গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩৬ নং লাইন:
 
==সঙ্গীত জীবন==
সঙ্গীত জীবনের প্রথম দিকে, ১৮৯৫ সালে তিনি [[[বর্ধমানের মহারাজা]]র সভা গায়ক নিযুক্ত হন, এখানে তিনি পরবর্তী ২৯ বছর অর্থাৎ ১৯২৪ সাল পর্যন্ত কাজ করেছিলেন। এটি তাঁর সঙ্গীত জীবনের সবচেয়ে ফলপ্রসূ সময় ছিল। তিনি ভারতীয় সংগীতের তত্ত্ব এবং ইতিহাসের গবেষণায় তাঁর সময় উৎসর্গ করেছিলেন।<ref>[[#Na|Sangeet Natak, p. 67]]</ref> তিনি মহারাজার সাথে ভারত জুড়ে ভ্রমণ করেছিলেন এবং তৎকালীন বেশ কয়েকজন নামী সংগীতকারের সাথে পরিচিত হন। এর ফলে তাঁর বিভিন্ন সংগীতের ঐতিহ্য এবং ঘরানার জ্ঞান প্রসারিত হয়েছিল।<ref name="Sangeet Natak, p. 68">[[#Na|Sangeet Natak, p. 68]]</ref> তিনি মহারাজা [[যতীন্দ্রমোহন ঠাকুর|যতীন্দ্রমোহন ঠাকুরের]] দরবারে কর্মরত সৈয়দ মোহাম্মদের কাছ থেকে ''[[সুরবাহার]]'' বাজাতে শিখেছিলেন, এরপরে তিনি [[ইমদাদ খান|ইমদাদ খানের]] কাছ থেকেও [[সেতার]] বাজাতে শেখেন। খানের সাথে তাঁর '' সুরবাহার '' বাজনা, বাণিজ্যিকভাবে রেকর্ড করা হয়েছিল।<ref name="Sangeet Natak, p. 68"/> বর্ধমানে থাকাকালীন তিনি দুটি খণ্ডে '' সংগীত চন্দ্রিকা '' প্রকাশ করেছিলেন, এটি ছিল ভারতে সংগীতবিদ্যার একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ গবেষণা।<ref name="Bose1960">{{cite book|author=Narendra Kumar Bose|title=Melodic types of Hindusthān: a scientific interpretation of the rāga system of Northern India|url=https://books.google.com/books?id=3acHAQAAMAAJ|page=160|year=1960|publisher=Jaico Pub. House}}</ref> Itএটিতে alsoবাংলা includedএবং aহিন্দি collectionগানের ofসুরারোপিত Bengaliএকটি andসংগ্রহও Hindiঅন্তর্ভুক্ত songs set to music.ছিল।<ref>{{cite web |title=Sangita Chandrika |url= http://www.nationallibrary.gov.in/ResultKeyword.php?start=13&p_f=13&id=sangit&id1=title|date= |publisher=National Library of India |accessdate=19 July 2013}}</ref> তাঁর সংগীতশাস্ত্র সম্পর্কিত অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে ''গীত-দর্পণ'', ''গীত-প্রবেশিকা'' এবং ''সংগীত-লহরী'', সবগুলিই বাংলা ভাষায়।
==তথ্যসূত্র==
{{Reflist|2}}