এনামুর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সংশোধন
১৮ নং লাইন:
| occupation = রাজনীতি
}}
'''এনামুর রহমান''' (জন্ম ৮ মার্চ ১৯৫৭) বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং [[বাংলাদেশ আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] একজন রাজনীতিবিদ। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে [[ঢাকা-১৯]] আসন থেকে নির্বাচিত হন। পেশায় চিকিৎসক এনামুর [[এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল|এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের]] প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
 
==কর্মজীবন জীবন==
এনামুর ১৯৮২ সালে [[বিসিএস পরীক্ষা|বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায়]] উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি [[সাভার উপজেলা|সাভার]] ও [[গোপালগঞ্জ জেলা]]য় দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি সাভারে ফিরে আসেন এবং এনাম ক্লিনিক নামে ৬ শয্যা বিশিষ্ট একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের [[২০১৩ সাভার ভবন ধস|রানা প্লাজা]] ধ্বসে পড়ার পর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এর প্রতিষ্ঠাতা এনামুর রহমান আহতদের তিন মাস বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে দেশব্যাপী আলোচিত হন।<ref name="গ">[http://m.banglanews24.com/national/news/bd/284683.details রানা প্লাজা ধস; চিকিৎসক থেকে এমপি এনাম - ''banglanews24.com (২৪ এপ্রিল, ২০১৪)'']</ref>
 
==রাজনৈতিক জীবন==
এনামুর ছাত্র থাকাকালীন ছাত্র রাজনীতিতে যোগদান করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও [[পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০|১৯৭০-এর সাধারণ নির্বাচনে]] সক্রিয় ভূমিকা পালন করেন।<ref name="দুর্যোগ ব্যবস্থাপনা"/> ১৯৭১ সালে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের]] সময় তিনি [[পাকিস্তান বাহিনীরসেনাবাহিনী|পাকিস্তান বাহিনী]]<nowiki/>র উর্দূতে লেখা চিঠিপত্র বাংলায় অনুবাদ করে মুক্তি বাহিনীকে সহায়তা করতেন।<ref name="দুর্যোগ ব্যবস্থাপনা">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি |ইউআরএল=https://modmr.gov.bd/site/office_head/76177fbd-ed74-49e8-be22-924ba96096bb/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4 |ওয়েবসাইট=দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় |সংগ্রহের-তারিখ=২৩ জানুয়ারি ২০২০}}</ref> ২০১৪ সালের [[দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪|দশম জাতীয় সংসদ নির্বাচনে]] তিনি [[ঢাকা-১৯]] আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ২০১৮ সালের [[একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮|একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও]] একই আসন থেকে জয় লাভ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি [[শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা|শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায়]] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।<ref name="দুর্যোগ ব্যবস্থাপনা"/>
 
== তথ্যসূত্র ==