বরিস আকুনিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৭ নং লাইন:
তবে 'বরিস আকুনিন' ছদ্মনামেই তার বেশি সুখ্যাতি। কারো মতে আকুনিন শব্দটি জাপানী ভাষা থেকে নেয়া। আবার কারো মতে শব্দটি বিখ্যাত নৈরাজ্যবাদী [[মিখাইল বাকুনিনের]] নামের সাথে সম্পৃক্ত।
 
আকুনিনের সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি ডিটেক্‌টিভ [[এরাস্ত্‌ ফান্দোরিন]] (Erast Fandorin)। [[২০০৬]] সাল পর্যন্ত তিনি ফান্দোরিনকে নিয়ে ১১টি রহস্য উপন্যাস লিখেছেন। উপন্যাসগুলো রাশিয়াতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আকুনিন নিজদেশে বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার জিতেছেন।
 
তদুপরি ফান্দোরিন উপন্যাসগুলো [[ইংরেজি]], [[ফরাসী]], [[জাপানী]], [[জার্মান]] ও [[ইতালীয়]] সহ নানান ভাষায় অনুদিত হয়েছে। [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] রহস্য-সাহিত্যিক সমিতিও আকুনিনের লেখাকে স্বীকৃতি দিয়েছে।
 
কয়েকটি [[ফান্দোরিন উপন্যাস]] চলচ্চিত্রে রূপায়ন পেয়েছে। এর মধ্যে [[২০০৫]] সালে নির্মিত দুটি চলচ্চিত্র - ''টার্কিশ গ্যাম্বিট্‌'' ও ''দ্য কাউন্সিল অফ স্টেট্‌'' - বক্স-অফিস রেকর্ড ভঙ্গ করে।
 
পেলাগিয়া নামক এক সন্ন্যাসিনী ডিটেক্‌টিভকে নিয়েও আকুনিন তিনটি বই লিখেছেন।