কুমার ইন্দ্রজিৎসিংজী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
১৮ নং লাইন:
| role = [[উইকেট-রক্ষক]]
 
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 4
| runs1 = 51৫১
| bat avg1 = 8.50৫০
| 100s/50s1 = -/-
| top score1 = 23২৩
| deliveries1 = -
| wickets1 = -
৩১ নং লাইন:
| tenfor1 = -
| best bowling1 = -
| catches/stumpings1= 6/3
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 90৯০
| runs2 = 3694৩৬৯৪
| bat avg2 = 26২৬.76৭৬
| 100s/50s2 = 5/16১৬
| top score2 = 124১২৪
| deliveries2 = -
| wickets2 = -
৪৪ নং লাইন:
| tenfor2 = -
| best bowling2 = -
| catches/stumpings2= 133১৩৩/80৮০
 
| international = true
৬৬ নং লাইন:
'''কুমার শ্রী ইন্দ্রজিৎসিংজী মাধবসিংজী''' ({{অডিও|Kumar_Indrajitsinhji.ogg|উচ্চারণ}}; {{lang-mr|कुमार इंद्रजीतसिंह}}; [[জন্ম]]: [[১৫ জুন]], [[১৯৩৭]] - [[মৃত্যু]]: [[১২ মার্চ]], [[২০১১]]) তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের জামনগর এলাকায় জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৪ থেকে ১৯৬৯ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে [[Delhiদিল্লি cricketক্রিকেট teamদল|দিল্লি]] ও সৌরাষ্ট্র দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক]] হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন '''কে. এস. ইন্দ্রজিৎসিংজী''' নামে পরিচিত '''কুমার ইন্দ্রজিৎসিংজী'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
রাজকোটের রাজকুমার কলেজ ও দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে পড়াশুনো করেছিলেন।
 
১৯৫৪-৫৫ মৌসুম থেকে ১৯৭২-৭৩ মৌসুম পর্যন্ত কুমার ইন্দ্রজিৎসিংজী’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এ পর্যায়ে দিল্লি ও [[Saurashtraসৌরাষ্ট্র cricketক্রিকেট teamদল|সৌরাষ্ট্রের]] পক্ষে খেলেছিলেন তিনি। প্রতিযোগিতাধর্মী উইকেট-রক্ষক ও দক্ষ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে কুমার ইন্দ্রজিৎসিংজী’র বেশ সুনাম ছিল। কখনোবা তিনি ব্যাটিং উদ্বোধন কিংবা মাঝারিসারিতে ব্যাটিং করতে নামতেন। দূর্ভাগ্যবশতঃ খেলোয়াড়ী জীবনের স্বর্ণালী সময়ে [[ফারুক ইঞ্জিনিয়ার]] ও [[Budhiবুধি Kunderanকুন্দরন|বুধি কুন্দরনের]] পিছনে তাকে অবস্থান করতে হয়েছিল। কেবলমাত্র তাদের কেউ আঘাতপ্রাপ্ত কিংবা অনুপস্থিতির কারণেই জাতীয় দলে তিনি আহুত হতেন।
 
রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় উইকেট-রক্ষকদের অন্যতম হিসেবে [[caught|কট]] কিংবা [[stumpedস্টাম্পড|স্ট্যাম্পিং]] করে ১০০১০০টি ডিসমিসালের[[আউট (ক্রিকেট)|আউটের]] কৃতিত্ব অর্জন করেছিলেন। তন্মধ্যে, ১৯৬০-৬১ মৌসুমে এ প্রতিযোগিতায় ২৩টি ডিসমিসালআউট ঘটিয়েকরে নতুন রেকর্ড গড়েন। প্রায় ২০ বছর প্রথম-শ্রেণীর ক্রিকেটে দূর্দণ্ড প্রতাপে খেলেন। ২৬.৭৬ গড়ে পাঁচ সেঞ্চুরি সহযোগে ৩,৬৯৪ রান তুলেন। ২১০টি ডিসমিসালেরআউটের মধ্যে ১৩৩টি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন তিনি।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
৮০ নং লাইন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে দূর্দান্ত সূচনা করেছিলেন। ব্যাটসম্যান কিংবা উইকেট-রক্ষক হিসেবে মাঝারিমানের সফলতা লাভ করলেও স্মরণীয় মুহূর্ত উদযাপন করেছিলেন তিনি। নবম উইকেট জুটিতে [[চান্দু বোর্দে|চান্দু বোর্দের]] সাথে ৩২ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে বোম্বে টেস্টে দুই উইকেটের নাটকীয় [[ফলাফল (ক্রিকেট)|জয়]] এনে দেন। তাসত্ত্বেও, এ সাফল্যের পর তাকে দলে রাখা হয়নি। এভাবেই তার আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন শেষ হয়ে যায়। এরপর আর তাকে আন্তর্জাতিক অঙ্গনে খেলতে দেখা যায়নি।
 
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে পরিচ্ছন্ন উইকেট-রক্ষক হিসেবে সুনাম অর্জন করলেও জাতীয় পর্যায়ে এ ধারা অব্যাহত রাখতে পারেননি। জাতীয় দলে অন্তর্ভূক্তির প্রশ্নে প্রায়শঃই তাকে ফারুক ইঞ্জিনিয়ার ও বুধি কুন্দরনের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হতো। মাত্র চার টেস্টে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলেন। তন্মধ্যে, [[Australian১৯৬৪–৬৫ cricketসালে teamভারতে inঅস্ট্রেলিয়ান India inক্রিকেট 1964–65দল|১৯৬৪-৬৫]] মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তিন টেস্টের সিরিজের সবকটি<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ১=[[ESPNcricinfo]] |শিরোনাম=1st Test, Australia tour of India at Chennai, Oct 2-7 1964 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo |ইউআরএল=http://www.espncricinfo.com/series/17339/scorecard/62952/india-vs-australia-1st-test-australia-tour-of-india-1964-65/ |সংগ্রহের-তারিখ=15 June 2018}}</ref> ও [[New১৯৬৯-৭০ Zealandসালে cricketভারতে team in Indiaনিউজিল্যান্ড inক্রিকেট 1969–70দল|১৯৬৯-৭০]] মৌসুমে সফরকারী [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড দলের]] বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে আর একটি খেলায় অংশ নিয়েছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ১=[[ESPNCricinfo]] |শিরোনাম=3rd Test, New Zealand tour of India at Hyderabad, Oct 15-20 1969 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo |ইউআরএল=http://www.espncricinfo.com/series/17278/scorecard/63047/india-vs-new-zealand-3rd-test-new-zealand-tour-of-india-1969-70/ |সংগ্রহের-তারিখ=15 June 2018}}</ref> এ পর্যায়ে অবশ্য নিয়মিত উইকেট-রক্ষক ফারুক ইঞ্জিনিয়ার আঘাতপ্রাপ্ত ছিলেন।
 
== ব্যক্তিগত জীবন ==