নটর ডেম কলেজ, ঢাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬০ নং লাইন:
}}
 
'''নটর ডেম কলেজ''' বাংলাদেশের রাজধানী [[ঢাকা]]য় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক [[শিক্ষা]] প্রতিষ্ঠান। হলি ক্রস সংঘের খ্রিস্টান ধর্মযাজকদের দ্বারা নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। [[২০১৯]] খ্রিষ্টাব্দে কলেজটির ৭০ বছর পূর্ণ হয়েছে। বর্তমানে এটি [[কমলাপুর রেলস্টেশন|কমলাপুর রেলস্টেশনের]] কাছাকাছি মতিঝিল-আরামবাগে অবস্থিত।
 
== ইতিহাস ==
৯৭ নং লাইন:
=== গ্রন্থাগার ===
 
কলেজের সূচনালগ্নেই [[১৯৪৯]] খ্রিষ্টাব্দে কলেজের অভ্যন্তরে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়, যার প্রাক্তন নাম ছিল, কলেজের প্রাক্তন নামেই, ''"সেন্ট গ্রেগরিজ কলেজ লাইব্রেরি"''। পরবর্তীতে [[১৯৫৪]] খ্রিষ্টাব্দে, কলেজের নাম পরিবর্তন করে নটর ডেম কলেজ রাখা হলে গ্রন্থাগারের নামও পরিবর্তন করে রাখা হয় ''"নটর ডেম কলেজ লাইব্রেরি"''। কলেজের নতুন ভবনের (গাঙ্গুলী ভবন) নির্মাণ কাজ শুরু হলে [[১৯৯৫]] খ্রিষ্টাব্দের [[২১ আগস্ট]] গ্রন্থাগারটি, কলেজের [[যুক্তিবিদ্যা]]র প্রাক্তন অধ্যাপক [[ফাদার রিচার্ড নোভাক]]-এর স্মৃতির উদ্দেশ্যে তাকে উৎসর্গ করে রাখা হয় ''"ফাদার রিচার্ড নোভাক মেমোরিয়াল লাইব্রেরি"''।
 
রিচার্ড নোভাকের বড় ভাই মাইকেল নোভাক তার সংগ্রহের অনেক বই এই গ্রন্থাগারে দান করেছেন এবং গ্রন্থাগারের জন্য নিয়মিত অর্থ অনুদান দিয়ে আসছেন। নতুন গ্রন্থাগার-কক্ষ নির্মাণের জন্যও তিনি অনুদান দিয়েছেন।<ref name="NDCIntro" /> আর্চবিশপ গাঙ্গুলি ভবনের চতুর্থ তলায় অবস্থিত লাইব্রেরিটির মোট ১৩০ আসনবিশিষ্ট দুটি পাঠকক্ষ রয়েছে। কলেজে ভর্তির সাথে সাথে ছাত্ররা গ্রন্থাগারের সদস্য হয়ে যান এবং ''লাইব্রেরি'' কার্ড পেয়ে যান। গ্রন্থাগারে নিয়মিত ৬টি দৈনিক পত্রিকা, ৪টি সাপ্তাহিক ও ৪টি মাসিক ম্যাগাজিন রাখা হয়। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ জার্নাল ও ম্যাগাজিন অনিয়মিতভাবে রাখা হয়। বইসমূহ লাইব্রেরি কার্ডের প্রেক্ষিতে ধার নেয়া যায়, তবে অভিধান, এনসাইক্লোপিডিয়া, হ্যান্ডবুক ইত্যাদি দুষ্প্রাপ্য বইসমূহ কেবল গ্রন্থাগারেই ব্যবহার্য। গ্রন্থাগারে ফটোকপিরও ব্যবস্থা আছে।<ref name="NDCIntro" />
১৬৯ নং লাইন:
 
