চৈতন্য মহাপ্রভু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
৮টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
৪২ নং লাইন:
চৈতন্যদেবের পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। শৈশবাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। তার প্রধান আগ্রহের বিষয় ছিল [[সংস্কৃত]] গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন। ব্যাকরণশাস্ত্রে ব্যুৎপত্তি অর্জনের পর মাত্র কুড়ি বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন।<ref name="se"/> তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত। কেশবকাশ্মীর নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমাই তর্ক-যুদ্ধে পরাস্ত করেন। [[জপ]] ও কৃষ্ণের নাম [[কীর্তন|কীর্তনের]] প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল, তা জানা যায় তার জীবনের নানা কাহিনি থেকে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=CC Adi lila 14.22 |ইউআরএল=http://vedabase.net/cc/adi/14/22/en1 |সংগ্রহের-তারিখ=২৮ ফেব্রুয়ারি ২০১০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120306060122/http://vedabase.net/cc/adi/14/22/en1 |আর্কাইভের-তারিখ=৬ মার্চ ২০১২ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> তার প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়াদেবীকে বিয়ের পর একবার সিলেটে গিয়েছিলেন তিনি। পূর্ববঙ্গে পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়াদেবীর সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে নিজের অনিচ্ছা সত্ত্বেও [[বিষ্ণুপ্রিয়া]] দেবীর জলগ্রহণ করেন। <ref name="se"/>
 
এরপর [[গয়া|গয়ায়]] পিতার [[শ্রাদ্ধ|পিণ্ডদান]] করতে গিয়ে স্ত্রীবিয়োগকাতর নিমাই তার গুরু [[ঈশ্বর পুরী|ঈশ্বর পুরীর]] সাক্ষাৎ পান। ঈশ্বর পুরীর নিকট তিনি [[গোপাল]] মন্ত্রে দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে।<ref>[http://www.vedabase.net/cc/adi/17/9/en1 CC Adi lila 17.9] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20140924124446/http://vedabase.net/cc/adi/17/9/en1 |তারিখ=২৪ সেপ্টেম্বর ২০১৪ }} "In Gayla, Sri Chaitanya Mähaprabhu was initiated by Isvara Puri, and immediately afterwards He exhibited signs of love of Godhead. He again displayed such symptoms after returning home."</ref> বাংলায় প্রত্যাবর্তন করার পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণভাবময় ভক্ত রূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে [[অদ্বৈত আচার্য|অদ্বৈত আচার্যের]] নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। অনতিবিলম্বে নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন। হিন্দুধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে 'হরি বোল' ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে খোল-করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে 'নগর সংকীর্তন'এ বের হতেন। অত্যাচারী জগাই ও মাধাইকে তিনি ভক্তে পরিণত করেন। তার প্রভাবে মুসলমান 'যবন হরিদাস' (হরিদাস ঠাকুর) বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাঁদকাজী তার আনুগত্য স্বীকার করেন। [[চৈতন্যভাগবত]]-এ আছে, জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শূদ্র রামরায়কে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন।
<ref name="se"/>
 
মাত্র চব্বিশ বছর বয়সে [[কাটোয়া]]য় [[কেশব ভারতী|কেশব ভারতীর]] নিকট সন্ন্যাসব্রতে দীক্ষিত হওয়ার পর নিমাই ''শ্রীচৈতন্যদেব'' নাম গ্রহণ করেন।<ref>[http://www.vedabase.net/tlc/17/en1 Teachings of Lord Chaitanya] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20150515000756/http://vedabase.net/tlc/17/en1 |তারিখ=১৫ মে ২০১৫ }} "They were surprised to see Lord Caitanya after He accepted his sannyasa order from Kesava Bharati"</ref> সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি বাংলা ত্যাগ করে কয়েক বছর [[ভারত|ভারতের]] বিভিন্ন তীর্থস্থান যথা: নীলাচল, দাক্ষিণাত্য, গৌড়, বৃন্দাবন পর্যটন করেন। পথে সত্যবাই, লক্ষ্মীবাই নামে বারাঙ্গনাদ্বয় এবং ভীলপন্থ, নারেজী প্রভৃতি দস্যুগণ তার শরণ গ্রহণ করে। এইসব স্থানে ভ্রমণের সময় তিনি এতদাঞ্চলের ভাষা (যথা: [[ওড়িয়া ভাষা|ওড়িয়া]], [[তেলুগু ভাষা|তেলুগু]], [[মালয়ালম ভাষা|মালয়ালম]] প্রভৃতি) বিশেষভাবে শিক্ষা করেন। এই সময় তিনি অশ্রুসজল নয়নে অবিরত কৃষ্ণনাম জপ ও কঠোর বৈরাগ্য সাধন (আহার-নিদ্রা ত্যাগ করে কৌপীনসার হয়ে) করতেন। জীবনের শেষ চব্বিশ বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন [[জগন্নাথ মন্দির, পুরী|জগন্নাথধাম]] [[পুরী|পুরীতে]]।<ref>[http://www.gaudiya.com/index.php?topic=history History of Gaudiya Vaishnavism] "Chaitanya spent the remainder of His life, another 24 years, in Jagannäth Puri in the company of some of His intimate associates, such as Svarüpa Dämodara and Rämänanda Räya"</ref> ওড়িশার সূর্যবংশীয় হিন্দু সম্রাট গজপতি মহারাজা [[প্রতাপরুদ্র দেব]] চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার মনে করতেন। মহারাজা প্রতাপরুদ্র চৈতন্যদেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন।<ref>[http://philtar.ucsm.ac.uk/encyclopedia/hindu/devot/gauvai.html Gaudiya Vaishnavas] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20090302041337/http://philtar.ucsm.ac.uk/encyclopedia/hindu/devot/gauvai.html |তারিখ=২ মার্চ ২০০৯ }} "His magnetism attracted men of great learning such as Särvabhauma Bhattächärya, the greatest authority on logic, and Shree Advaita Ächärya, leader of the Vaishnavas in Bengal, and men of power and wealth like the King of Orissa, Pratapa Rudra and his brähman minister, Rämänanda Räya..."</ref> ভক্তদের মতে, জীবনের শেষপর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়েই ভাবসমাধিস্থ থাকতেন।<ref>[http://srimadbhagavatam.com/introduction/en1 Srimad Bhagavatam, Introduction] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20130525203633/http://srimadbhagavatam.com/introduction/en1 |তারিখ=২৫ মে ২০১৩ }} "At Puri, when he [Caitanya] entered the temple of Jagannätha, he became at once saturated with transcendental ecstasy"</ref> ১৫৩৩ খ্রীষ্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে মাত্র ৪৮ বছর বয়সে তার লীলাবসান ঘটে।<ref name="se"/>
 
==পাদুকা==