পাভো নুরমি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:১৮৯৭-এ জন্ম যোগ
১২ নং লাইন:
 
১৫ বছর বয়সে, নুরমি খেলাধুলার প্রতি তার আগ্রহকে পুনরুজ্জীবিত করেন হাননেস কোলেহমাইনেনের ক্রীড়াকৌশলের দ্বারা, যার সম্বন্ধে বলা হোত তিনি ১৯১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে "ফিনল্যান্ডকে পৃথিবীর মানচিত্রে দৌড় করিয়েছেন"। কিছুদিন পর তিনি তার প্রথম জোড়া স্নিকার ক্রয় করেন। নুরমি প্রাথমিকভাবে গরমকালে ময়দানে দৌড়ে ও শীতকালে বরফের ওপর দৌড়ে প্রশিক্ষণ নেন। ১৯১৪ সালে, নুরমি তুরুন আরহেইলুলিটো ক্রীড়া সঙ্ঘে যোগ দেন এবং ৩০০ মিটারে তার প্রথম রেস জেতেন। দুই বছর পর, তিনি হাঁটা, দৌড় ও ব্যায়ামের মধ্য দিয়ে তার প্রশিক্ষণকে ঝালিয়ে নেন। টুরকুতে এবি এইচ আহলবার্গ এন্ড কো কর্মশালায় নতুন চাকরির মাধ্যমে তিনি তার পরিবারের জন্য জোগান দেন, সেখানে তিনি কাজ করেন ১৯১৯ সালের এপ্রিল পর্যন্ত যতদিন না সেনাবাহিনীতে যোগ দেন পরি ব্রিগেডে একটি মেশিনগান কোম্পানিতে। ১৯১৮ সালের ফিনিশীয় গৃহযুদ্ধে, নুরমি রাজনৈতিকভাবে নিস্ক্রিয় থাকেন এবং তার কাজকর্ম ও অলিম্পিকের লক্ষ্য অর্জনে মনোনিবেশ করেন। যুদ্ধের পর, তিনি নবগঠিত ফিনিশীয় শ্রমিক ক্রীড়া ফেডারেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেন, বরং ফেডারেশনের প্রধানের উদ্দেশ্যে নিবন্ধ লেখেন এবং তার বহু সহকর্মী ও ক্রীড়াবিদদের মাঝে বিদ্যমান বৈষম্যের সমালোচনা করেন।
 
[[বিষয়শ্রেণী:১৮৯৭-এ জন্ম]]