নিয়মিতভাবে ক্লাবের তরফ থেকে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। ছাত্র সদস্যদের মাঝে গঠনমূলক মনোবৃত্তির বিকাশই এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ ক্লাবের কার্যক্রমের মধ্যে রয়েছে দৈনিক সংবাদ সংগ্রহ, সাপ্তাহিক ক্লাস ও সভা, পাক্ষিক ন্যাচার স্টাডি স্থান পরিদর্শন, মাসিক দেয়ালিকা, ত্রৈমাসিক পত্রিকা ''"নিসর্গ"'' প্রকাশ, মাসিক চলচ্চিত্র প্রদর্শনী, মাসিক সভা ও মাসিক বক্তৃতা প্রতিযোগিতা, বার্ষিক সভা ও সেমিনার, বার্ষিক পত্রিকা প্রকাশ। ক্লাবের সদস্যদের উদ্যোগে প্রকাশিত বার্ষিক পত্রিকা ''"প্রকৃতি"'' সারা বছরের ক্লাব কার্যক্রমের বহিঃপ্রকাশ।<ref name="NDCIntro"/> এছাড়া ক্লাবটি ছাত্রদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলার জন্য প্রায়ই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে থাকে, যেমন: গ্রাউন্ড ট্রেনিং প্রোগ্রাম (GTP), ফটোগ্রাফি ট্রেনিং প্রোগ্রাম (PTP), অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম (OMTP), ফিল্ড ওয়ার্ক ট্রেনিং প্রোগ্রাম (FWTP), নিউজলেটার পাবলিকেশন ট্রেনিং প্রোগ্রাম (NPTP), ন্যাচার জার্নালিজম ট্রেনিং প্রোগ্রাম (NJTP), কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম (CTP), ক্লাব ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম (CMTP), সায়েন্টিফিক রিসার্চ প্রিপেয়ার্ডনেস ট্রেনিং প্রোগ্রাম (SRPTP) ইত্যাদি। প্রকৃতি সংরক্ষণে নটর ডেম নেচার স্টাডি ক্লাব শুধু নটর ডেম কলেজ ক্যাম্পাসেই নয়, এ ক্লাবের চেতনা ছড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও। এই ক্লাবের আজীবন সদস্যরা মিলিত হয়ে ১৯৯৬ খ্রিষ্টাব্দের ৩০ আগস্ট গড়ে তুলেছেন "নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ" (NSSB) নামে একটি সংগঠন, যা নটর ডেম নেচার স্টাডি ক্লাবকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।<ref name="PANNSC">''[http://www.prothomalo.com/print/news/15668 চারদিক: নটর ডেমের প্রকৃতি উৎসবে]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}'', শেখর রায়, দৈনিক প্রথম আলো; প্রকাশকাল: ২৯ অক্টোবর ২০০৯ খ্রি.। পরিদর্শনের তারিখ: ০৪ জানুয়ারি ২০১৩ খ্রি.।</ref>
* '''নটর ডেম ডিগ্রি ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২০ এপ্রিল]], [[১৯৮৬]]; প্রতিষ্ঠাতা: ফাদার জে এস পিশোতো, সিএসসি)
কলেজের ডিগ্রি (বি.এ ও বি.এস.এস) পর্যায়ের ছাত্রদের নিয়ে গড়ে ওঠা এ ক্লাবটির দেয়ালিকা ও বার্ষিক মুখপত্র ''সপ্তডিঙ্গা''।
* '''নটর ডেম যুব রেড ক্রিসেন্ট ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২৬ নভেম্বর]], [[১৯৮৬]])
রেড ক্রিসেন্ট প্রতি বছর রক্ত দান কর্মসূচি, বিভিন্ন সেমিনার ও শিক্ষা সফরের আয়োজন করে। ক্লাবটির বর্তমান মডারেটর রণজিত কুমার নাথ।
দ্বিমাসিক দেয়ালিকা ''কল্যাণ''।
* '''রোটার‌্যাক্ট ক্লাব অব নটর ডেম কলেজ''' (প্রতিষ্ঠা: [[১৪ মার্চ]], [[১৯৯০]])
এটি বাংলাদেশে কলেজ পর্যায়ের প্রথম [[রোটারি ইন্টারন্যাশনাল|রোটার‌্যাক্ট ক্লাব]]। ক্লাবটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন প্লাসিড রোজারিও। ক্লাবটি বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার আয়োজন এবং দেয়ালিকা প্রকাশ করে।
* '''নটর ডেম নাট্য দল''' (প্রতিষ্ঠা: [[১৯৯১]])
অভিনয় দক্ষতাকে শিল্পে পরিণত করার প্রত্যয় নিয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় 'নটর ডেম নাট্যদল'। ২০০৬ সালের নভেম্বরে নাট্যদলের সাথে যুক্ত হয় নতুন স্লোগান 'সৃজনশীল নাট্যচর্চায় একত্রিত হই'। ২০০৭ থেকে কলেজে, কলেজের বাইরে ও [[বিটিভি]]তে প্রায় ৯০টি নাটক মঞ্চস্থ করে। ২০০৯ সালের আগস্টে অনুষ্ঠিত হয় 'জাতীয় নাট্যোৎসব ও নাট্যকর্মশালা ২০০৯'। এরপর ২০১৫ সাল পর্যন্ত আয়োজন করা হয় ৭টি জাতীয় নাট্যকর্মশালা ও উৎসব।
 
