গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫৬ নং লাইন:
'''গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব''' ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্লাবগুলোর অন্যতম। গ্লুচেস্টারশায়ারের ঐতিহাসিক কাউন্টির প্রতিনিধিত্বকারী দল এটি। ১৮৭০ সালে ক্লাবটি গঠন করা হয়। এরপর থেকেই সর্বদাই [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটসহ]] ইংল্যান্ডভিত্তিক শীর্ষ-পর্যায়ের প্রতিটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করছে। ১৮৭০ সালে প্রথমবারের মতো ক্লাবটি বড়োদের খেলায় অংশ নেয়। ঐ খেলায় [[ডব্লিউ. জি. গ্রেস]] দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেছিলেন। ব্রিস্টলের উত্তরাঞ্চলীয় এলাকা বিশপটনের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের নিজেদের খেলাগুলো আয়োজন করে গ্লুচেস্টারশায়ার দল। এছাড়াও, চেল্টেনহামের কলেজ গ্রাউন্ডে চেল্টেনহাম ক্রিকেট উৎসবে এবং গ্লুচেস্টারের দ্য কিংস স্কুলে গ্লুচেস্টার ক্রিকেট উৎসবে বেশ কিছু খেলায় অংশ নিয়েছে।
 
গ্লুচেস্টারশায়ারের সর্বাধিক জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে ডব্লিউ. জি. গ্রেস অন্যতম। তাঁরতার পিতাই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও, [[ওয়ালি হ্যামন্ড]] ক্লাবের পক্ষে সর্বাধিকসংখ্যক ১১৩টি শতরানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি দুইবার সফলতম সময় অতিবাহিত করে। ১৮৭০-এর দশকে কমপক্ষে তিনবার [[আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা|অনানুষ্ঠানিকভাবে]] [[Champion County|চ্যাম্পিয়ন কাউন্টির]] মর্যাদা লাভ করে। ১৯৯৯ থেকে ২০০৬ সালের মধ্যে সাতবার সীমিত ওভারের ট্রফি জয় করে। তন্মধ্যে, ১৯৯৯ ও ২০০০ সালে ‘ডাবল ডাবল’ পায়। উভয় মৌসুমেই দলটি বেনসন এন্ড হেজেস কাপ ও সিএন্ডজি ট্রফির শিরোপা জয়লাভে সক্ষমতা দেখায়। ২০০০ সালে সানডে লীগের শিরোপা জয় করেছিল গ্লুচেস্টারশায়ার দল।<ref name="auto">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.espncricinfo.com/blogs/content/story/921321.html|শিরোনাম=Reliving Gloucestershire's limited-overs glory days|ওয়েবসাইট=Espncricinfo.com|সংগ্রহের-তারিখ=29 September 2018}}</ref>
 
== সম্মাননা ==