (১৯৮৮), যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।