আফগানিস্তান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সূত্রপূরণ ব্যবহার করে 2টি তথ্যসূত্র পূরণ করা হয়েছে ()
৭০ নং লাইন:
|ইউআরএল = http://www.zharov.com/dupree/chapter03.html
|উৎসের শিরোনাম = Sites in Perspectivechapter 3 of Nancy Hatch Dupree, ''An Historical Guide To Afghanistan''
}}</ref><ref>[{{ওয়েব উদ্ধৃতি|url=http://encarta.msn.com/text_761569370___42/Afghanistan.html |title=''Afghanistan'']|author=|date=|work=msn.com|accessdate=13 November 2019}}</ref> [[খ্রিস্টপূর্ব ২০০০|২০০০ খ্রিস্টপূর্বাব্দের]] পর [[মধ্য এশিয়া]] থেকে এই এলাকায় লোক আসতে শুরু করে। এদের অধিকাংশই ছিল [[আর্য জাতি|আর্য]], যারা [[ইরান]] ও [[ভারত|ভারতেও]] বসতি স্থাপন করেছিল। তখন এই এলাকার নাম ছিল [[আরিয়ানা]]।
 
[[খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক|খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের]] মাঝামাঝি সময়ে [[পারস্য সাম্রাজ্য]] আরিয়ানা দখল করে। [[খ্রিস্টপূর্ব ৩৩০|৩৩০ খ্রিস্টপূর্বাব্দে]] [[মহামতি আলেকজান্ডার]] পারস্যের সম্রাটকে পরাজিত করে আরিয়ানার পূর্ব সীমান্ত ও তারও পূর্বে চলে যেতে সক্ষম হন। [[খ্রিস্টপূর্ব ৩২৩|৩২৩ খ্রিস্টপূর্বাব্দে]] আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলি রাজ্য তাঁর এশীয় সাম্রাজ্যের দখল নেয়ার চেষ্টা করে। এদের মধ্যে [[সেলুসিদ সাম্রাজ্য]], [[বাকত্রিয়া সাম্রাজ্য]] ও ভারতীয় [[মৌর্য সাম্রাজ্য]] উল্লেখযোগ্য।
৯১ নং লাইন:
 
[[১৬শ শতক|১৬শ]] ও [[১৭শ শতক|১৭শ শতাব্দীর]] পুরোটা জুড়ে ভারতে অবস্থিত মুঘল সাম্রাজ্য এবং [[পারস্য|পারস্যের]] [[সাফাউইদ রাজবংশ|সাফাউইদ রাজবংশের]] রাজারা আফগানিস্তানের দখল নিয়ে যুদ্ধ করেন। সাধারণত মুঘলেরা কাবুলের দখল রাখতো এবং পারসিকেরা হেরাত দখলে রাখতো আর [[কান্দাহার|কান্দাহারের]] শাসনভার প্রায়ই হাতবদল হত। এসময় [[পশতুন জাতি]] তাদের শক্তিবৃদ্ধি করে, তবে স্বাধীনতা লাভে ব্যর্থ হয়।
১৭৪৭ সালে [[আহমদ শাহ দুররানি]] [[কান্দাহার]] শহরকে রাজধানী করে এখানে [[দুররানি সাম্রাজ্য|দুররানি সাম্রাজ্যের]] পত্তন করেন <ref>[{{ওয়েব উদ্ধৃতি|url=http://concise.britannica.com/ebc/article-9354776/Ahmad-Shah-Durrani |title=''Ahmad Shah Durrani'']|author=|date=|work=britannica.com|accessdate=13 November 2019}}</ref>। তখন থেকে ১৯৭৩ সাল পর্যন্ত আফগানিস্তানে [[রাজতন্ত্র]] ছিল। এরই মাঝে দেশের রাজধানী কান্দাহার থেকে কাবুলে স্থানান্তরিত করা হয় এবং দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে অনেক অঞ্চল হারায়।
===স্বাধীনতা লাভ===
১৯শ শতকে দেশটি [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য]] ও [[রুশ সাম্রাজ্য|রুশ সাম্রাজ্যের]] মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রীড়ানক রাষ্ট্রে পরিণত হয়। ১৯৭৩ সালে একটি সামরিক অভ্যুত্থানে সামরিক কর্মকর্তাগণ রাজার পতন ঘটান এবং প্রজাতন্ত্র গঠন করেন। ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান [[যুক্তরাজ্য]] থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।১৯৭০-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধে হস্তক্ষেপের অভিপ্রায়ে ১৯৭৯ সালে [[সোভিয়েত ইউনিয়ন]] আফগানিস্তান আক্রমণ করে এবং [[সোভিয়েত-আফগান যুদ্ধ]] শুরু হয়। ১৯৮৯ সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং এর সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ১৯৯৬ সালে [[তালেবান]] নামের একটি মৌলবাদী গোষ্ঠী [[কাবুল|কাবুলের]] দখল নেয়। তালেবান সন্ত্রাসবাদী দল [[আল কায়েদা]]কে আফগানিস্তানে আশ্রয় দেয়। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর [[মার্কিন যুক্তরাষ্ট্র]] আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে। ২০০৪ সালে আফগানিস্তানের সংবিধান নতুন করে লেখা হয় এবং একটি রাষ্ট্রপতি-ভিত্তিক গণতান্ত্রিক সরকারব্যবস্থা চালু হয়।