নাটের গুরু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
৩২ নং লাইন:
 
== কাহিনী ==
সমরেশ বসুর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে রোমান্টিক কমেডি, নাটার গুরু ছবিটি। ছবিতে চারটি প্রধান চরিত্রগুলি হল রবি, শশীভূষণ, সুলোচোনা এবং মনীষা। শশী ও সুলোচোনা এক বিচ্ছিন্ন দম্পতি যারা পরস্পর পরস্পর থেকে পৃথক হলেও আইনত বিবাহবিচ্ছেদ হয়নি। পৃথকীকরণ উভয় পক্ষের ভুল বোঝাবুঝি, অহংকার এবং ভুল ধারণার শিকার দুজনই। ১৫ বছর পরে, সুলোচোনা এখন একজন সফল ব্যবসায়িক এবং শশীভূষণ একজন রেস কোর্সের বুকি। তাদের একমাত্র মেয়ে মনীষা একজন নর্তকী এবং সে তার মায়ের সাথে থাকেন। হটাৎ একদিন সুলোচোনা হার্ট অ্যাটাকের শিকার হন এবং মনীষা কোনরকম সাহায্য না পেয়ে তার বাবার কাছ যান এবং বাবা ও মেয়ে ঠিক করেন যে অসুস্থ সুলোচোনাকে কোন প্রকার চাপ দেওয়া যাবে না। সুতরাং তারা একটি গোপন পদ্ধতি ঠিক করে। তারা শশীর বন্ধু, রবিকে ([[জিৎ_(অভিনেতা)|জিৎ]]) ভাড়া করে আনার সিদ্ধান্ত নেয় এবং তাকে দুর্গাদাস হিসাবে উপস্থাপন করে। যখনি দরকার হত রবি প্রক্সি দিতে হাজির হত। সে নিয়মিত মনীষা বাড়িতে আসতে শুরু করে। তবে প্রায়ই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে শশী এবং মনীষার মধ্যে ঝগড়া এবং লড়াই হত। মনীষার আচরণে রবি অপমানিত হন। একদিন রবি সুলোচোনার পা ছোঁয় এবং তাঁকে গান শোনায়। সেই সংগীত সুলোচোনাকে অনেকটা সুস্থ করে তোলে এবং তিনি আবার হাঁটাতে সক্ষম হন। সুলোচোনা রবিকে ভালবাসে। এদিকে, সুলোচোনা দুর্ঘটনাক্রমে রবির মৌলিকত্ব উন্মোচন করে ফেলে। সুলোচোনা রবির সততা ও আত্মমর্যাদার প্রশংসা করেন। রবির সততা ও সরলতা মনীষাকে তার প্রেমে পড়ায়। দুর্গাদাস ঝামেলা সৃষ্টি করে। তবে শশীর সহযোগিতায় প্রেমীরা আবার মিলিত হন। শশী এবং সুলোচোনা তাদের দীর্ঘ হারিয়ে যাওয়া প্রেম পুনরায় আবিষ্কার করেন এবং দম্পতি আবার একত্রিত হন।
 
==অভিনয়==