ফ্রিবিএসডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২২ নং লাইন:
'''ফ্রিবিএসডি''' ({{lang-en|FreeBSD}}) [[ইউনিক্স|রিসার্চ ইউনিক্স]] থেকে [[বার্কলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন]] দ্বারা অবতীর্ণ একটি [[ফ্রি সফটওয়্যার|ফ্রি]] ও [[ওপেন সোর্স]] [[ইউনিক্স-সদৃশ]] [[অপারেটিং সিস্টেম]]। ফ্রিবিএসডি বিএসডি-এর প্রত্যক্ষ বংশধর, যেটাকে আগে "বিএসডি ইউনিক্স" অথবা "বার্কলে ইউনিক্স" বলা হতো। ফ্রিবিএসডির প্রথম সংস্করণ ১৯৯৩ সালে মুক্তি পায় এবং ২০০৫ সাল মোতাবেক, ফ্রিবিএসডি সর্বাধিক ব্যবহৃত [[ওপেন সোর্স সফটওয়্যার|ওপেন সোর্স]] বিএসডি অপারেটিং সিস্টেম, যা মোট ইন্সটলকৃত বিএসডি সিস্টেমের এক তৃতীয়াংশেরও অধিক।
 
ফ্রিবিএসডির [[লিনাক্স কার্নেল|লিনাক্সের]] সাথে বেশ কিছু সাদৃশ্য রয়েছে। তবে দুটো প্রধান পার্থক্য হলো: ফ্রিবিএসডি একটি পরিপূর্ণ সিস্টেম নিয়ন্ত্রননিয়ন্ত্রণ করে, যথা এ প্রকল্প একটি [[kernel (computer science)|কার্নেল]], [[ডিভাইস ড্রাইভার]]সমূহ, [[Userland (computing)|ইউজারল্যান্ড]] ইউটিলিটিসমূহ, এবং ডকুমেন্টেশন প্রদান করে, যেখানে লিনাক্স শুধুমাত্র কার্নেল ও ড্রাইভার ব্যতীত অন্য অংশের জন্যে তৃতীয় পক্ষের দ্বারস্ত হয়; আর ফ্রিবিএসডির [[সোর্স কোড]] একটি অনুমোদনকারী বিএসডি লাইসেন্সের অধীনে মুক্তি পায় যেখানে লিনাক্স কপিলেফট জিপিএল লাইসেন্সের অধীনে মুক্তি পায়।
 
ফ্রিবিএসডি প্রকল্পে একটি নিরাপত্তা টিম অন্তর্ভূক্ত রয়েছে, যারা ভিত ডিস্ট্রিবিউশনে আসা সমস্ত সফটওয়্যার দেখে। বাড়তি তৃতীয় পক্ষের সফটওয়্যারের এক প্রশস্ত অংশ পিকেজি প্যাকেজ ব্যবস্থাপনা ব্যবস্থা বা ফ্রিবিএসডি পোর্ট অথবা সোর্স কোড কম্পাইল করে ইন্সটল করা যায়।