শার্লক হোমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
এই হলো অভীক (আলোচনা | অবদান)
বানান ঠিক করা হয়েছে, ব্যাকরণ ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
২৭ নং লাইন:
}}
 
'''শার্লক হোমস''' ([[ইংরেজি]]: '''[[Sherlock Holmes''', ({{pron-en|ˈʃɜrlɒk ˈhoʊmz}}]]) ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৮৮৭ সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার [[আর্থার কোনান ডয়েল]]। হোমস একজন উচ্চমেধাসম্পন্ন লন্ডন-ভিত্তিক "পরামর্শদাতা গোয়েন্দা"। নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং [[ফরেনসিক বিজ্ঞান|ফরেনসিক বিজ্ঞানে]] দক্ষতাবলে জটিল আইনি মামলার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তারতাঁর খ্যাতি ভুবনজোড়া।
 
কোনান ডয়েল হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোটগল্প লিখেছেন। প্রথম কাহিনি ''[[আ স্টাডি ইন স্কারলেট]]'' ১৮৮৭ সালের ''[[বিটন’স ক্রিসমাস অ্যানাল]]'' পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনি ''[[দ্য সাইন অফ দ্য ফোর|দ্য সাইন অব দি ফোর]]'' ১৮৯০ সালে ''[[লিপিনকোট’স মান্থলি ম্যাগাজিন]]'' পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯১ সালে ''[[স্ট্র্যান্ড ম্যাগাজিন|দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন]]'' পত্রিকায় প্রথম ছোটোগল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯২৭ সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোটগল্পের সিরিজ ও আরও দুটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনির পটভূমির সময়কাল ১৮৮০ থেকে ১৯০৭ সাল; শেষ ঘটনাটির সময়কাল অবশ্য ১৯১৪।