লেনার্ড ক্লাইনরক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎জীবনী: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২ নং লাইন:
 
==জীবনী==
ক্লেইনরক ১৯৩৪ সালের ১৩ জুন নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে ১৯৫৭ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। [[এমআইটি]] থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে ১৯৫৯ সালে মাস্টার্স এবং ১৯৬৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি সম্পন্ন করে [[ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস]] এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত [[ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস]] এর কম্পিউটার বিজ্ঞানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি [[ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস]] এ ৪৮ জন পিএইচডি ছাত্রের অভিসন্দর্ভ তত্ত্বাবধান করেছেন। তাঁরতার প্রকাশনায় রয়েছে ২৫টি গবেষণাপত্র এবং ৬টি বই। তিনি লিঙ্কাবিট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট। <ref>https://www.lk.cs.ucla.edu/index.html</ref><ref>http://history-computer.com/Internet/Birth/Kleinrock.html</ref><ref>http://www.livinginternet.com/i/ii_kleinrock.htm</ref><ref>http://ethw.org/Oral-History:Leonard_Kleinrock</ref><ref>https://www.computer.org/web/awards/goode-leonard-kleinrock</ref>
 
==পুরস্কার ও সম্মাননা==