কসোভো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
43.250.81.75-এর সম্পাদিত সংস্করণ হতে Kawsar Ahmad Selim-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪২ নং লাইন:
|footnote2 = সরকারীভাবে +৩৮১; কোন কোন মোবাইল সেবা দানকারী +৩৭৭ (মোনাকো) বা +৩৮৬ (স্লোভেনিয়া) ব্যবহার করে
}}
'''কসোভো''' ([[সার্বীয় ভাষা|সার্বীয় ভাষায়]]: Косово и Метохија, [[আলবেনীয় ভাষা|আলবেনীয় ভাষায়]]: Kosova বা Kosovë) ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র, যা পূর্বে [[সার্বিয়া|সার্বিয়ার]] একটি প্রদেশ ছিলো। প্রদেশটি [[১৯৯৯]] সাল থেকে জাতিসংঘ প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় প্রদেশটির উপর সার্বিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে, কার্যত এটির উপর সার্বীয় শাসনের প্রয়োগ নগণ্য। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে এটি স্বাধীনতা ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ কসোভোকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।
 
কসভোর সীমান্তে [[মন্টেনিগ্রো]], [[আলবেনিয়া]] ও [[ম্যাসিডোনিয়া]] অবস্থিত। এর জনসংখ্যা ২০ লক্ষ। এদের বেশিরভাগই জাতিগতভাবে আলবেনীয়। তবে সার্বীয়, তুর্কি, বসনীয়, জিপসি এবং অন্যান্য জাতির লোকেদের সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম [[প্রিস্টিনা]] (Priština)।
 
[[২০০৬]] সালে কসোভোর ভাগ্য নির্ধারণের জন্য আন্তর্জাতিক আলোচনা শুরু হয়।
 
[[বিষয়শ্রেণী:বিতর্কিত অঞ্চল]]