ক্লাবের ম্যাগাজিন ''মঞ্চ'', দেয়ালিকা ''থার্ড থিয়েটার'' ও ছবির অ্যালবাম ''নাটুয়া''।
* '''নটর ডেম আবৃত্তি দল''' (প্রতিষ্ঠা: [[১৮ আগস্ট]], [[১৯৯২]])
১৯৯২ সালের ১৮ আগস্ট বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক মিসেস মারলিন ক্লারা পিনেরো-র নেতৃত্বে ছাত্রদের আবৃত্তি ও বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে গঠিত হয় নটর ডেম আবৃত্তি দল। তখন থেকেই ছাত্রদের সৃজনশীলতা, মনন ও সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নিয়মিত সভা, কর্মশালা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের মাঝে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেয়াই নটর ডেম আবৃত্তি দলের প্রধান লক্ষ্য। অন্তঃকলেজ ও আন্তঃকলেজ প্রতিযোগিতার মাধ্যমে আবৃত্তিচর্চা-কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য নটর ডেম আবৃত্তি দল বদ্ধপরিকর। জাতীয় আবৃত্তি উৎসব দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিভবান আবৃত্তিকার খুঁজে পেতে অনেক সাহায্য করে। এছাড়া ছাত্রদের মাঝে বাংলা সাহিত্যের ঐতিহ্য-কে ছড়িয়ে দেয়ার জন্য-ও জাতীয় আবৃত্তি উৎসব-এর জুড়ি নেই।
 
