আর্থার মোল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৭৭ নং লাইন:
পরবর্তী মৌসুমগুলোয় উইকেট লাভ করার বিষয়টি ক্রমাগত স্ফীত হতে থাকে। ১৮৯৪ সালে আবারও নর্থ বনাম সাউথের খেলায় অংশ নেন। ১২.৩০ গড়ে ২০৭ উইকেট পেয়েছিলেন তিনি।<ref name=fcbowling/> ল্যাঙ্কাশায়ারের পক্ষে অনেকগুলো খেলায় অংশ নিয়ে খেলে আর্থার মোল্ড ও জনি ব্রিগস অতিরিক্ত বোলিংয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। উভয়ে মিলে ৩২৪ উইকেট দখল করলেও পরবর্তী সফলতম বোলারের সংগ্রহ ছিল ১৩ উইকেট।<ref>Wynne-Thomas, p. 59.</ref> পরের বছর আর্থার মোল্ড মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৩ উইকেট তুলে নেন ১৫.৯৬ গড়ে।<ref name=fcbowling/> প্লেয়ার্সের পক্ষে সর্বশেষবারের মতো অংশগ্রহণ করেন।<ref name=figures/> টাইমসের প্রতিবেদনে মোল্ডের কার্যকর ভূমিকার কথা সবিশেষভাবে উল্লেখ করা হয়। তিনি তার পেস বোলিংয়ের সঞ্চালন রক্ষা করে চলেছেন ও দূর্দান্তভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে উইকেট তুলে নিয়েছেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি | শিরোনাম = County Cricket in 1895: Lancashire | সংবাদপত্র = The Times | অবস্থান = London | পাতা = 10 | তারিখ = 4 September 1895}}</ref>
 
নর্থের সদস্যরূপে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে খেলায় অংশ নেন ও ১৮৯৬ সালে পুণরায় অস্ট্রেলিয়া গমন করেন। তবে, ঐ বছরে কোন টেস্ট কিংবা প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে অংশ নেননি। ১৮.১২ গড়ে ১৫০ উইকেট পান।<ref name=figures/><ref name=fcbowling/> ঐ মৌসুমের পর তার বোলিংয়ের কার্যকারীতা বহুলাংশে হ্রাস পেতে থাকে।<ref name=obit/> ১৮৯৭ সাল থেকে ক্রমাগত আঘাতের কবলে পড়তে থাকেন তিনি। ঐ মৌসুমে প্রথমবারের মতো ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হন।<ref name=fcbowling/><ref>Wynne-Thomas, p. 67.</ref> ১৮৯৮ সালে ২০-এর অধিক গড়ে ৯০ উইকেট দখল করেন। এবারই প্রথম তার বোলিং গড় এতো বেশীবেশি ছিল।<ref name=fcbowling/> আঘাতের কারণে মৌসুমের তিন সপ্তাহ মাঠের বাইরে অবস্থান করতে বাধ্য হন।<ref>Wynne-Thomas, p. 68.</ref> ১৮৯৯ সালে নিজের রেকর্ডের উন্নতি করে ১৮.৬৮ গড়ে ১১৫ উইকেট পান।<ref name=fcbowling/> ১৯০০ সালে ল্যাঙ্কাশায়ারের তরফে আর্থিক সুবিধা গ্রহণের খেলার জন্য মনোনীত হন। ঐ খেলায় সংগৃহীত £২,০৫০ পাউন্ড-স্টার্লিং ২০১০ সালের হিসেব অনুযায়ী প্রায় £১৭৩,০০০ পাউন্ড-স্টার্লিংয়ের সমপরিমাণে দাঁড়ায়।<ref name=A29/><ref>Using the Retail Price Index. Other calculating methods can also be used. {{ওয়েব উদ্ধৃতি| ইউআরএল = http://www.measuringworth.com/ppoweruk/result.php?use%5B%5D=CPI&use%5B%5D=NOMINALEARN&year_early=1900&pound71=2050&shilling71=&pence71=&amount=2050&year_source=1900&year_result=2012| শিরোনাম = Purchasing Power of British Pounds from 1264 to Present| প্রকাশক = Measuringworth.com| সংগ্রহের-তারিখ = 15 June 2012| অকার্যকর-ইউআরএল = yes| আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20160327220117/https://measuringworth.com/ppoweruk/result.php?amount=2050&pence71=&pound71=2050&shilling71=&use%5b%5d=cpi&use%5b%5d=nominalearn&year_early=1900&year_result=2012&year_source=1900| আর্কাইভের-তারিখ = 27 March 2016| df = dmy-all}}</ref>
 
== বল নিক্ষেপ বিতর্ক ==