ক্লাবের বার্ষিক মুখপত্র ''বৃন্দ'' ও দেয়ালিকা ''নৈবেদ্য''।
* '''নটর ডেম ইতিহাস ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২৬ আগস্ট]], [[১৯৯২]])
ক্লাবের বার্ষিক প্রকাশনা ''প্রজ্ঞা'' ও দেয়ালিকা ''ঐতিহ্য''।
* '''নটর ডেম ইকো এন্ড স্পেস ক্লাব ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২৮ অক্টোবর]], [[১৯৯২]])
পূর্ব নাম: নটর ডেম এনভায়রনমেন্টাল প্রমোশন ক্লাব
ক্লাবের স্লোগান ''Know the World''। বার্ষিক প্রকাশনা ''লাইকেন'' এবং দেয়ালিকা ''অবণী''।
মডারেটর জীববিজ্ঞানের প্রভাষক মোঃ নাজমুল হোসেন।
ক্লাবটি 'ন্যাশনাল স্পেস ক্যাম্প','ইকো এন্ড ওশান কার্নিভাল','ফ্রুট ফেস্টা' ছাড়াও বিভিন্ন কর্মশালা, সেমিনার, শিক্ষা সফর, আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, প্ল্যান্ট আইডেন্টিফিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদির আয়োজন করে।
* '''ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশন্স ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২০ ফেব্রুয়ারি]], [[১৯৯৩]])
ক্লাবের বার্ষিক প্রকাশনা ''যোগাযোগ'' এবং দেয়ালিকা ''বন্ধন''। মডারেটর ইংরেজি বিভাগের মিসেস রিটা যোসেফিন রোজারিও।
* '''নটর ডেম সাংস্কৃতিক গোষ্ঠী''' (প্রতিষ্ঠা : [[৪ ডিসেম্বর]], [[১৯৯৬]])
ক্লাব মডারেটর হলেন গণিতের প্রভাষক মোঃ আজিজুর রহমান (ফয়সাল আজিজ)
* '''নটর ডেম লেখককুঞ্জ''' (প্রতিষ্ঠা: [[২৯ জুলাই]], ২০০১)
২০০৯ সাল থেকে ক্লাবের স্লোগান 'অক্ষরে আঁকি সৃষ্টির সৌন্দর্য'। ক্লাবের ত্রৈমাসিক প্রকাশনা ''ঢাক-ঢোল'' ও ''Chit-Chat'', দেয়াল পত্রিকা ''A2Z Campus'', ''অক্ষর'' ও ''ছবিয়াল''। ক্লাব মডারেটর বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ড. মিজানুর রহমান।
* '''নটর ডেম ইংলিশ ক্লাব''' (প্রতিষ্ঠা: [[১৯ অক্টোবর]], [[২০০৫]])
'নটর ডেম ইংলিশ ক্লাব' কলেজের ১৯তম ক্লাব হিসেবে ১৯ নভেম্বর ২০০৫ সালে আত্মপ্রকাশ করে। ক্লাবের দেয়ালিকা ''Insight''। ক্লাব মডারেটর হলেন ইংরেজি বিভাগের প্রভাষক মিসেস সুরঞ্জিতা বড়ুয়া এবং সহ-মডারেটর ইংরেজি বিভাগের হুমায়ুন কবির।
* '''নটর ডেম আর্ট ক্লাব''' (প্রতিষ্ঠা: [[৫ ফেব্রুয়ারি]] [[২০১৭]])
'রং তুলিতে স্বপ্ন আঁকি' এই স্লোগান নিয়ে ৫ ফেব্রুয়ারি ২০১৭ 'নটর ডেম আর্ট ক্লাব' এর যাত্রা শুরু হয়। ক্লাবের মডারেটর কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মিসেস নাদিরা আক্তার। ক্লাবের দেয়ালিকা ''স্বপ্ন ও স্বাধীনতা''।
* '''নটর ডেম ম্যাথ ক্লাব''' (প্রতিষ্ঠা: [[১৪ মার্চ]], ২০১৭)
২০৭ নং লাইন:
* '''নটর ডেম ফটোগ্রাফি ক্লাব''' (প্রতিষ্ঠা:[[৯ আগস্ট]] ২০১৭)
ক্লাবের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান মডারেটর হলেন কলেজটির জীববিজ্ঞানের সিনিয়র শিক্ষক মঈন উদ্দীন আহসান হাবীব। ক্লাবটি ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা, ফটোওয়াক, সফর ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। ক্লাবটির বার্ষিক উৎসব 'অ্যাপারচার'<ref>https://www.youthop.com/bd/miscellaneous/aperture-f-1-the-beginningphotography-competitionnotre-dame-collegedhaka-2018</ref>।
* '''নটর ডেম আইটি ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২৭ জুন]] [[২০১৮]])
ক্লাবের স্লোগান ‘‘ইনোভেটিভ এন্ড এনকোড ইয়োর আইডিয়াস’’। ক্লাবটির মডারেটর কলেজের আইসিটি বিভাগের প্রভাষক সৈকত লরেন্স রোজারিও।<ref name="NDCIntro"/> ক্লাবটি NDITC_init নামক আন্তঃকলেজ আইটি উৎসবের আয়োজন করে থাকে।<ref>https://www.nditc.org/nditcinit.php</ref>